Ads Area


স্টেট ব্যাঙ্কে 5,121 জুনিয়র অ্যাসােসিয়েটস || SBI Junior Associate Recruitment 2021 Apply Online

 স্টেট ব্যাঙ্কে 5,121 জুনিয়র অ্যাসােসিয়েটস || SBI Junior Associate Recruitment 2021 Apply Online


স্টেট ব্যাঙ্কে 5,121 জুনিয়র অ্যাসােসিয়েটস || SBI Junior Associate Recruitment 2021 Apply Online
SBI Junior Associate Recruitment 2021 Apply Online


 কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'জুনিয়র অ্যাসােসিয়েটস ( কাস্টমার সাপাের্ট অ্যান্ড সেলস )’ পদে ৫,১২১ জন ছেলেমেয়ে নিচ্ছে । যে কোনাে শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন । মাধ্যমিক পাশ প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা, নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত ১৫ বছর আর্মড ফোর্সে চাকরি করে থাকলেও যােগ্য । ইংরিজিতে লিখতে ও বলতে পারা দরকার । যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেখানকার স্থানীয় ভাষায় লিখতে ও কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যােগ্যতা হিসাবে ধরা হবে ।



বয়স হতে হবে ১-৪-২০২১'র হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২-৪-১৯৯৩ থেকে ১-৪-২০০১'এর মধ্যে । তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ ( ও.বি.সি, হলে ১৩, তপশিলী হলে ১৫ ) বছর বয়সে ছাড় পাবেন ।


শুরুতে ৬ মাসের প্রবেশন । 




মূল মাইনে : ১৭,৯০০-৪৭,৯২০ টাকা ।


মােট শূন্যপদ ৫,১২১ টা ।


এর মধ্যে বেঙ্গল সার্কেলের পশ্চিমবঙ্গে ২৭৩ টি ( জেনা : ১১১, ই.ডব্লু.এস. ২৭, তঃজাঃ ৬২, তঃউঃজাঃ ১৩, ও.বি.সি. ৬০ ) ।

এর মধ্যে প্রতিবন্ধী ১১, পৃঃসংকঃ ২৭, অন্যান্য ১২ ) । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৫ টি ( জেনা : ৯, ই.ড.এস. ১, তঃউঃজাঃ ১, ও.বি.সি, ৪ ) ।

এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাঃসংকঃ ১ ) । সিকিমে ১২ টি ( জেনা : ৭, ই.ডব্লু.এস. ১, তঃউঃজাঃ ২, ও.বি.সি. ২ ) ।

এর মধ্যে প্রতিবন্ধী ১, প্রাসঃকঃ ১ ।

উত্তর - পূর্বাঞ্চল সার্কেলের অসমে ১৪৯ টি ( জেনা : ৬৮, ই.ডব্লু.এস. ১৪, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১৭, ও.বি.সি. ৪০ ) ।

এর মধ্যে প্রতিবন্ধী ৫, পৃঃসংকঃ ১৪। 

অরুণাচল প্রদেশে ১৫ টি ( জেনা : ৮, ই.ডব্লু.এস. ১, তঃউঃজাঃ ৬ ) ।

এর মধ্যে প্রাঃসংকঃ ১ । মণিপুরে ১৮ টি ( জেনা : ৯, ই.ডব্লু.এস. ১, তঃউঃজাঃ ৬, ও.বি.সি. ২ ) ।

এর মধ্যে প্রাঃসঃকঃ ১ । মেঘালয়া ১৪ টি ( জেনা : ৭, ই.ডব্লু.এস. ১, তঃউঃজাঃ ৬ ) ।

এর মধ্যে প্রাঃসংকঃ ১ । মিজোরামে ২০ টি ( জেনা : ৮, ই.ডব্লু.এস. ২, তঃউঃজাঃ ৯, ও.বি.সি. ১ ) ।

এর মধ্যে প্রাঃসঃকঃ ২। নাগাল্যান্ডে ১০ টি ( জেনা : ৫, ই.ডব্লু.এস. ১, তঃউঃজাঃ ৪ ) ।

এর মধ্যে প্রাসঃকঃ ১ । ত্রিপুরা ১৯ টি ( জেনা : ১০, ই.ড.এস. ১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৫ ) ।

এর মধ্যে প্রাংসঃকঃ ১ ।

ভুবনেশ্বর সার্কেলের - ওড়িশায় ৭৫ টি ( জেনা : ৩১ , ই.ড.এস , ৭ , তঃজাঃ ১২ , তঃউঃজাঃ ১৬ , ও.বি.সি. ৯ ) । এর মধ্যে প্রতিবন্ধী ৩ , প্রাসঃকঃ ১০ ) । 

আহমেদাবাদ সার্কেলের - গুজরাট রাজ্যে ৯০২ টি ।

ব্যাঙ্গালাের সার্কেলের - কর্ণাটকে ৪০০ টি ।

ভূপাল সার্কেলের - মধ্যপ্রদেশে ৭৮ টি । ছত্তিশগড়ে ১২০ টি । 

চন্ডিগড় সার্কেলের - জম্মু-কাশ্মীরে ১২ টি । লাদাখ ৮ টি ।

হিমাচলপ্রদেশে ১৮০ টি । চন্ডীগড় ১৫ টি । পঞ্জাব ২৯৫ টি ।

চেন্নাই সার্কেলের–তামিলনাড়ুতে ৪৭৩ টি । পন্ডিচেরী ২ টি ।

দিল্লি সার্কেলের দিল্লিতে ৮০ টি । উত্তরাখন্ডে ৭০ টি ।

দিল্লি/চন্ডীগড় সার্কেলের - হরিয়ানায় ১১০ টি ।

হায়দরাবাদ সার্কেলের - তেলেঙ্গানায় ২৭৫ টি ।

জয়পুর সার্কেলের - রাজস্থানে ১৭৫ টি ।

কেরলে সার্কেলের - কেরালায় ৯৭ টি । লাক্ষাদ্বীপ ৩ টি ।

লক্ষ্মেী / দিল্লি সার্কেলের - উত্তর প্রদেশে ৩৫০ টি ।

মহারাষ্ট্র / মুম্বাই মেট্রো সার্কেলের - মহারাষ্ট্র ৬৪০ টি ।

মহারাষ্ট্র সার্কেলের - গােয়ায় ১০ টি ।



এই পদের বিজ্ঞপ্তি নং : CRPD/CR/2021-22/09.



প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে । 

তাতে সফল হলে অনলাইনে মেন পরীক্ষা হবে । 

প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে জুন মাস নাগাদ । 


এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ১ ঘন্টার ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে :

( ১ ) ইংলিশ ল্যাঙ্গোয়েজ -৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন । সময় ২০ মিনিট

( ২ ) নিউমেরিক্যাল এবিলিটি -৩৫ নম্বরের ৩৫ টি প্রশ্ন । সময় ২০ মিনিট

( ৩ ) রিজনিং এবিলিটি -৩৫ নম্বরের ৩৫ টি প্রশ্ন । সময় ২০ মিনিট ।

নেগেটিভ মার্কিং আছে । ৪ টি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে ।

প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মােট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে ।


প্রিলি. পরীক্ষার কল লেটার ডাউনলােড করতে পারবেন ১ জুন থেকে ।


মেন পরীক্ষা হবে ৩১ জুলাই ।


এই পরীক্ষায় ২০০ নম্বরের ১৯০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে :

( ১ ) জেনারেল / ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন । সময় ৩৫ মিনিট । 

( ২ ) জেনারেল ইংলিশ -৪০ নম্বরের ৪০ টি প্রশ্ন । সময় ৩৫ মিনিট । 

( ৩ ) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট -৫০ নম্বরের ৫০ টি প্রশ্ন । সময় ৪৫ মিনিট । 

( ৪ ) রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউট -৬০ নম্বরের ৫০ টি প্রশ্ন । সময় ৪৫ মিনিট । মােট সময় থাকবে ২ ঘন্টা ৪০ মিনিট ।


মেন পরীক্ষার কল লেটার ডাউনলােড করতে পারবেন ১৯ জুলাই থেকে ।


লিখিত পরীক্ষায় তপশিলী, ও.বি.সি. ও প্রতিবন্ধীরা কোয়ালিফাইং | নম্বরে ৫ % ছাড় পাবেন । মেধা তালিকা তৈরির সময় মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে ।


লিখিত পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে :


পশ্চিমবঙ্গ : আসানসােল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি ।

বিহার : আড়া, ঔরঙ্গাবাদ ( বিহার ), ভাগলপুর, দ্বারভাঙা, গয়া, মজঃফরপুর, পটনা, পূর্ণিয়া ।

ওড়িশা : বালাসার, বেরহামপুর ( গঞ্জাম ), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, রৌরকেলা, সম্বলপুর । 

অসমের ডিব্ৰুগড়, গুয়াহাটি, জোড়হাট, শিলচর, তেজপুর ।

ত্রিপুরার আগরতলা ।

 মেঘালয়ের শিলং । 

মিজোরামের আইজল । 

ঝাড়খন্ডের বােকারাে স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাচী । 


এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ' Acquaint Yourself পুস্তিকায়, যা লিখিত পরীক্ষার কল লেটারের সঙ্গে দেওয়া হবে । তপশিলী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা ‘ প্রি-এক্সামিনেশন ট্রেনিং নিতে পারেন । এজন্য দরখাস্তের নির্দিষ্ট জায়গা পূরণ করবেন । প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে কলকাতা, শিলিগুড়ি, শিলচর, রাঁচী, পটনা, ডিব্ৰুগড়, আসানসােল, ভুবনেশ্বর, গুয়াহাটি ।


দরখাস্ত করবেন অনলাইনে, ১৭ মে পর্যন্ত ।


এই ওয়েবসাইটে https://bank.sbi/careers, https://sbi.co.in/careers এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি, থাকতে হবে ।

দরখাস্ত করার আগে । প্রার্থীদের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে :

( ক ) পাশপাের্ট মাপের ফটো ও সিগনেচার

( খ ) বুড়াে আঙুলের ছাপ ( লেফট থাম্ব ইমপ্রেশন )

( গ ) নিচের প্যারাগ্রাফ হাতে লেখার পর স্ক্যান করতে হবে । 


" I, ___________ ( Name of the candidate ). Date of Birth _________ hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left thumb impression is of mine "


প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন । তারপর ফটো ও সিগনেচার আপলােড করবেন ।

এবার পরীক্ষা ফী বাবদ ৭৫০ ( তপশিলী, প্রাঃসঃকঃ ও প্রতিবন্ধীদের ফী লাগবে না ) টাকা অনলাইনে জমা দিতে হবে ১৭ মে - র মধ্যে । অনলাইনে টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে । টাকা জমা দেওয়ার আগে অনলাইনে টাকা জমা দেওয়ার পর ই-রিসিপ্ট প্রিন্ট করে নেবেন ।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area