List Of River Source Falls In India || ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস্থাল পতনস্থাল তালিকা
jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস্থাল পতনস্থাল তালিকা Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস্থাল পতনস্থাল তালিকা Pdf. নিচে ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস্থাল পতনস্থাল তালিকা টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।
এই ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস্থাল পতনস্থাল তালিকা Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
All competitive exam General Knowledge in Bengali
ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস্থাল পতনস্থাল তালিকা
ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস্থাল পতনস্থাল তালিকা |
---|
নাম | উৎসস্থল | পতনস্থল |
---|---|---|
গঙ্গা | গঙ্গোত্রী হিমবাহ | বঙ্গোপসাগর |
গোদাবরী | ত্রিম্বক পর্বত | বঙ্গোপসাগর |
কাবেরী | ব্রহ্মগিরি শৃঙ্গ | বঙ্গোপসাগর |
লুনী | আনাসাগর | কচ্ছের রণ |
মহানদী | সিয়াওয়ারা উচ্চভূমি | বঙ্গোপসাগর |
তাপ্তী | মহাদেব পর্বত | কাম্বে উপসাগর |
নমর্দা | অমরকন্টক শৃঙ্গ | কাম্বে উপসাগর |
ব্ৰক্ষ্মপুত্র | চেমায়ুংদুং হিমবাহ | বঙ্গোপসাগর |
কৃষ্মা | মহাবালেশ্বর শৃঙ্গ | বঙ্গোপসাগর |
সিন্ধু | সিন-কা-কাব নামক উষ্ণ প্রস্রবণ | আরব সাগর |
সুবর্ণরেখা (পূর্ববাহিনী) | ছোটনাগপুর মালভূমি | বঙ্গোপসাগর |
ব্রাত্মণী (পূর্ববাহিনী) | ছোটনাগপুর | বঙ্গোপসাগর |
বৈতরণী | ছোটনাগপুর | বঙ্গোপসাগর |
বিতস্তা বা ঝিলাম | কাশ্মীরের ভেনিনাগ পাহাড় | চেনাব নদী |
ভাইগাই | পালনা পর্বত | পক উপসাগর |
মাহী | বিন্ধ্য পর্বত | কাম্বে উপসাগর |
সবরমতী | আরাবল্লী | খাম্বাত উপসাগর |
কর্ণফুলি | মিজোরাম | বঙ্গোপসাগর |
বিপাশা | রোটাং গিরিদার | শতদ্রু নদীতে |
যমুনা | যমুনেত্রী হিমবাহ | - |
মুসী | মেডাক জেলা | কৃষ্ণা |
ধানসিঁড়ি | নাগা পাহাড় | ব্রহ্মপুত্র |
ভীমা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা |
ঘাটপ্রভা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা |
শতদ্রু | দরমা গিরিদার | সিন্ধুর উপনদী |
দামোদর | খামারপোৎ শৃঙ্গ | হুগলি নদীতে |
ময়ূরাক্ষী | সাঁওতাল পরগণা মালভূমি | ভাগীরথী (দত্তাবাটি) |
তিস্তা | পয়োহুনরি হিমবাহ | ব্রম্মপুত্র (রঙপুর) |
জলঢাকা | সিকিমের হিমালয় | ব্রহ্মপুত্র (আলিপুর) |
তুঙ্গভদ্রা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা |
➱আরও পড়ুন-
সুতরাং, দেরি না করে এখনই ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস্থাল পতনস্থাল তালিকা Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
File Details :
File Name- ভারতের উল্লেখযোগ্য নদনদীর উৎস পতন [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 816 KB
File page- 1
File Location- Google Drive
Download Link: CLICK HERE TO DOWNLOAD
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।