বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ || The Doctrine Of Political Scientists
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ |
রাষ্ট্রবিজ্ঞানী মতবাদ
ব্রাইস
- রাষ্ট্রবিজ্ঞান হ’ল একটি প্রগতিশীল বিজ্ঞান ।
- রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি মনােবিজ্ঞানের মধ্যেই নিহিত ।
গার্নার
- রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে ।
গেটেল
- রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলােচনা করে ।
সিলি
- ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন ।
ল্যাস্কি
- সংগঠিত রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে মানবজীবনের আলােচনাই রাষ্ট্রবিজ্ঞান ।
অ্যারিস্টটল
- সমাজ বহির্ভূত ভাবে যে বাস করে সে হয় পশু নয় ভগবান ।
- মানুষ হ'ল সামাজিক জীব ।
অধ্যাপক গিলক্রিস্ট
- রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলােচনা করে ।
কান্ট
- রাষ্ট্রনীতি নৈতিকতার কাছে নতিস্বীকার করে এক পা এগােতে পারে না ।
হেগেল
- রাষ্ট্র হ’ল স্বাধীনতার মূর্ত প্রতীক ।
লেনিন
- বৈপ্লবিক মতবাদ ছাড়া বৈপ্লবিক আন্দোলন অসম্ভব ।
রুশাে
- স্বাধীনতা হ’ল অধিকারের ফল ।
- মানুষ জন্মগত ভাবে স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলে আবদ্ধ ।
মুসােলিনী
- পার্লামেন্ট হল একটি প্রীড়নক মাত্র ।
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে |
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge || নিয়ে এসেছে আপনাদের কাছে |
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।