ভারতীয় সংবিধানের ১২ টি Schedule || 12 Schedules Of The Indian Constitution
ভারতীয় সংবিধানের ১২ টি Schedule |
ভারতীয় সংবিধানের ১২ টি Schedule
১ নং
- ২৮ টি রাজ্য ৭ টি কেন্দ্রশাসিত অঞলের এলাকা নিয়ে আলােচনা ।
২ নং
- রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পীকার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের কন্ট্রোলার ও অডিটর ।
- জেনারেলের মাহিনা ও ভাতা নিয়ে আলােচনা ।
৩ নং
- বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসার আগে শপথ বাক্য নিয়ে আলােচনা ।
৪ নং
- রাজ্যসভার নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সীট নিয়ে আলােচনা ।
৫ নং
- সারা ভারতের তপশীলী জাতি ও উপজাতিদের শাসনব্যবস্থা ও অধিকার নিয়ে আলােচনা ।
৬ নং
- অসম, মেঘালয়, মিজোরাম এর মত রাজ্যের উপজাতিদের শাসন অধিকার নিয়ে আলােচনা ।
৭ নং
- কেন্দ্রীয় তালিকা, রাজ্যতালিকা ও সংযুক্ত তালিকার সুযােগ সুবিধা ।
৮ নং
- সংবিধান স্বীকৃত ১৮ টি আঞ্চলিক ভাষার তালিকা ।
৯ নং
- জমিদারী প্রথার উচ্ছেদ ও ভূমি সংস্কারের আইন-কানুন ।
১০ নং
- Disqualification on the grounds of defection.
১১ নং
- রাজ্য ও পঞ্চায়েত ব্যবস্থায় ক্ষমতার বিলিকরণ ।
১২ নং
- রাজ্য ও কর্পোরেশন ব্যবস্থার ক্ষমতার বিলগ্নীকরণ ।
➲ আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।