বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পিডিএফ পর্ব- 2 | Bangla GK Questions And Answers Part -2 pdf
সাধারণ বিজ্ঞান
জীববিদ্যা
১। কোন বিজ্ঞানী বসন্ত রােগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন?
উত্তর- এডওয়ার্ড জেনার।
২। গমের রাষ্ট্র রােগ ঘটায় কোন ছত্রাক?
উত্তর- পাকসিনিয়া গ্র্যামিনিজ।
৩। পৃথিবীর সবথেকে বড় প্রাণীকোশের নাম কী?
উত্তর- উটপাখির ডিম।
৪। রবার্ট ব্রাউন, কোশের কোন অংশ আবিষ্কার করেন?
উত্তর- নিউক্লিয়াস।
৫। অ্যামাইনাে অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রােটিন তৈরি হয়, এদেরকে কী বলে ?
উত্তর- প্রােটিনয়েড।
৬। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অথবা কোনাে সুনির্দিষ্ট জনুর পপুলেশনে প্রাপ্ত সামগ্রিক জিনসমূহকে কী বলে?
উত্তর- জিন পুল।
পদার্থবিদ্যা
৭৷ ‘দ্রুতি’ কী রাশি-?
উত্তর- স্কেলার রাশি।
৮। বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী?
উত্তর- ভােল্ট।
৯। তরঙ্গ কয় প্রকার ও কী কী?
উত্তর- প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ।
১০। 'বালো চক্র' কী নিয়মে কাজ করে?
উত্তর- বামহন্ত নিয়ম।
১১। দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
উত্তর- ল্যাকটোমিটার।
রসায়ন
১২। গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?
উত্তর- ম্যানােমিটার।
১৩। সােডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর- কার্বন-ডাই-অক্সাইড।
১৪। অ্যামােনিয়াম সালফেটের অণুতে ক’টি পরমাণু আছে?
উত্তর- ১৫ টি।
১৫৷ 'হাইপো' কী?
উত্তর- সােডিয়াম থায়ােসালফেট।
১৬। প্ল্যাটিনাম, হাইড্রোজেনকে শুষে নিলে তাকে কী বলে?
উত্তর- অন্তভৃতি।
ভারতের ইতিহাস
১৭। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উত্তর- লালা হরদয়াল (মার্কিন যুক্তরাষ্ট্রে)।
১৮। 'খানুয়ার যুদ্ধ' কাদের মধ্যে হয়েছিল?
উত্তর- বাবর ও রাণা সংগ্রাম সিংহ (১৫২৭ খ্রিস্টাব্দে)।
১৯। আলবিরুশী কখন ভারতে আসেন?
উত্তর- সুলতান মামুদের ভারত আক্রমণকালে।
২০। গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?
উত্তর- ধন্বন্তরী।
২১। পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক কে ছিলেন?
উত্তর- টমাস মেকলে।
ভারতের স্বাধীনতা সংগ্রাম
২২। কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে?
উত্তর- সিপাহি বিদ্রোহ।
২৩। ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়?
উত্তর- ১৮৫৮ সালে।
২৪। মােহনদাস করমচাঁদ গান্ধীকে কে “মিকি মাউস’ আখ্যা দেন?
উত্তর- সরােজিনী নাইডু।
২৫। অ্যানি বেসান্ত হােমরুল আন্দোলন কোথায় সংগঠিত করেছিলেন?
উত্তর- মাদ্রাজ।
২৬। আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- পণ্ডিতা রমাবাঈ।
ভারতের ভূগোল
২৭। আন্দামান দ্বীপপুঞ্জের বিখ্যাত কারাগারের নাম কী?
উত্তর- সেলুলার।
২৮। ভাকরা ও নাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে?
উত্তর- শতদ্র।
২৯। “আহার' নদী ভারতের কোন রাজ্যে আছে?
উত্তর- রাজস্থান।
৩০। ওড়িশার দামনজোড়ি কীজন্য বিখ্যাত?
উত্তর- অ্যালুমিনিয়াম।
৩১। মান্নার উপসাগরটি কোথায় আছে?
উত্তর- তামিলনাড়ুর পূর্বে।
আন্তর্জাতিক ভূগােল
৩২। ইউরােপের রূঢ় উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কী?
উত্তর- কয়লা।
৩৩। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট?
উত্তর- সেন্ট লরেন্স।
৩৪। কোন দেশ টিউলিপ ফুলের জন্য বিখ্যাত?
উত্তর- হল্যান্ড।
৩৫। 'সিনাই পেনিনসুলা' কোন আফ্রিকান দেশে আছে?
উত্তর- মিশর।
৩৬। ব্রাজিল মালভূমি ও আন্দিজ পর্বতের মধ্যে সংযােগরক্ষাকারী মালভূমির নাম কী?
উত্তর- মতােগ্রাসাে।
রাষ্ট্রনীতি
৩৭। কে প্রথম বিরােধীদলনেতা হিসাবে লােকসভায় তার আসন পন?
উত্তর- যশবন্তরাও বলবন্তরাও চবন।
৩৮। সবথেকে কম কত বছর বয়সে কোনাে ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন?
উত্তর- ২৫ বছর।
৩৯। লােক আদালতের জনক কে?
উত্তর- সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পি.এন.ভগবতী।
৪০। লােকসভার জিরাে আওয়ারের মেয়াদকাল কতদিনের?
উত্তর- অনির্দিষ্ট।
৪১। রাষ্ট্রপতির বক্তৃতা কে তৈরি করেন?
উত্তর- প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট।
সুতরাং, দেরি না করে এখনই বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পিডিএফ পর্ব- 2 Pdf টি নীচে গিয়ে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করুন
File Details :
File Name- বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পিডিএফ পর্ব- 2 [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 735 KB
File page- 2
File Location- Google Drive
আরও পড়ুন-
Download Link: Click Here To Download
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge || নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।