কৃষি বিষয়ক তথ্য: Agricultural Information In Bengali
➪ ধান, একমাত্র শস্য যা সব ধরনের মাটিতে চাষা করা যায় ।
➪ সােয়াবিনে রয়েছে ৪০ শতাংশ উচ্চমানের প্রােটিন ।
➪ সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয় তুলাে গাছে ।
➪ আয়ারল্যান্ডের অধিবাসীদের মুখ্য খাদ্য হল আলু ।
➪ আমের সবচেয়ে ভালাে রপ্তানিযােগ্য জাত আলফানসাে ।
➪ ধানের গন্ধী পােকার নামকরণের কারণ ওই পােকার শরীর থেকে একপ্রকার দুর্গন্ধ বেরােয় ।
➪ নারকেল গাছের শিকড় থেকে পাতা - সবই এত ব্যবহারযােগ্য যে নারকেল গাছকে কল্প বৃক্ষ বলা হয় ।
আরো পড়ুন
Interesting Fact in Bengali: অজানা তথ্য় পর্ব - 1
➪ গাজরঘাস বলা হয় পার্থেনিয়াম নামক আগাছাকে ।
➪ তৈলবীজ জাতীয় শস্যে সালফার জাতীয় সার ও দিলে তৈলের উৎপাদন বাড়ে ।
➪ ভারতে ছােলার সর্বাধিক ব্যবহার হয় বেসন হিসেবে ।
➪ চিনাবাদাম গাছের ফুল মাটির ওপর হয় কিন্তু ফল মাটির নীচে হয় ।
➪ ধান গাছে খয়রা রােগ হয় জিঙ্কের অভাবে ।
➪ গমের খেতে গম গাছের মতাে যে আগাছা জন্মায় তার নাম ফ্যালারিশ মাইনর ।