Ads Area


কেন্দ্রীয় সংস্থায় ১২০ সাইট ইন্সপেক্টর নিয়োগ || Appointment Of 120 Site Inspectors In Central Agencies

  কেন্দ্রীয় সংস্থায় ১২০ সাইট ইন্সপেক্টর নিয়োগ || Appointment Of 120 Site Inspectors In Central Agencies

কেন্দ্রীয় সংস্থায় ১২০ সাইট ইন্সপেক্টর নিয়োগ || Appointment Of 120 Site Inspectors In Central Agencies

কেন্দ্রীয় সংস্থায় ১২০ সাইট ইন্সপেক্টর 

যােগ্যতা : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ 

কেন্দ্রীয় সরকারের গৃহ ও নগরােন্নয়ন মন্ত্রকের অধীনস্থ সংস্থা এনবিসিসি ( ইন্ডিয়া ) লিমিটেড ১২০ জন 'সাইট ইন্সপেক্টর' নিয়ােগ করবে ।

বয়স : 

বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে ( সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ) ।

দরখাস্ত করতে হবে অনলাইনে ১৪ এপ্রিল , ২০২১ বিকেল ৫ টার মধ্যে ।

শাখা অনুযায়ী যােগ্যতা : 

( ১ ) সাইট ইন্সপেক্টর ( সিভিল ) : 

কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ % নম্বর সহ ( তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ % নম্বর ) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে । ক এর পর ৭ পাতায় । শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

শূন্যপদ : 

৮০ ( জেনাঃ ৩৩ , তঃজাঃ ১২ , তঃউঃজাঃ ৬ , ওবিসি ২১ , আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮ ) ।

এককালীন বেতন : 

প্রতি মাসে ৩১,০০০ টাকা ।

( ২ ) ম্যানেজমেন্ট ট্রেনি ( ইলেক্ট্রিক্যাল ) : 

কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ % নম্বর সহ ( তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ % নম্বর ) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে । শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

শূন্যপদ : 

৪০ ( জেনাঃ ১৬ , তঃজাঃ ৬ , তঃউঃ জাঃ ৩ , ওবিসি ১১ , আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪ ) ।

এককালীন বেতন : 

প্রতি মাসে ৩১,০০০ টাকা ।

আবেদন করার পদ্ধতি : 

দরখাস্ত করতে হবে www.nbccindia.com ওয়েবসাইটে । এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মােবাইল নম্বর থাকতে হবে । দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তােলা পাসপাের্ট মাপের ছবি , সই , কাস্ট / প্রতিবন্ধকতার সার্টিফিকেট ( যদি থাকে ) ৫০ কেবি থেকে ১০ এমবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি / পিএনজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলােড করতে হবে । দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে । তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনাে ফি দিতে হবেনা । নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন , পরে এর প্রয়ােজন হবে ।

প্রার্থী বাছাই পদ্ধতি : 

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে । অনলাইন পরীক্ষায় কমপক্ষে ৬০ % নম্বর পেতে হবে । পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা । অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট ।


আরও পড়ুন- একলব্য মডেল স্কুলে 3479 শিক্ষক নিয়ো


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area