Ads Area


রেলে ৩৯ নার্স ও টেকনিশিয়ান ইন্টারভিউয়ের মাধ্যমে

Top Post Ad

 রেলে ৩৯ নার্স ও টেকনিশিয়ান


রেলে ৩৯ নার্স ও টেকনিশিয়ান ইন্টারভিউয়ের মাধ্যমে
 রেলে ৩৯ নার্স ও টেকনিশিয়ান নিয়োগ


পূর্ব রেলের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে কোভিড রােগীদের চিকিৎসার জন্য নার্সিং সুপারিন্টেন্ডেন্ট ’ , ‘ রেডিওগ্রাফার ও ল্যাব টেকনিশিয়ান ’ পদে ২৮ জন ও দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন কোভিড রােগীদের চিকিৎসার জন্য নার্সিং সুপারিন্টেন্ডেন্ট পদে ১১ জন ছেলেমেয়ে নিচ্ছে ।


কারা কোন পদে আবেদনের যােগ্য; 



নার্সিং সুপারিন্টেন্ডেন্ট : জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াফারির ৩ বছরের কোর্স পাশ কিংবা বি.এসসি ( নার্সিং ) কোর্স পাশরা আবেদন করতে পারেন । ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে ।

বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে ।

পারিশ্রমিক মাসে ৪৪,৯০০ টাকা ।

শূন্যপদ : হাওড়া অর্থোপেডিক হাসপাতালে ২০ টি ও দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ১১ টি ।



ল্যাব টেকনিশিয়ান : সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পিশরা মেডিক্যাল ল্যাব টেকনােলজির ডিপ্লোমা কিংবা মেডিক্যাল ল্যাব টেকনােলজির ডিপ্লোমা কোর্সের সমতুল কোনাে সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের, মধ্যে ।

পারিশ্রমিক মাসে ২১,৭০০ টাকা । 

শূন্যপদ : ৪ টি ।



রেডিওগ্রাফার : ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিওগ্রাফি, এক্স-রে টেকনিশিয়ান, রেডিও ডায়াগনােসিস টেকনােলজির ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন । রেডিওগ্রাফি, এক্স-রে টেকনিশিয়ান বা, রেডিও ডায়াগনােসিস টেকনােলজির ডিপ্লোমা কোর্স পাশরা সায়েন্স শাখার গ্র্যাজুয়েট হয়ে থাকলে অগ্রাধিকার পাবেন ।


বয়স হতে হবে ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে ।


পারিশ্রমিক মাসে ২৯,২০০ টাকা ।

শূন্যপদ : ৪ টি ।

ওপরের সব ক্ষেত্রে তপশিলীরা ৫ বছর , ও.বি.সি.'রা ৩ বছর বয়সে ছাড় পাবেন ।

চাকরি হবে চুক্তিতে । চুক্তির মেয়াদ থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ।

অবসরপ্রাপ্ত রেলওয়ে প্যারামেডিক্যাল কর্মীরা অগ্রাধিকার পাবেন ।



হাওড়া অর্থোপেডিক হাসপাতালের বেলায় এই পদের বিজ্ঞপ্তি নং : E/MED/POLICY/Contractual para Medical Staff/I/2021 HWH. দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বেলায় এই পদের বিজ্ঞপ্তি নং : 02/21 ( MED ) Para Medical/2021/KJP. Date : 23.04.21.



প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে । হাওড়া অর্থোপেডিক হাসপাতালের বেলায় ইন্টারভিউ হবে ৩০ এপ্রিল, বেলা ৯ টায় ।



এই ঠিকানায় : পার্সোনেল ব্রাঞ্চ রিক্রেশন ক্লাব, ডি.আর.এম. বিল্ডিং, ২ য় তল, হাওড়া, পূর্ব রেলওয়ে ।

তখন সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমাণপত্রের মূল ও ১ সেট জেরক্স কপি ।



দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বেলায় ইন্টারভিউ হবে ২৯ ও ৩০ এপ্রিল আর ১ মে ।


যােগাযােগের ফোন নং, ও হোয়াটস নং : ৯০০২০৮১৫২২. ওয়েবসাইট www.ser.indianrailways.gov.in


Below Post Ad

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.