Ads Area


কৃষি বিষয়ক তথ্য || Agricultural Information In Bengali

Top Post Ad

কৃষি বিষয়ক তথ্য || Agricultural Information In Bengali

রহস্যময় জানা অজানা তথ্য জীবিকা দিশারি -তে সকলকে স্বাগত। বিশ্বের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে নানান ধরণের অজানা ঘটনা, যেগুলি হয়ত আমাদের মধ্যে অনেকেই জানিনা বা জানার ইচ্ছে থাকলেও উপায় হয়না অর্থাৎ সঠিক ভাবে আপনার সামনে উপস্থাপিত হয়না। তাই জীবিকা দিশারি চেষ্টা করেছে বেশ কিছু রহস্যময় জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার। পড়ুন মজা নিন এবং অবশেষে সকল বন্ধুদের সাথে শেয়ার করেনিন।

কৃষি বিষয়ক তথ্য: Agricultural Information In Bengali


কৃষি বিষয়ক তথ্য

➪ ধান, একমাত্র শস্য যা সব ধরনের মাটিতে চাষা করা যায় ।


➪ সােয়াবিনে রয়েছে ৪০ শতাংশ উচ্চমানের প্রােটিন ।


➪ সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয় তুলাে গাছে ।


➪ আয়ারল্যান্ডের অধিবাসীদের মুখ্য খাদ্য হল আলু । 


➪ আমের সবচেয়ে ভালাে রপ্তানিযােগ্য জাত আলফানসাে ।


➪ ধানের গন্ধী পােকার নামকরণের কারণ ওই পােকার শরীর থেকে একপ্রকার দুর্গন্ধ বেরােয় ।


➪ নারকেল গাছের শিকড় থেকে পাতা - সবই এত ব্যবহারযােগ্য যে নারকেল গাছকে কল্প বৃক্ষ বলা হয় ।

আরো পড়ুন

Interesting Fact in Bengali: অজানা তথ্য় পর্ব - 1


➪ গাজরঘাস বলা হয় পার্থেনিয়াম নামক আগাছাকে ।


➪ তৈলবীজ জাতীয় শস্যে সালফার জাতীয় সার ও দিলে তৈলের উৎপাদন বাড়ে ।


➪ ভারতে ছােলার সর্বাধিক ব্যবহার হয় বেসন হিসেবে ।


➪ চিনাবাদাম গাছের ফুল মাটির ওপর হয় কিন্তু ফল মাটির নীচে হয় ।


➪ ধান গাছে খয়রা রােগ হয় জিঙ্কের অভাবে ।


➪ গমের খেতে গম গাছের মতাে যে আগাছা জন্মায় তার নাম ফ্যালারিশ মাইনর ।


আরো পড়ুন

সাধারণ জ্ঞান ও অজানা তথ্য: General knowledge and unknown information


Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.