সংবিধানের ছয়টি মৌলিক অধিকার
সংবিধানের ছয়টি মৌলিক অধিকার পিডিএফ |
সংবিধানের ছয়টি মৌলিক অধিকার
1. সমতার অধিকার (১৪-১৮ নং ধারা)
2. স্বাধীনতার অধিকার (১৯-২২ নং ধারা)
স্বাধীনতার আবার সাতটি অধিকার হলাে-
- বাক্ স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার
- শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার
- সংগঠন অথবা সঙ্ঘ গঠনের অধিকার
- অবাধে ভারতীয় ভূখণ্ডে চলাফেলার অধিকার
- ভারতীয় ভূ-খণ্ডের যে কোন অংশে বসবাস করার অধিকার
- সম্পত্তি অর্জন; ভোগ এবং হস্তান্তরের অধিকার
- যে কোনও বৃত্তি, উপজীবিকা, ব্যবসা-বাণিজ্যের অধিকার ।
3. শােষণের বিরুদ্ধে অধিকার (২৩-২৪ নং ধারা)
4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫-২৮ নং ধারা)
5. সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার (২৯-৩০ নং ধারা)
6. সম্পত্তির অধিকার (৩১ নং ধারা)
7. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২-৩৫ নং ধারা)
⋆ ১৯৭৮ সালে ৬ নং মৌলিক অধিকারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয় ।
➲ আরও পড়ুন-
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে |
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge || নিয়ে এসেছে আপনাদের কাছে |
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।