প্রতিরক্ষা সংস্থায় ৮৩ ক্লার্ক, স্টেনো
ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ‘ স্টেনােগ্রাফার গ্রেড- ৷৷ ’ , ‘ লােয়ার-ডিভিশন ক্লার্ক ’ , ‘ সিভিলিয়ন মােটর ড্রাইভার ( অর্ডিনারি গ্রেড ) ' , কার্পেন্টার’ও ‘ মাল্টিটাস্কিং স্টাফ ’ পদে ৮৩ জন লােক নিচ্ছে ।
কারা কোন পদের জন্য যােগ্য;
মাল্টিটাস্কিং স্টাফ ( অফিস অ্যান্ড ট্রেনিং ): মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন ।
বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।
মূল মাইনে : ১৮,০০০-৫৬,৯০০ টাকা ।
শূন্যপদ : ৬০ টি ( জেনাঃ ২৫, ও.বি.সি. ২১, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস . ৫ ) ।
স্টেনােগ্রাফার গ্রেড- ৷৷ : উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি শর্টহ্যান্ডেমিনিটে অন্তত ৮০ টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন ।
বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।
মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা ।
শূন্যপদ : ৪ টি ( জেনাঃ ৩, ও.বি.সি. ১ ) ।
লােয়ার ডিভিশন ক্লার্ক :
উচ্চমাধ্যমিক পাশরা ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫ টি শব্দ তােলার গতি থাকলে আবেদন করতে পারেন ।
বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।
মূল মাইনে : ১৯,৯০০ ৬৩,২০০ টাকা ।
শূন্যপদ : ১০ টি ( জেনাঃ ৪, ও.বি.সি. ৪, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস . ১ ) ।
সিভিলিয়ন, মােটর ড্রাইভার ( অর্ডিনারি গ্রেড ) : উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা ভারি গাড়ি চালানাের বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন । গাড়ি চালানাের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।
মূল মাইনে : ১৯,৯০০ ৬৩,২০০ টাকা ।
শূন্যপদ : ৭ টি ( জেনাঃ ৪, ও.বি.সি. ৩ ) ।
সুখানি : উচ্চমাধ্যমিক পাশরা কোনাে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাঁতার শেখার সার্টিফিকেট কোর্স পাশ হলে যােগ্য । হাতে চালানাে মোেটর ও নৌকা চালানাের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালাে হয় ।
বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।
মূল মাইনে : ১৯,৯০০-৬৩,২০০ টাকা ।
শূন্যপদ : ১ টি ( জেনাঃ ) ।
কার্পেন্টার : উচ্চমাধ্যমিক পাশ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অভিজ্ঞতা থাকলে যােগ্য । আই.টি.আই. থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলেও যােগ্য ।
বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।
মূল মাইনে : ১৯,৯০০ ৬৩,২০০ টাকা ।
শূন্যপদ : ১ টি ( ও.বি.সি. ) ।
ওপরের সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ২২ ৫-২০২১'এর হিসাবে । তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন ।
এই পদের বিজ্ঞপ্তি নং : 01 May 21.
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ।
এই পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে -
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউট, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস ও সংশ্লিষ্ট ট্রেড সংক্রান্ত প্রশ্ন ।
প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে ।
সফল হলে স্কিল টেস্ট বা, ফিজিক্যাল টেস্ট ।
দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নির্দিষ্ট ফর্মে ।
দরখাস্তের ফর্ম ডাউনলােড করতে পারবেন এই ওয়েবসাইটে www.dssc.gov.in
দরখাস্তের সঙ্গে দেবেন :
( ক ) বয়স, শিক্ষাগত যােগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত নকল,
( খ ) নিজের নাম-ঠিকানা লেখা ও ২২ টাকার ডাকটিকিট সাঁটা, ১০x২২ সেমি মাপের একটি খাম,
( গ ) এখনকার তােলা ও স্ব প্রত্যয়িত করা ২ কপি পাশপোের্ট মাপের ফটো ' ( ১ কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে ও আরেক কপি অ্যাডমিট কার্ডে সেঁটে ) ।
দরখাস্ত-ভরা খামের ওপর লিখবেন ' ' Application for the post of ________ দরখাস্ত পৌঁছনাে চাই ২২ মে’র মধ্যে ।
এই ঠিকানায় : The Commandant, Defence Services Staff College, Wellington ( Nilgiris ) - 643 231, Tamil Nadu.