SA ভূগোল প্রশ্ন ও উত্তর || SA Geography Questions and Answers Download pdf
SA ভূগোল প্রশ্ন ও উত্তর
1. দক্ষিণ আমেরিকায় অবস্থিত নবীন ভঙ্গিল পর্বতের নাম কী ?
উত্তর - আন্দিজ পর্বত ।
2. সমুদ্র সমতল থেকে স্বল্পদূর
বিস্তৃত শিলাস্তূপ কে কী বলা হয় ?
উত্তর - পাহাড় ।
3.
পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়ের নাম লেখ ।
উত্তর - অযােধ্যা
পাহাড় ।
4. গাের্গাবুরুর উচ্চতা কত ?
উত্তর - ৬৭৭ মিটার
।
5. সমুদ্র তলদেশে যতদূর গভীরতা পর্যন্ত সূর্যালােক পৌছে জলজ আগাছা ও প্রাণীদের আবাসস্থল পরিণত হয়, তাকে কী বলে ?
উত্তর - ফেটিক অঞ্চল ।
6. নাতিশীতােষ্ণ জলবায়ু অঞ্চলে কাষ্ঠশিল্পের চাহিদা পূরণের জন্য বিলুপ্তপ্রায় কিছু গাছ অব্যবহৃত জমিতে রােপণ করা হয়, তাকে কী বলে ?
উত্তর - আরবিকালচার ।
7. সমুদ্রের জলে ভাসমান পেট্রোলিয়াম স্তর পাখিদের ডানা ও পালককে জড়িয়ে আকাশে ওড়ার ক্ষমতা নষ্ট করে পাখিদের মৃত্যু ঘটায়, একে কী বলে ?
উত্তর - হাইপােথারশিয়া ।
8. একটি অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব উপস্থিতির বিবরণকে কী বলে ?
উত্তর - BIOTA
9. বিহারে অবস্থিত একটি পাহাড়ের নাম করাে ?
উত্তর - রাজমহল পাহাড় ।
10. বাঁকুড়ায় অবস্থিত একটি পাহাড়ের নাম করাে ?
উত্তর - শুশুনিয়া ।
11. জলপাইগুড়ি জেলায় অবস্থিত পাহাড়ের নাম কী ?
উত্তর - বাদুয়ার ।
আরও পড়ুন- ভূগোলের গুরুত্বপূর্ণ 500 MCQ টি প্রশ্ন ও উত্তর
12. উত্তর আমেরিকায় অবস্থিত নবীন ভঙ্গিল পর্বতের নাম কী ?
উত্তর - রকি পর্বত ।
13. উপত্যকা কোথায় গড়ে ওঠে ?
উত্তর - দুটি পর্বতের মধ্যবর্তী স্থানে ।
14. দেরাদুনে অবস্থিত একটি উপত্যকার নাম কী ?
উত্তর - হিমালয়ের দুন উপত্যকা ।
15. পর্বতের সবচেয়ে উঁচু ও খাড়া অংশকে কী বলে ?
উত্তর - পর্বত শৃঙ্গ ।
16. পর্বতশৃঙ্গের শীর্ষভাগ কীরূপ হয় ?
উত্তর - ছুঁচলাে ।
17. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ?
উত্তর - মাউন্ট এভারেস্ট ।
18. বিশাল অঞ্চলের শিলায় ঢেউ - এর মতাে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে বলা হয় ?
উত্তর -ভঙ্গিল পর্বত ।
19. পাললিক শিলাস্তরে ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, বলে একে কোন পর্বত বলা হয় ?
উত্তর - ভাঁজ পর্বত ।
20. নদী উপত্যকার তৃণভূমিতে কী কী পশু পালন করা হয় ?
উত্তর - ভেড়া, ছাগল ও গােরু ।
21. কোন নদের তীরে মিশরে সুপ্রাচীন সভ্যতা গড়ে উঠেছে ?
উত্তর - নীলনদের তীরে ।
22. নীলনদ যে ছয়টি খরস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ?
উত্তর – খার্তুম থেকে আসােয়ান পর্যন্ত ।
23. নীলনদের প্রবাহমান জলধারার সাহায্যে কী উৎপন্ন হয় ?
উত্তর - জলবিদ্যুৎ ।
24. নীলনদের থেকে উৎপন্ন জলবিদ্যুৎ মিশরে কীসের ক্ষেত্রের প্রবলভাবে সাহায্যে করেছে ?
উত্তর - শিল্প বিকাশে ।
25. ‘ মিশর নীলনদের অবদান ' এই উক্তিটি কোন প্রাচীন গ্রিক ঐতিহাসিকের ?
উত্তর - ঐতিহাসিক হেরােডটাসের ।
26. এককভাবে পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি ?
উত্তর – নীলনদ ।
27. নীলনদের দুপাশে যে নিম্ন সমতলভূমি অবস্থান করছে তাকে কী বলা হয় ?
উত্তর - নীলনদের অববাহিকা ।
28. নীলনদের উপর নির্মিত বাঁধের নাম কী ?
উত্তর - আসেয়িনা বাঁধ ।
29. মিশরে কী কী খনিজ পদার্থ পাওয়া যায় ?
উত্তর - খনিজ তেল, লবণ ও জিপসাম ।
30. ভঙ্গিল পর্বতের সবচেয়ে উঁচু অংশকে কী বলা হয় ?
উত্তর - উধর্বভঙ্গ ।
31. দুটি উচ্চ অংশের মধ্যবর্তী নিচু অংশক কী বলে ?
উত্তর - গ্রস্ত উপত্যকা ।
32. চুতির মধ্যবর্তী অংশ যখন চারপাশের অংশ থেকে উঁচু হয়ে পর্বতের সৃষ্টি করে তখন তাকে কী বলে ?
উত্তর - স্তূপ পর্বত ।
33. বিশেষ পরিবেশে পরিবেশগত বিশেষ প্রজাতির সুবিধাকে কী বলে ?
উত্তর - ENDIMISM
34. যে পরিমাণ সূর্যরশ্মি কোনাে উদ্ভিদ গ্রহণ করে, তাকে শক্তিতে প্রকাশ করা হয়, এই সুনির্দিষ্ট কোশকে কী বলে ?
উত্তর - RAD ( Radiation absorved Bose )
35. কোনাে সুনির্দিষ্ট স্থানের একই প্রজাতির নিজেদের মধ্যে সদা ক্রিয়ারত পৃথক পৃথক জৈব সত্ত্বাকে কী বলে ?
উত্তর - Population.
36. একটি জীব সম্প্রদায় যার বাস্তুতান্ত্রিকভাবে নিজ নিজ প্রজাতির বহিঃলক্ষণ ভিন্ন, তাকে কী বলে ?
উত্তর - ইকোড ।
37. খরা, বন্যা প্রভৃতি দ্বারা কোনাে এলাকার স্বাভাবিক উদ্ভিদ সমূহের ধবংসপ্রাপ্ত হয়েনগ্ন এলাকায় পরিণত হওয়াকে কী বলে ?
উত্তর - Nudation
38. কোনাে এক শক্তিব্যবহারকরে দূষণের পরিমাণ কমানাের পদ্ধতিকে কী বলে ?
উত্তর – ক্লিন টেকনােলজি ।
39. বাতাসে ভাসমান ধোঁয়া, ধূলাে, লবণ কণা ইত্যাদিকে একত্রে কী বলে ?
উত্তর - এরােসল ।
40. কোনকোনপ্রক্রিয়ায় জলচক্র সম্পাদিত হয় ?
উত্তর - বাষ্পীভবন, ঘনীভবন ও অধঃক্ষেপন প্রক্রিয়ায় ।
41. যে উপাদানের জন্য বাতাসে BOD বৃদ্ধি পায়, সেটি কী ?
উত্তর - অ্যালগি ।
42. কোনঅবস্থায় জলজ উদ্ভিদ ও প্রাণীর অক্সিজেনের চাহিদা বেড়ে যায় ?
উত্তর - ইউট্রোফিকেশন অবস্থায় ।
43. SPM- এর পুরাে কথাটি কী ?
উত্তর - Suspended Particulate Matter
44. ওজোন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণে কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর - মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রােটোকল ( 1987 ) ।
45. ঠান্ডায় যে গাছ জন্মায় তাকে কী বলে ?
উত্তর– সাইক্রোফাইট ।
46. কোন দেশ বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত করে ?
উত্তর– মার্কিন যুক্তরাষ্ট্র ।
47. কোনস্থানে ওজোনের ঘনত্ব কত, যার নিচে নামলে সেই ক্ষয়কে ওজোন গহ্বর বলা হয় ?
উত্তর– 200 DUI
48. কোনগণিতবিদ পৃথিবীর বায়ুমন্ডলকে সবুজঘরের সঙ্গে তুলনা করেছেন ?
উত্তর– জিন ফুরিয়ার ।
49. আরবারি যৌথ বনব্যবস্থা কোথায় স্থাপিত হয়েছে ?
উত্তর– পশ্চিমবঙ্গে ।
আরও পড়ুন- ইতিহাসের গুরুত্বপূর্ণ 500 MCQ টি প্রশ্ন ও উত্তর
50. দক্ষিণ ভারতের দুটি স্তুপ পর্বতের নাম কী কী ?
উত্তর– নীলগিরি ও আন্নামালাই পর্বত ।
51. ফ্রান্সের একটি স্তুপ পর্বতের নাম ?
উত্তর– ভােজ ।
52. জার্মানির একটি স্তুপ পর্বতের নাম ?
উত্তর– ব্ল্যাক ফরেস্ট ।
53. বহুদিন আগ্নেয়গিরি থেকে লাভ নির্গত হয়ে পার্শ্ববর্তী অঞ্চলকে সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি করে, তাকে বলে ?
উত্তর– আগ্নেয় পর্বত ।
54. আগ্নেয় পর্বত আর কী নামে পরিচিত ?
উত্তর– সঞ্চয়জাত পর্বত ।
55. জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম কী ?
উত্তর– ফুজিয়ামা বা ফুজিয়ানা ।
56. ইতালির একটি আগ্নেয় পর্বতের নাম কী ?
উত্তর– ভিসুভিয়াস ।
57. ভূ-পৃষ্ঠের প্রাচীন স্তুপ পর্বত বা উঁচু মালভুমি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যে পর্বতের সৃষ্টি করে, তার নাম কী ?
উত্তর– ক্ষয়জাত পর্বত ।
58. কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট অংশ পর্বতের আকারে দাঁড়িয়ে থাকলে তাকে কী বলা হয় ?
উত্তর– অবশিষ্ট পর্বত ।
59. রাজস্থানের আরাবল্লী কী জাতীয় পর্বত ?
উত্তর– ক্ষয়জাত পর্বত ।
60. গঙ্গা অ্যাকশনপ্ল্যান প্রকল্পের সূচনা কত খ্রীষ্টাব্দে হয় ?
উত্তর– 1986 খ্রীষ্টাব্দে ।
61. পূর্ব কলকাতা সংলগ্ন জলাভূমিটি কী নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ?
উত্তর– রাসসর ক্ষেত্র ।
62. বিহারের পরেশনাথ কী জাতীয় পর্বত ?
উত্তর– ক্ষয়জাত পর্বত ।
63. আফ্রিকা মহাদেশের বৃহত্তম নগর কোনটি ?
উত্তর– কায়রাে ।
64. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমিটির নাম কী ?
উত্তর– সাহারা মরুভূমি ।
65. সাহারা মরুভূমিটি কোথায় অবস্থিত ?
উত্তর– আফ্রিকা মহাদেশের উত্তরাংশে ।
66. কোন রেখা সাহারা মরুভূমির মাঝখানে দিয়ে পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়েছে ?
উত্তর– কর্কটক্রান্তি রেখা ।
67. সাহারা মরুভূমির মােট আয়তন কত ?
উত্তর– ৬৪,০০,০০০ বর্গ কিমি ।
68. সাহারা মরুভূমির কোন অঞ্চলে বড় বড় বালিয়াড়ি দেখা যায় ?
উত্তর– মারিটানিয়া অঞ্চলে ।
69. সাহারা মরুভূমির শুষ্ক নদী উপত্যকাকে কী বলা হয় ?
উত্তর– ওয়াদি ।
70. সাহারা মরুভূমির মাঝখানে বিখ্যাত হ্রদের নাম কী ?
উত্তর– চাঁদ হ্রদ ।
71. সাহারা মরুভূমির গ্রীষ্মকালীন ও শীতকালীন গড় তাপমাত্রা কত ?
উত্তর– গ্রীষ্মকালীন ৫৫° সেন্টিমিটার ও শীতকালীন ১০° সেন্টিমিটার ।
72. সাহারা মরুভূমির বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ?
উত্তর– ১২ সেন্টিমিটার ।
73. মরূদ্যানগুলােতে কী গাছ জন্মায় ?
উত্তর– খেজুর ।
74. সাহারার কোথায় কোথায় তৈলকূপ খনন করা হয়েছে ?
উত্তর– চিবর, এলগামী ও এভজালিতে ।
75. ঋতু নিয়ন্ত্রিত পশুচারণকে কী বলে ?
উত্তর– ট্রান্সহিউম্যান্স ।
76. কোনাে বাস্তুতন্ত্রে জড় উপাদানগুলি ও সজীব উপাদানগুলি তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটিয়ে পরিবেশের সমতা রাখার ঘটনাকে কী বলে ?
উত্তর– হােমিও ওস্টেসিস ।
77. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ তাপগতিবিদ্যার কোনসূত্রকে অনুসরণ করে ?
উত্তর– প্রথম ও দ্বিতীয় সূত্রকে ।
78. একটি মিথােজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ কী ?
উত্তর- রাইজোবিয়াম ।
79. যেসকল প্রাণী জলে সাঁতার কেটে ঘুরে বেড়ায়, তাদের কী বলে ?
উত্তর- নেকটন ।
80. জলাশয়ের নীচের তলায় বসবাসকারী কী বলে ?
উত্তর- বেনথস ।
81. বনভূমি পরিষ্কার করে চাষাবাদ শুরু হলে ও অতিরিক্ত ভূমিকৰ্ষণের ফলে মাটির স্তরগুলি পরস্পরের সঙ্গে মিশে কী তৈরি করে ?
উত্তর- পরিলেখ ।
82. বাগার রাজ্য কাকে বলে ?
উত্তর- তাসমানিয়াকে ।
83. কোন Policy- তে ভারত সরকার প্রথম -এর কথা বলেন ?
উত্তর- EXIM Policy - তে ।
84. যুদ্ধোত্তর ইউরােপের কে অবাধ বাণিজ্য নীতির পরিকল্পনাকে কী বলা হয় ?
উত্তর- মার্শাল প্ল্যান ।
85. দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে কী ধরনের বসতি গড়ে ওঠে ?
উত্তর- ইংরাজি ' L ' অক্ষরের বসতি ।
86. গত দশকে ( 2001-2011 ) ভারতে মহিলাদের হার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ?
উত্তর- 18.12 শতাংশ ।
87. ইউরােপীয় সাধারণ বাজার (EEC) কত সালে গঠিত হয় ?
উত্তর- 1957 সালে ।
88. ভঙ্গিল, স্তূপ ও আগ্নেয় পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে কোন পর্বতের সৃষ্টি করে ?
উত্তর- ক্ষয়জাত পর্বত ।
89. যেসব অঞ্চলে পাহাড় অপেক্ষাকৃত নীচু, উপরিভাগ সমতল এবং পার্শ্ববর্তী ঢাল খাড়া, তাদের কী বলে ?
উত্তর- মালভূমি ।
90. মালভূমির উপরের অংশটা টেবিলের মতাে হয় বলে একে কী বলা হয় ?
উত্তর- টেবিলল্যান্ড ।
91. সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত মালভূমিকে কী বলে ?
উত্তর- উচ্চ মালভূমি ।
92. ভারতের লাদাক মালভূমি কী জাতীয় মালভূমি ?
উত্তর- উচ্চ মালভূমি ।
93. এই মালভূমির উচ্চতা কত ?
উত্তর- ৩,৬৫৫ মিটার ।
94. তিববতের মালভূমি কী জাতীয় মালভূমি ?
উত্তর- উচ্চ মালভূমি ।
95. তিববতের মালভূমির উচ্চতা কত ?
উত্তর- ৩,৬৫৫ মিটার ।
96. ভারতের সবচেয়ে উঁচু মালভূমি কোনটি ?
উত্তর- পামীর মালভূমি ।
97. এই মালভূমি ভারতে কোন দিকে অবস্থিত ?
উত্তর- উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ।
98. ভারতের ইন্টারনেট ব্যবস্থা কত সালে চালু হয় ?
উত্তর- 1970 সালে ।
99. ইনস্যাট -এর পুরাে কথাটি কী ?
উত্তর- ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট ।
100. কানাডার দীর্ঘতম রেলপথ কোনটি ?
উত্তর- কানাডিয়ান প্যাসিফিক ।
101. পৃথিবীর সবচেয়ে কম দীর্ঘ মহাদেশীয় রেলপথ কোনটি ?
উত্তর- চিলি আর্জেন্টিনা ট্রান্স আন্দিজ ।
আরও পড়ুন- জীববিদ্যা 500 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
102. পামীর মালভূমিকে কী বলা হয় ?
উত্তর- পৃথিবীর ছাদ ।
103. যে মালভূমির চারপাশ পর্বত দ্বারা বেষ্টিত, কে কী বলা হয় ?
উত্তর- পর্বতবেষ্টিত মালভূমি ।
104. তিববতের মালভূমি কী জাতীয় মালভূমি ?
উত্তর- পর্বতবেষ্টিত মালভূমি ।
105. কোনাে বিস্তীর্ণ মালভূমি যখননদীখাত দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকে, তখন তাকে কী বলা হয় ?
উত্তর- ব্যবচ্ছিন্ন মালভূমি ।
106. কর্ণাটকের মালভূমি কী জাতীয় মালভূমির উদাহরণ ?
উত্তর- ব্যবচ্ছিন্ন মালভূমি ।
107. ভূ-ত্বকের ফাটলের মধ্য দিয়ে যখন লাভ বেরিয়ে এসে মালভূমির সৃষ্টি করে, তখন তাকে কী মালভূমি বলা হয় ?
উত্তর- লাভাগঠিত মালভূমি ।
108. পামীর মালভূমির উচ্চতা কত ?
উত্তর– ৪,৪৭৩ মিটার ।
109. মহারাষ্ট্রের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের মালভূমি কী জাতীয় মালভূমি ?
উত্তর- লাভাগঠিত মালভূমি ।
110. বিশাল সাহারা মরুভূমিতে কত লােক বাস করে ?
উত্তর - ৪০ লক্ষ ।
111. জলসেচের সাহায্যে কী কী শস্যের চাষ হয় ?
উত্তর- আখরােট, খেজুর ও তরমুজ ।
112. কীসের সাহায্যে সাহারা ভূমির লােকেরা যােগাযােগ করে ?
উত্তর- উটের সাহায্যে ।
113. সাহারা মরুভূমির উল্লেখযােগ্য শহরের নাম কী ?
উত্তর- টিম্বাকটু ।
114. পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি কোনটি ?
উত্তর- সাহারা মরুভূমি ।
115. পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ?
উত্তর- লিবিয়ার আল আজিজিয়া ( ৫৮° সেন্টিগ্রেড )
116. সাহারা মরুভূমির মাঝে কোন পর্বত অবস্থান করছে ?
উত্তর- টিবেস্তি পাহাড় ।
117. হােয়াইট নীলের অপর নাম কী ?
উত্তর- বার-এল-গজল
118. নীলনদের উপত্যকার প্রধান বন্দরটির নাম কী ?
উত্তর- কায়রাে ।
119. দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তর দিকে কোন খাল দ্বারা উত্তর আমেরিকার সঙ্গে যুক্ত ?
উত্তর- পানামা খাল |
120. আন্দিজ পর্বত কত দীর্ঘ ?
উত্তর- ৭,০৫০ কিমি ।
121. কাকে নতুন পৃথিবীর দেশ বলে ধরা হয় ?
উত্তর- দক্ষিণ আমেরিকাকে ।
122. কোন শতাব্দীতে দক্ষিণ আমেরিকার অস্তিত্ব আবিস্কৃত হয় ?
উত্তর- পঞ্চ দশ শতাব্দী ।
123. প্রাচীন ভূ-খণ্ড যখন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমি সৃষ্টি করে, তখন তাকে কী বলে ?
উত্তর- মহাদেশীয় মালভূমি ।
124. আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি প্রধান পেট্রোরসায়ন কেন্দ্রের নাম কী ?
উত্তর- উইলমিংটন । ।
125. দক্ষিণ ভারতের ম্যাঞ্চে ষ্টার কাকে বলে ?
উত্তর- কোয়েম্বাটোরকে ।
126. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে ?
উত্তর- বেঙ্গালুরুকে ।
127. কার্পাস বয়ন শিল্পে কাঁচামালের দ্রব্যসূচক কত ?
উত্তর- 1
128. বার্ণপুর ও কুলটি ইস্পাত কারখানা দুটির অধিনস্থ কোম্পানির নাম কী ?
উত্তর- IISCO
129. ব্রিটিশ যুক্তরাষ্ট্রের একটি শিপিং লাইনের নাম লেখ ।
উত্তর- ইউনিয়ন ক্যাসেল ।
130. চিনের প্রধান বিমান সংস্থা কোনটি ?
উত্তর- চায়না ন্যাশনাল এয়ারওয়েস কর্পোরেশন ।
131. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা কোনহাইওয়ে দ্বারা যুক্ত ?
উত্তর- প্যান আমেরিকান হাইওয়ে ।
132. সর্বশেষ আবিষ্কৃত ক্ষুদ্রাকৃতি কম্পিউটারের নাম কী ?
উত্তর- পাম-টপ ।
133. আটাকামা মরুভূমিতে জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ কী ?
উত্তর- নাইট্রেট খনিজ উত্তোলনের জন্য ।
134. একসঙ্গে লাগােয়া একগুচ্ছ শহরকে বলা হয় ?
উত্তর- পৌরপুঞ্জ ।
135. কোন দেশ নগরায়নের চরম পর্যায়ে পৌছলে তাকে কী বলে ?
উত্তর- টাইর্যানােপলিস ।
136. সমগ্র পৃথিবী পৌরবসতিতে পরিপূর্ণ হলে তাকে কী বলে ?
উত্তর- একমনােপলিস ।
137. উন্নতির চরম শিখরে পৌছনাের পর যেনগরের অবক্ষয় শুরু হয়, তাকে কী বলে ?
উত্তর- নেক্রোপলিস ।
138. প্রধান বসতি থেকে দূরে ক্ষুদ্র গ্রামকে কী বলে ?
উত্তর- হ্যামলেট ।
139. অন্তস্থ নগরের পার্শ্বস্থ এলাকাকে কী বলে ?
উত্তর- UMLAND.
140. পকণ্ঠ এলাকা কী ?
উত্তর- নগর বা শহরের শেষ অংশ ।
141. কোন বড় শহরের কেন্দ্রীয় অংশকে কী বলে ?
উত্তর- CBD
142. সর্বাপেক্ষা ছােট প্রশাসনিক একক কী ?
উত্তর– মৌজা ।
143. মৌজা মানচিত্রে স্কেল কত থাকে ?
উত্তর- ১৬ ইঞ্চিতে ১ মাইল ।
144. গ্রামের মন্দির, মসজিদ, গির্জাকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে কী বলে ?
উত্তর- শূন্যগর্ভ আয়তাকার বসতি ।
145. ভারতে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা কত ?
উত্তর– ৫০০০ জন ।
146. ভূমিকম্পপ্রবণ ঢালু পাত সীমান্ততলকে কী বলে ?
উত্তর- বেনিয়ফ জোন ।
147. যে রেখা বরাবর পাতের সংঘর্ষ ঘটে তাকে কী বলে ?
উত্তর- সুচার লাইন বা সীবনরেখা ।
148. এশিয়ার আরব মালভূমি কী জাতীয় মালভূমি ?
উত্তর- মহাদেশীয় মালভূমি ।
149. উত্তর আমেরিকার কানাডিয়ান শিল্ড কী জাতীয় মালভূমি ?
উত্তর- মহাদেশীয় মালভূমি ।
150.পৃথিবীর বৃহৎ সমভূমি কোনটি ?
উত্তর- ইউরেশিয়ার উত্তর অংশের সমভূমি ।
151. হিমালয় পর্বতমালা কোন শ্রেণীর পর্বত ?
উত্তর- ভঙ্গিল পর্বত
152. সিমেন্ট শিল্পে কোন শিলার একান্ত প্রয়ােজন ?
উত্তর- চুনাপাথর ।
153. সুন্দর অট্টালিকার জন্য কোন পাথর ব্যবহার করা হয় ?
উত্তর- শ্বেত পাথর / মার্বেল পাথর ।
154. কঠিন শিলার চ্যুতির ফলে কোন পর্বত সৃষ্টি হয় ?
উত্তর- স্তূপ পর্বত
আরও পড়ুন- বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পিডিএফ
155. ভারতের স্তূপ পর্বতের উদাহরণ দাও ।
উত্তর- বিন্ধ্যপর্বত, সাতপুরা পর্বত ।
156. আগ্নেয় পর্বতের আকৃতি অনেকটা কীসের মতাে ?
উত্তর- শঙ্কুর মতাে ।
157. নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন উচ্চভূমি ভাগকে কোন মালভূমি বলে ?
উত্তর- ব্যবচ্ছিন্ন ।
158. পঞ্চদশ শতাব্দীতে কাদের দ্বারা দক্ষিণ আমেরিকার অস্তিত্ব আবিষ্কৃত হয় ?
উত্তর- ইউরােপীয়দের দ্বারা ।
সুতরাং, দেরি না করে এখনই SA ভূগোল প্রশ্ন ও উত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন