Ads Area


SA ভূগোল প্রশ্ন ও উত্তর || SA Geography Questions and Answers Download pdf

SA ভূগোল প্রশ্ন ও উত্তর || SA Geography Questions and Answers Download pdf

Here, is the best place for you to download SA Geography Questions and Answers Download Pdf. Jibikadisari give you All competitive exam Special free SA Geography Questions and Answers Download Pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. SA Geography Questions and Answers Download Pdf is very important for Preparation all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this www.jibikadisari.com to Download SA Geography Questions and Answers Download pdf. The direct link Of this SA Geography Questions and Answers Download pdf has been given below.

SA ভূগোল প্রশ্ন ও উত্তর || SA Geography Questions and Answers Download pdf

jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি SA ভূগোল প্রশ্ন ও উত্তর Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি SA ভূগোল প্রশ্ন ও উত্তর Pdf. নিচে SA ভূগোল প্রশ্ন ও উত্তর pdf টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন । এই SA ভূগোল প্রশ্ন ও উত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

SA ভূগোল প্রশ্ন ও উত্তর


1. দক্ষিণ আমেরিকায় অবস্থিত নবীন ভঙ্গিল পর্বতের নাম কী ?
উত্তর - আন্দিজ পর্বত ।

2. সমুদ্র সমতল থেকে স্বল্পদূর বিস্তৃত শিলাস্তূপ কে কী বলা হয় ?
উত্তর - পাহাড় ।

3. পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়ের নাম লেখ ।
উত্তর - অযােধ্যা পাহাড় ।

4. গাের্গাবুরুর উচ্চতা কত ?
উত্তর - ৬৭৭ মিটার ।


5. সমুদ্র তলদেশে যতদূর গভীরতা পর্যন্ত সূর্যালােক পৌছে জলজ আগাছা ও প্রাণীদের আবাসস্থল পরিণত হয়, তাকে কী বলে ?

উত্তর - ফেটিক অঞ্চল ।


6. নাতিশীতােষ্ণ জলবায়ু অঞ্চলে কাষ্ঠশিল্পের চাহিদা পূরণের জন্য বিলুপ্তপ্রায় কিছু গাছ অব্যবহৃত জমিতে রােপণ করা হয়, তাকে কী বলে ?

উত্তর - আরবিকালচার । 


7. সমুদ্রের জলে ভাসমান পেট্রোলিয়াম স্তর পাখিদের ডানা ও পালককে জড়িয়ে আকাশে ওড়ার ক্ষমতা নষ্ট করে পাখিদের মৃত্যু ঘটায়, একে কী  বলে ?

উত্তর - হাইপােথারশিয়া । 


8. একটি অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব উপস্থিতির বিবরণকে কী বলে ?

উত্তর - BIOTA 


9. বিহারে অবস্থিত একটি পাহাড়ের নাম করাে ?

উত্তর - রাজমহল পাহাড় ।


10. বাঁকুড়ায় অবস্থিত একটি পাহাড়ের নাম করাে ?

উত্তর - শুশুনিয়া ।


11. জলপাইগুড়ি জেলায় অবস্থিত পাহাড়ের নাম কী ?

উত্তর - বাদুয়ার ।


আরও পড়ুন- ভূগোলের গুরুত্বপূর্ণ 500 MCQ টি প্রশ্ন ও উত্তর


12. উত্তর আমেরিকায় অবস্থিত নবীন ভঙ্গিল পর্বতের নাম কী ? 

উত্তর - রকি পর্বত । 


13. উপত্যকা কোথায় গড়ে ওঠে ? 

উত্তর - দুটি পর্বতের মধ্যবর্তী স্থানে ।


14. দেরাদুনে অবস্থিত একটি উপত্যকার নাম কী ?

উত্তর - হিমালয়ের দুন উপত্যকা ।


15. পর্বতের সবচেয়ে উঁচু ও খাড়া অংশকে কী বলে ? 

উত্তর - পর্বত শৃঙ্গ ।


16. পর্বতশৃঙ্গের শীর্ষভাগ কীরূপ হয় ? 

উত্তর - ছুঁচলাে ।


17. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ? 

উত্তর - মাউন্ট এভারেস্ট । 


18. বিশাল অঞ্চলের শিলায় ঢেউ - এর মতাে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে বলা হয় ?

উত্তর -ভঙ্গিল পর্বত । 


19. পাললিক শিলাস্তরে ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, বলে একে কোন পর্বত বলা হয় ? 

উত্তর - ভাঁজ পর্বত । 


20. নদী উপত্যকার তৃণভূমিতে কী কী পশু পালন করা হয় ? 

উত্তর - ভেড়া, ছাগল ও গােরু । 


21. কোন নদের তীরে মিশরে সুপ্রাচীন সভ্যতা গড়ে উঠেছে ? 

উত্তর - নীলনদের তীরে । 


22. নীলনদ যে ছয়টি খরস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ? 

উত্তর – খার্তুম থেকে আসােয়ান পর্যন্ত । 


23. নীলনদের প্রবাহমান জলধারার সাহায্যে কী উৎপন্ন হয় ? 

উত্তর - জলবিদ্যুৎ । 


24. নীলনদের থেকে উৎপন্ন জলবিদ্যুৎ মিশরে কীসের ক্ষেত্রের প্রবলভাবে সাহায্যে করেছে ? 

উত্তর - শিল্প বিকাশে ।


25. ‘ মিশর নীলনদের অবদান ' এই উক্তিটি কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিকের ?

উত্তর - ঐতিহাসিক হেরােডটাসের ।


26. এককভাবে পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি ?

উত্তর – নীলনদ ।


27. নীলনদের দুপাশে যে নিম্ন সমতলভূমি অবস্থান করছে তাকে কী বলা হয় ? 

উত্তর - নীলনদের অববাহিকা ।


28. নীলনদের উপর নির্মিত বাঁধের নাম কী ? 

উত্তর - আসেয়িনা বাঁধ । 


29. মিশরে কী কী খনিজ পদার্থ পাওয়া যায় ? 

উত্তর - খনিজ তেল, লবণ ও জিপসাম । 


30. ভঙ্গিল পর্বতের সবচেয়ে উঁচু অংশকে কী বলা হয় ?

উত্তর - উধর্বভঙ্গ ।


31. দুটি উচ্চ অংশের মধ্যবর্তী নিচু অংশক কী বলে ?

উত্তর - গ্রস্ত উপত্যকা ।


32. চুতির মধ্যবর্তী অংশ যখন চারপাশের অংশ থেকে উঁচু হয়ে পর্বতের সৃষ্টি করে তখন তাকে কী বলে ?

উত্তর - স্তূপ পর্বত ।


33. বিশেষ পরিবেশে পরিবেশগত বিশেষ প্রজাতির সুবিধাকে কী বলে ?

উত্তর - ENDIMISM 


34. যে পরিমাণ সূর্যরশ্মি কোনাে উদ্ভিদ গ্রহণ করে, তাকে শক্তিতে প্রকাশ করা হয়, এই সুনির্দিষ্ট কোশকে কী বলে ?

উত্তর - RAD ( Radiation absorved Bose ) 


35. কোনাে সুনির্দিষ্ট স্থানের একই প্রজাতির নিজেদের মধ্যে সদা ক্রিয়ারত পৃথক পৃথক জৈব সত্ত্বাকে কী বলে ?

উত্তর - Population.


36. একটি জীব সম্প্রদায় যার বাস্তুতান্ত্রিকভাবে নিজ নিজ প্রজাতির বহিঃলক্ষণ ভিন্ন, তাকে কী বলে ? 

উত্তর - ইকোড ।


37. খরা, বন্যা প্রভৃতি দ্বারা কোনাে এলাকার স্বাভাবিক উদ্ভিদ সমূহের ধবংসপ্রাপ্ত হয়েনগ্ন এলাকায় পরিণত হওয়াকে কী বলে ?

উত্তর - Nudation 


38. কোনাে এক শক্তিব্যবহারকরে দূষণের পরিমাণ কমানাের পদ্ধতিকে কী বলে ?

উত্তর – ক্লিন টেকনােলজি ।


39. বাতাসে ভাসমান ধোঁয়া, ধূলাে, লবণ কণা ইত্যাদিকে একত্রে কী বলে ?

উত্তর - এরােসল ।


40. কোনকোনপ্রক্রিয়ায় জলচক্র সম্পাদিত হয় ?

উত্তর - বাষ্পীভবন, ঘনীভবন ও অধঃক্ষেপন প্রক্রিয়ায় ।


41. যে উপাদানের জন্য বাতাসে BOD বৃদ্ধি পায়, সেটি কী ?

উত্তর - অ্যালগি ।


42. কোনঅবস্থায় জলজ উদ্ভিদ ও প্রাণীর অক্সিজেনের চাহিদা বেড়ে যায় ? 

উত্তর - ইউট্রোফিকেশন অবস্থায় ।


43. SPM- এর পুরাে কথাটি কী ? 

উত্তর - Suspended Particulate Matter 


44. ওজোন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণে কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?

উত্তর - মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রােটোকল ( 1987 ) ।


45. ঠান্ডায় যে গাছ জন্মায় তাকে কী বলে ?

উত্তর– সাইক্রোফাইট ।


46. কোন দেশ বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত করে ?

উত্তর– মার্কিন যুক্তরাষ্ট্র । 


47. কোনস্থানে ওজোনের ঘনত্ব কত, যার নিচে নামলে সেই ক্ষয়কে ওজোন গহ্বর বলা হয় ? 

উত্তর– 200 DUI 


48. কোনগণিতবিদ পৃথিবীর বায়ুমন্ডলকে সবুজঘরের সঙ্গে তুলনা করেছেন ? 

উত্তর– জিন ফুরিয়ার ।


49. আরবারি যৌথ বনব্যবস্থা কোথায় স্থাপিত হয়েছে ? 

উত্তর– পশ্চিমবঙ্গে ।


আরও পড়ুন- ইতিহাসের গুরুত্বপূর্ণ 500 MCQ টি প্রশ্ন ও উত্তর


50. দক্ষিণ ভারতের দুটি স্তুপ পর্বতের নাম কী কী ?

উত্তর– নীলগিরি ও আন্নামালাই পর্বত ।


51. ফ্রান্সের একটি স্তুপ পর্বতের নাম ?

উত্তর– ভােজ ।


52. জার্মানির একটি স্তুপ পর্বতের নাম ?

উত্তর– ব্ল্যাক ফরেস্ট । 


53. বহুদিন আগ্নেয়গিরি থেকে লাভ নির্গত হয়ে পার্শ্ববর্তী অঞ্চলকে সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি করে, তাকে বলে ?

উত্তর– আগ্নেয় পর্বত । 


54. আগ্নেয় পর্বত আর কী নামে পরিচিত ? 

উত্তর– সঞ্চয়জাত পর্বত ।


55. জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম কী ? 

উত্তর– ফুজিয়ামা বা ফুজিয়ানা ।


56. ইতালির একটি আগ্নেয় পর্বতের নাম কী ? 

উত্তর– ভিসুভিয়াস ।


57. ভূ-পৃষ্ঠের প্রাচীন স্তুপ পর্বত বা উঁচু মালভুমি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে পর্বতের সৃষ্টি করে, তার নাম কী ? 

উত্তর– ক্ষয়জাত পর্বত । 


58. কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট অংশ পর্বতের আকারে দাঁড়িয়ে থাকলে তাকে কী বলা হয় ?

উত্তর– অবশিষ্ট পর্বত ।


59. রাজস্থানের আরাবল্লী কী জাতীয় পর্বত ? 

উত্তর– ক্ষয়জাত পর্বত । 


60. গঙ্গা অ্যাকশনপ্ল্যান প্রকল্পের সূচনা কত খ্রীষ্টাব্দে হয় ? 

উত্তর– 1986 খ্রীষ্টাব্দে । 


61. পূর্ব কলকাতা সংলগ্ন জলাভূমিটি কী নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ?

উত্তর– রাসসর ক্ষেত্র ।


62. বিহারের পরেশনাথ কী জাতীয় পর্বত ? 

উত্তর– ক্ষয়জাত পর্বত ।


63. আফ্রিকা মহাদেশের বৃহত্তম নগর কোনটি ? 

উত্তর– কায়রাে । 


64. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমিটির নাম কী ? 

উত্তর– সাহারা মরুভূমি । 


65. সাহারা মরুভূমিটি কোথায় অবস্থিত ? 

উত্তর– আফ্রিকা মহাদেশের উত্তরাংশে । 


66. কোন রেখা সাহারা মরুভূমির মাঝখানে দিয়ে পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়েছে ? 

উত্তর– কর্কটক্রান্তি রেখা । 


67. সাহারা মরুভূমির মােট আয়তন কত ? 

উত্তর– ৬৪,০০,০০০ বর্গ কিমি । 


68. সাহারা মরুভূমির কোন অঞ্চলে বড় বড় বালিয়াড়ি দেখা যায় ? 

উত্তর– মারিটানিয়া অঞ্চলে । 


69. সাহারা মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে কী বলা হয় ? 

উত্তর– ওয়াদি ।


70. সাহারা মরুভূমির মাঝখানে বিখ্যাত হ্রদের নাম কী ? 

উত্তর– চাঁদ হ্রদ ।


71. সাহারা মরুভূমির গ্রীষ্মকালীন ও শীতকালীন গড় তাপমাত্রা কত ?

উত্তর– গ্রীষ্মকালীন ৫৫° সেন্টিমিটার ও শীতকালীন ১০° সেন্টিমিটার ।


72. সাহারা মরুভূমির বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ? 

উত্তর– ১২ সেন্টিমিটার । 


73. মরূদ্যানগুলােতে কী গাছ জন্মায় ? 

উত্তর– খেজুর ।


74. সাহারার কোথায় কোথায় তৈলকূপ খনন করা হয়েছে ? 

উত্তর– চিবর, এলগামী ও এভজালিতে ।


75. ঋতু নিয়ন্ত্রিত পশুচারণকে কী বলে ? 

উত্তর– ট্রান্সহিউম্যান্স ।


76. কোনাে বাস্তুতন্ত্রে জড় উপাদানগুলি ও সজীব উপাদানগুলি তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটিয়ে পরিবেশের সমতা রাখার ঘটনাকে কী বলে ?

উত্তর– হােমিও ওস্টেসিস ।


77. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ তাপগতিবিদ্যার কোনসূত্রকে অনুসরণ করে ? 

উত্তর– প্রথম ও দ্বিতীয় সূত্রকে ।


78. একটি মিথােজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ কী ? 

উত্তর- রাইজোবিয়াম । 


79. যেসকল প্রাণী জলে সাঁতার কেটে ঘুরে বেড়ায়, তাদের কী বলে ?

উত্তর- নেকটন । 


80. জলাশয়ের নীচের তলায় বসবাসকারী কী বলে ? 

উত্তর- বেনথস । 


81. বনভূমি পরিষ্কার করে চাষাবাদ শুরু হলে ও অতিরিক্ত ভূমিকৰ্ষণের ফলে মাটির স্তরগুলি পরস্পরের সঙ্গে মিশে কী তৈরি করে ? 

উত্তর- পরিলেখ । 


82. বাগার রাজ্য কাকে বলে ? 

উত্তর- তাসমানিয়াকে । 


83. কোন Policy- তে ভারত সরকার প্রথম -এর কথা বলেন ? 

উত্তর- EXIM Policy -  তে ।


84. যুদ্ধোত্তর ইউরােপের কে অবাধ বাণিজ্য নীতির পরিকল্পনাকে কী বলা হয় ? 

উত্তর- মার্শাল প্ল্যান । 


85. দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে কী ধরনের বসতি গড়ে ওঠে ? 

উত্তর- ইংরাজি ' L ' অক্ষরের বসতি । 


86. গত দশকে ( 2001-2011 ) ভারতে মহিলাদের হার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ? 

উত্তর- 18.12 শতাংশ ।


87. ইউরােপীয় সাধারণ বাজার (EEC) কত সালে গঠিত হয় ?

উত্তর- 1957 সালে ।


88. ভঙ্গিল, স্তূপ ও আগ্নেয় পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে কোন পর্বতের সৃষ্টি করে ?

উত্তর- ক্ষয়জাত পর্বত ।


89. যেসব অঞ্চলে পাহাড় অপেক্ষাকৃত নীচু, উপরিভাগ সমতল এবং পার্শ্ববর্তী ঢাল খাড়া, তাদের কী বলে ?

উত্তর- মালভূমি ।


90. মালভূমির উপরের অংশটা টেবিলের মতাে হয় বলে একে কী বলা হয় ?

উত্তর- টেবিলল্যান্ড ।


91. সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত মালভূমিকে কী বলে ?

উত্তর- উচ্চ মালভূমি ।


92. ভারতের লাদাক মালভূমি কী জাতীয় মালভূমি ?

উত্তর- উচ্চ মালভূমি ।


93. এই মালভূমির উচ্চতা কত ?

উত্তর- ৩,৬৫৫ মিটার ।


94. তিববতের মালভূমি কী জাতীয় মালভূমি ?

উত্তর- উচ্চ মালভূমি ।


95. তিববতের মালভূমির উচ্চতা কত ?

উত্তর- ৩,৬৫৫ মিটার ।


96. ভারতের সবচেয়ে উঁচু মালভূমি কোনটি ?

উত্তর- পামীর মালভূমি ।


97. এই মালভূমি ভারতে কোন দিকে অবস্থিত ? 

উত্তর- উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ।


98. ভারতের ইন্টারনেট ব্যবস্থা কত সালে চালু হয় ?

উত্তর- 1970 সালে ।


99. ইনস্যাট -এর পুরাে কথাটি কী ?

উত্তর- ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট ।


100. কানাডার দীর্ঘতম রেলপথ কোনটি ? 

উত্তর- কানাডিয়ান প্যাসিফিক । 


101. পৃথিবীর সবচেয়ে কম দীর্ঘ মহাদেশীয় রেলপথ কোনটি ? 

উত্তর- চিলি আর্জেন্টিনা ট্রান্স আন্দিজ । 


আরও পড়ুন- জীববিদ্যা 500 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


102. পামীর মালভূমিকে কী বলা হয় ? 

উত্তর- পৃথিবীর ছাদ ।


103. যে মালভূমির চারপাশ পর্বত দ্বারা বেষ্টিত, কে কী বলা হয় ?

উত্তর- পর্বতবেষ্টিত মালভূমি ।


104. তিববতের মালভূমি কী জাতীয় মালভূমি ? 

উত্তর- পর্বতবেষ্টিত মালভূমি ।


105. কোনাে বিস্তীর্ণ মালভূমি যখননদীখাত দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে, তখন তাকে কী বলা হয় ?

উত্তর- ব্যবচ্ছিন্ন মালভূমি ।


106. কর্ণাটকের মালভূমি কী জাতীয় মালভূমির উদাহরণ ? 

উত্তর- ব্যবচ্ছিন্ন মালভূমি ।


107. ভূ-ত্বকের ফাটলের মধ্য দিয়ে যখন লাভ বেরিয়ে এসে মালভূমির সৃষ্টি করে, তখন তাকে কী মালভূমি বলা হয় ?

উত্তর- লাভাগঠিত মালভূমি ।


108. পামীর মালভূমির উচ্চতা কত ?

উত্তর– ৪,৪৭৩ মিটার ।


109. মহারাষ্ট্রের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের মালভূমি কী জাতীয় মালভূমি ? 

উত্তর- লাভাগঠিত মালভূমি ।


110. বিশাল সাহারা মরুভূমিতে কত লােক বাস করে ?

উত্তর - ৪০ লক্ষ ।


111. জলসেচের সাহায্যে কী কী শস্যের চাষ হয় ?

উত্তর- আখরােট, খেজুর ও তরমুজ ।


112. কীসের সাহায্যে সাহারা ভূমির লােকেরা যােগাযােগ করে ?

উত্তর- উটের সাহায্যে ।


113. সাহারা মরুভূমির উল্লেখযােগ্য শহরের নাম কী ?

উত্তর- টিম্বাকটু ।


114. পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি কোনটি ? 

উত্তর- সাহারা মরুভূমি ।


115. পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ? 

উত্তর- লিবিয়ার আল আজিজিয়া ( ৫৮° সেন্টিগ্রেড ) 


116. সাহারা মরুভূমির মাঝে কোন পর্বত অবস্থান করছে ? 

উত্তর- টিবেস্তি পাহাড় । 


117. হােয়াইট নীলের অপর নাম কী ? 

উত্তর- বার-এল-গজল


118. নীলনদের উপত্যকার প্রধান বন্দরটির নাম কী ?

উত্তর- কায়রাে ।


119. দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তর দিকে কোন খাল দ্বারা উত্তর আমেরিকার সঙ্গে যুক্ত ?

উত্তর- পানামা খাল |


120. আন্দিজ পর্বত কত দীর্ঘ ?

উত্তর- ৭,০৫০ কিমি ।


121. কাকে নতুন পৃথিবীর দেশ বলে ধরা হয় ?

উত্তর- দক্ষিণ আমেরিকাকে ।


122. কোন শতাব্দীতে দক্ষিণ আমেরিকার অস্তিত্ব আবিস্কৃত হয় ?

উত্তর- পঞ্চ দশ শতাব্দী ।


123. প্রাচীন ভূ-খণ্ড যখন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমি সৃষ্টি করে, তখন তাকে কী বলে ?

উত্তর- মহাদেশীয় মালভূমি ।


124. আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি প্রধান পেট্রোরসায়ন কেন্দ্রের নাম কী ? 

উত্তর- উইলমিংটন ।  । 


125. দক্ষিণ ভারতের ম্যাঞ্চে ষ্টার কাকে বলে ?

উত্তর- কোয়েম্বাটোরকে ।


126. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে ? 

উত্তর- বেঙ্গালুরুকে । 


127. কার্পাস বয়ন শিল্পে কাঁচামালের দ্রব্যসূচক কত ?

উত্তর- 1 


128. বার্ণপুর ও কুলটি ইস্পাত কারখানা দুটির অধিনস্থ কোম্পানির নাম কী ? 

উত্তর- IISCO 


129. ব্রিটিশ যুক্তরাষ্ট্রের একটি শিপিং লাইনের নাম লেখ । 

উত্তর- ইউনিয়ন ক্যাসেল । 


130. চিনের প্রধান বিমান সংস্থা কোনটি ? 

উত্তর- চায়না ন্যাশনাল এয়ারওয়েস কর্পোরেশন ।


131. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা কোনহাইওয়ে দ্বারা যুক্ত ?

উত্তর- প্যান আমেরিকান হাইওয়ে ।


132. সর্বশেষ আবিষ্কৃত ক্ষুদ্রাকৃতি কম্পিউটারের নাম কী ?

উত্তর- পাম-টপ ।


133. আটাকামা মরুভূমিতে জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ কী ?

উত্তর- নাইট্রেট খনিজ উত্তোলনের জন্য ।


134. একসঙ্গে লাগােয়া একগুচ্ছ শহরকে বলা হয় ?

উত্তর- পৌরপুঞ্জ ।


135. কোন দেশ নগরায়নের চরম পর্যায়ে পৌছলে তাকে কী বলে ? 

উত্তর- টাইর্যানােপলিস ।


136. সমগ্র পৃথিবী পৌরবসতিতে পরিপূর্ণ হলে তাকে কী বলে ? 

উত্তর- একমনােপলিস । 


137. উন্নতির চরম শিখরে পৌছনাের পর যেনগরের অবক্ষয় শুরু হয়, তাকে কী বলে ?

উত্তর- নেক্রোপলিস । 


138. প্রধান বসতি থেকে দূরে ক্ষুদ্র গ্রামকে কী বলে ? 

উত্তর- হ্যামলেট ।


139. অন্তস্থ নগরের পার্শ্বস্থ এলাকাকে কী বলে ?

উত্তর- UMLAND. 


140. পকণ্ঠ এলাকা কী ?

উত্তর- নগর বা শহরের শেষ অংশ ।


141. কোন বড় শহরের কেন্দ্রীয় অংশকে কী বলে ?

উত্তর- CBD


142. সর্বাপেক্ষা ছােট প্রশাসনিক একক কী ?

উত্তর– মৌজা ।


143. মৌজা মানচিত্রে স্কেল কত থাকে ?

উত্তর- ১৬ ইঞ্চিতে ১ মাইল ।


144. গ্রামের মন্দির, মসজিদ, গির্জাকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে কী বলে ?

উত্তর- শূন্যগর্ভ আয়তাকার বসতি ।


145. ভারতে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা কত ?

উত্তর– ৫০০০ জন ।


146. ভূমিকম্পপ্রবণ ঢালু পাত সীমান্ততলকে কী বলে ?

উত্তর- বেনিয়ফ জোন ।


147. যে রেখা বরাবর পাতের সংঘর্ষ ঘটে তাকে কী বলে ? 

উত্তর- সুচার লাইন বা সীবনরেখা ।


148. এশিয়ার আরব মালভূমি কী জাতীয় মালভূমি ?

উত্তর- মহাদেশীয় মালভূমি ।


149. উত্তর আমেরিকার কানাডিয়ান শিল্ড কী জাতীয় মালভূমি ?

উত্তর- মহাদেশীয় মালভূমি ।


150.পৃথিবীর বৃহৎ সমভূমি কোনটি ? 

উত্তর- ইউরেশিয়ার উত্তর অংশের সমভূমি ।


151. হিমালয় পর্বতমালা কোন শ্রেণীর পর্বত ? 

উত্তর- ভঙ্গিল পর্বত 


152. সিমেন্ট শিল্পে কোন শিলার একান্ত প্রয়ােজন ?

উত্তর- চুনাপাথর । 


153. সুন্দর অট্টালিকার জন্য কোন পাথর ব্যবহার করা হয় ? 

উত্তর- শ্বেত পাথর / মার্বেল পাথর ।


154. কঠিন শিলার চ্যুতির ফলে কোন পর্বত সৃষ্টি হয় ? 

উত্তর- স্তূপ পর্বত 


আরও পড়ুন- বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পিডিএফ


155. ভারতের স্তূপ পর্বতের উদাহরণ দাও । 

উত্তর- বিন্ধ্যপর্বত, সাতপুরা পর্বত ।


156. আগ্নেয় পর্বতের আকৃতি অনেকটা কীসের মতাে ? 

উত্তর- শঙ্কুর মতাে ।


157. নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন উচ্চভূমি ভাগকে কোন মালভূমি বলে ? 

উত্তর- ব্যবচ্ছিন্ন ।


158. পঞ্চদশ শতাব্দীতে কাদের দ্বারা দক্ষিণ আমেরিকার অস্তিত্ব আবিষ্কৃত হয় ?

উত্তর- ইউরােপীয়দের দ্বারা ।


সুতরাং, দেরি না করে এখনই SA ভূগোল প্রশ্ন ও উত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন

File Details:

File Name- SA ভূগোল প্রশ্ন ও উত্তর পর্ব ৬ [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 1 MB
File page- 6
File Location- Google Drive

Download Link: Click Here To Download


বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area