Ads Area


কেন্দ্রীয় সংস্থায় ৪০ আই.টি.আই. লিমিটেড ইঞ্জিনিয়ার

Top Post Ad

 কেন্দ্রীয় সংস্থায় ৪০ ইঞ্জিনিয়ার


কেন্দ্রীয় সংস্থায় ৪০ ইঞ্জিনিয়ার

 কেন্দ্রীয় সংস্থায় ৪০ ইঞ্জিনিয়ার



আই.টি.আই. লিমিটেড ইঞ্জিনিয়ার হিসাবে ৪০ জন লােক নিচ্ছে । মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মােট অন্তত ৬০ % ( তপশিলী, প্রতিবন্ধী হলে ৫৫ % ) নম্বর পেয়ে থাকলে যােগ্য ।


বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।


তপশিলীরা ৫ বছর ও.বি.সি.'রা ৩ বছর বয়সে ছাড় পাবেন ।


পারিশ্রমিক মাসে ১৯,০২৯ টাকা ।


চাকরি হবে ৩ বছরের চুক্তিতে ।


শূন্যপদ : মেকানিক্যালে ২৯ টি, ইলেক্ট্রিক্যালে ৭ টি ও ইলেক্ট্রনিক্সে ৪ টি ।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে । 


মােট শূন্যপদের ১৫ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে । 


পরীক্ষা হবে ৪ জুলাই, রায়বেরেলি বা, লক্ষ্মৌয়ে ।


দরখাস্ত করবেন অনলাইনে, ১৫ মে’র মধ্যে । এই ওয়েবসাইটে http://itiltd.in অনলাইনে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ।

এবার ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে ।

তখন সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যােগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্রের প্রত্যয়িত নকল । দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা, স্পিড ডাকে ।

পৌঁছনো চাই ২১ মে’র মধ্যে ।



এই ঠিকানায়; CM-HR &  Legal, Recruitment Cell, ITI Limited, Sultanpur Road, Raebareli, Uttar Pradesh 229010.



Below Post Ad

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.