Ads Area


রাসায়নিক বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর || Chemistry MCQ Questions and Answers pdf

Chemistry MCQ Questions and Answers pdf: Here, is the best place for you to download Chemistry MCQ Questions and Answers Pdf. Jibikadisari give you All competitive exam Special free Chemistry MCQ Questions and Answers Pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. Chemistry MCQ Questions and Answers Pdf is very important for Preparation all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this www.jibikadisari.com to Download Chemistry MCQ Questions and Answers pdf. The direct link Of this Chemistry MCQ Questions and Answers pdf has been given below.

রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর || Chemistry MCQ Questions and Answers pdf

রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর Pdf. নিচে রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।

এই রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর

1. বাতাস কোন ধরনের পদার্থ ?

(a) মৌলিক পদার্থ

(b) যৌগিক পদার্থ

(c) মিশ্র পদার্থ

(d) কোনটিই নয় 

উত্তর - (c) মিশ্র পদার্থ


2. আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?

(a) অক্সিজেন

(b) নাইট্রোজেন

(c) কার্বনডাই অক্সাইড

(d) কার্বন মনােক্সাইড 

উত্তর - (c) কার্বনডাই অক্সাইড


3. ব্রোঞ্জের মধ্যে কোনটি দ্রাব এবং কোনটি দ্রাবক ?

(a) A1 দ্রাবক ও Sn দ্রাব

(b) Cu দ্রাবক ও Sn দ্রাব

(c) Mg দ্রাবক ও Cu দ্রাব

(d) Cu দ্রাবক ও Mg দ্রাব

উত্তর - (b) Cu দ্রাবক ও Sn দ্রাব


4. আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন ?

(a) নিউল্যান্ড

(b) মেন্ডেলিভ 

(c) প্ল্যাঙ্ক 

(d) বাের 

উত্তর - (d) বাের 


5. নিচের কোনটি বিজারক পদার্থ ?

(a) H2S 

(b) SO2

(c) CO

(d) সব কটি

উত্তর - (d) সব কটি


6. পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ ?

( a ) দ্রাবক এবং দ্রাব উভয় তরল

( b ) দ্রাবক কঠিন দ্রাব তরল

( c ) দ্রাবক তরল এবং দ্রাব কঠিন

( d ) উভয় দ্রাবক এবং দ্রাব কঠিন

উত্তর - ( b ) দ্রাবক কঠিন দ্রাব তরল


7. অসম্পৃক্ত দ্রবনকে কীভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে ?

( a ) দ্রাবক যােগ করে

( b ) আরাে দ্রবন যােগ করে

( c ) দ্রাব যােগ করে

( d ) সব কটি

উত্তর - ( a ) দ্রাবক যােগ করে


8. নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত ?

( a ) ক্লোরােফর্ম

( b ) ইথার

( c ) বেঞিন

( d ) জল 

উত্তর - ( d ) জল 


আরও পড়ুন- পদার্থ বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর


9. 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে, দ্রাবটির দ্রাব্যতা কত ?

( a ) 45

( b ) 25

( c ) 9

( d ) 5

উত্তর - ( c ) 9


10. কোনটি কলয়েড কণার ব্যাস ?

(a) 10-3

(b) 10-8

(c) 10-6

(d) 10-10

উত্তর - (c) 10-6


11. দ্রাব্যতা লেখ এর X অক্ষ বরাবর কি প্রকাশ করা হয় ?

( a ) দ্রাবতা

( b ) দ্রাবকের পরিমাণ

( c ) দ্রাবের পরিমাণ

( d ) উম্নতা

উত্তর - ( d ) উম্নতা


12. কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে ?

( a ) তড়িৎ ঋণাত্মকতা কমে

( b ) ধাতব ধর্ম বাড়ে

( c ) আকার কমে

( d ) অধাতব ধর্ম কমে

উত্তর - ( c ) আকার কমে


13. অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায় ?

( a ) মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়

( b ) ফেনলপথ্যালিন গােলাপী বর্ণের হয়

( c ) মিথাইল রেড হলুদ বর্ণের হয়

( d ) ফোলপথ্যালিন বর্ণহীন হয়

উত্তর - ( b ) ফেনলপথ্যালিন গােলাপী বর্ণের হয়


14. অন্তধৃতি দেখায় কোন ধাতুগুলি ?

( a ) আয়রণ

( b ) প্যালাডিয়াম

( c ) নিকেল

( d ) সব কটি

উত্তর - ( d ) সব কটি


15. বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালাে হয়ে যায় ?

( a ) NO2

( b ) H2S

( c ) CO2

( d ) SO2

উত্তর - ( b ) H2S


16. নীচের কোন গ্যাসটির বর্ণ পােড়া বারুদের গন্ধযুক্ত ?

( a ) NO2

( b ) H2S

( c ) SO2

( d ) CO2

উত্তর - ( c ) SO2


17. সমুদ্রে সাদা ধোঁয়া তৈরীর জন্য কোন যৌগ ব্যবহার করা হয় ?

( a ) H2S

( b ) PH3

( c ) CO2

( d ) NH3 

উত্তর - ( b ) PH3


18. কাপড় কাচার সােডার সঙ্কেত কী ?

( a ) (NH4)2SO4

( b ) Ca (OH)2

( c ) CuSO4, 5H2O

( d ) Na2CO, 10H2O

উত্তর - ( d ) Na2CO, 10H2O

19. নীচের কোনটি ক্যালশিয়ামের আকরিক ?

( a ) কার্নালাইট

( b ) ফ্লুওস্পার

( c ) ম্যাগনেটাইট

( d ) ক্যালামাইন 

উত্তর - ( b ) ফ্লুওস্পার


20. কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব ?

( a ) স্টীল

( b ) কাস্ট আয়রণ

( c ) রট আয়রণ

( d ) কোনটিই নয়

উত্তর - ( a ) স্টীল


21. গান মেটালে কোন উপাদানটি থাকে না ?

( a ) Fe

( b ) Cu

( c ) Zn

( d ) Sn 

উত্তর - ( a ) Fe


22. সম পরিমাণ আইসােমার যুক্ত মিশ্রণকে কী বলে ?

( a ) বরডিয়াক্স মিশ্রণ

( b ) রেক্সিন মিশ্রণ

( c ) সেরামিক মিশ্রণ

( d ) রেসিমিক মিশ্রণ 

উত্তর - ( d ) রেসিমিক মিশ্রণ 


23. প্রথম ক্লোরােফর্ম কে প্রস্তুত করেন ?

( a ) লাইবেগ

( b ) সিম্পসন

( c ) এডমন্ড ডেভী

( d ) বার্থেলাে

উত্তর - ( a ) লাইবেগ


24. কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায় ?

( a ) নাইট্রোজেন

( b ) কার্বন মনােক্সাইড

( c ) মিথেন

( d ) সালফার ডাই অক্সাইড

উত্তর - ( b ) কার্বন মনােক্সাইড


25. নীচের কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয় ?

( a ) লােহা

( b ) অ্যালুমিনিয়াম

( c ) মাইকা 

( d ) তামা 

উত্তর - ( b ) অ্যালুমিনিয়াম


26. কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায় ?

( a ) KNO3

( b ) NH4CI

( c ) FeSO4, 7H2O

( d ) NaCl

উত্তর - ( d ) NaCl


27. ফরম্যালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরী হয় ?

( a ) ক্লোরােফর্ম

( b ) ন্যাপথালিন

( c ) ফেনল

( d ) বেঞ্জিন

উত্তর - ( d ) বেঞ্জিন


28. অনার্স CaO দ্বারা কোনটিকে শুষ্ক করা যায় ?

( a ) H2S গ্যাস

( b ) NH3 গ্যাস

( c ) HCI SUM

( d ) O2 গ্যাস 

উত্তর - ( b ) NH3 গ্যাস


29. কোন মিশ্রনকে অম্লরাজ বলা হয় ?

( a ) তিনভাগ H2SO4 এর সাথে একভাগ HCl এর মিশ্রণ

( b ) তিনভাগ HNO3 এর সাথে একভাগ HCl এর মিশ্রণ

( c ) একভাগ H2SO4 এর সাথে তিনভাগ HCl এর মিশ্রণ

( d ) একভাগ HNO3 এর সাথে তিন ভাগ HCl এর মিশ্রণ

উত্তর - ( b ) তিনভাগ HNO3 এর সাথে একভাগ HCl এর মিশ্রণ


30. টারটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত ?

( a ) 1

( b ) 2

( c ) 4

( d ) 6

উত্তর - ( b ) 2


31. কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায় ?

( a ) ক্রোমাটোগ্রাফি

( b ) আংশিক পাতন

( c ) বিয়ােজী ফানেল

( d ) সব কটি 

উত্তর - ( d ) সব কটি 


32. ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ?

( a ) ধাতুর

( b ) অধাতুর

( c ) ধাতু ও অধাতু উভয়ের

( d ) কোনটাই নয় 

উত্তর - ( c ) ধাতু ও অধাতু উভয়ের


33. দুধ কোন ধরনের দ্রবণ ?

( a ) সাশপেনসন

( b ) প্রকৃত দ্রবণ

( c ) কলয়ডীয় দ্রবণ

( d ) কোনটাই নয়

উত্তর - ( c ) কলয়ডীয় দ্রবণ


34. K2SO4, AI2 (SO4)3, 24H2O – ইহা কীসের সঙ্কেত ?

( a ) গ্লবার সল্ট

( b ) ক্রোম অ্যালাম

( c ) বােরাক্স মিশ্রণ

( d ) অ্যালাম 

উত্তর - ( d ) অ্যালাম 


35. পর্যায় সারনীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল ?

( a ) প্রথম

( b ) দ্বিতীয়

( c ) পঞ্চম

( d ) চতুর্থ 

উত্তর - ( b ) দ্বিতীয়


36. নীচের কোনটি মৃদ্যু অ্যাসিড ?

( a ) H2CO3

( b ) HNO3

( c ) H2SO4

( d ) HCI

উত্তর - ( c ) H2SO4


37. নীচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয় ?

( a ) H2CO3

( b ) HCL

( c ) KN3

( d ) H2SO4 

উত্তর - ( d ) H2SO4 


38. কোন বিজ্ঞানী H2 উৎপাদন করেন ?

( a ) রবার্ট বয়েল

( b ) হেনরী ক্যাভেন্ডিস

( c ) ল্যাভয়সিয়ে

( b ) দ্বিতীয়

উত্তর - ( a ) রবার্ট বয়েল


39. অক্সিজেনের কটি আইসােটোপ পাওয়া যায় ?

( a ) 1

( b ) 2

( c ) 3

( d ) 4

উত্তর - ( c ) 3


আরও পড়ুন- জীববিদ্যা 500 টি  গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


40. কোনটি সবচেয়ে হালকা গ্যাস ? 

( a ) হাইড্রোজেন

( b ) অক্সিজেন

( c ) নাইট্রোজেন

( d ) সালফার-ডাই-অক্সাইড

উত্তর - ( a ) হাইড্রোজেন


41. নীচের কোন ধাতুকে কুইক সিলভার (Quick Silver) বলা হয় ?

( a ) রুপা

( b ) সােনা

( c ) তামা

( d ) পারদ

উত্তর - ( d ) পারদ


42. নীচের কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায় ?

( a ) ফর্মিক অ্যাসিড

( b ) ম্যালিক অ্যাসিড

( c ) সাইট্রিক অ্যাসিড

( d ) কার্বোলিক অ্যাসিড

উত্তর - ( a ) ফর্মিক অ্যাসিড


43. বেকিং পাউডার আসলে কী ?

( a ) সােডিয়াম নাইট্রেট

( b ) সােডিয়াম বাই-কার্বনেট

( c ) সােডিয়াম অক্সালেট 

( d ) সােডিয়াম সাইট্রেট 

উত্তর - ( b ) সােডিয়াম বাই-কার্বনেট


44. কস্টিক সােডা আসলে কী ?

( a ) সােডিয়াম বাইকার্বনেট

( b ) সােডিয়াম সালফেট

( c ) সােডিয়াম ক্লোরেট

( d ) সােডিয়াম হাইড্রোক্সাইড

উত্তর - ( d ) সােডিয়াম হাইড্রোক্সাইড


45. প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ?

( a ) মাদাম কুরি

( b ) বেকেরেল

( c ) রাদারফোর্ড

( d ) নীলস বাের

উত্তর - ( b ) বেকেরেল


46. নীচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয় ?

( a ) জলকে বাষ্পে পরিণত করা

( b ) খাদ্য পরিপাক

( c ) শ্বসন

( d ) কয়লার দহন

উত্তর - ( a ) জলকে বাষ্পে পরিণত করা


47. কোন যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায় ?

( a ) সমযােজী যৌগ

( b ) তড়িৎযােজী যৌগ

( c ) কোনটিই নয়

( d ) উভয়েই

উত্তর - ( a ) সমযােজী যৌগ


48. কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রনই সুস্থির ?

( a ) Fe

( b ) He 

( c ) Mg

( d ) H

উত্তর - ( b ) He 


49. কোটি তড়িৎযােজী মৌল ?

( a ) NaF

( b ) CH4

( c ) N2

( d ) C2H2

উত্তর - ( a ) NaF


50. কোনটি সবচেয়ে হালকা ধাতু ?

( a ) Na

( b ) Hg

( c ) Be

( d ) Li

উত্তর - ( d ) Li


51. নীচের কোনটি তড়িৎ ধনাত্মক অধাতু ?

( a ) S

( b ) Cl2

( c ) H2

( d ) C

উত্তর - ( c ) H2


52. কোন দ্রবণে টিল্ডাল এফেক্ট দেখা যায় ?

( a ) প্রকৃত দ্রবণ

( b ) সাসপেনশন

( c ) কলয়ডীয় দ্রবণ

( d ) কোনটিই নয়

উত্তর - ( c ) কলয়ডীয় দ্রবণ


53. পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মােটর গাড়ীর নিঃসৃত ধোঁয়ায় থাকে ?

( a ) লােহা

( b ) দস্তা

( c ) সীসা

( d ) তামা

উত্তর - ( c ) সীসা


54. নীচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয় ?

( a ) টেফলন

( b ) হীরা

( c ) গ্রাফাইট

( d ) লােহা

উত্তর - ( a ) টেফলন


55. ফসজিন নামে কোন রাসায়নিক যৌগ পরিচিত ?

( a ) ফসফরাস ট্রাই ক্লোরাইড

( b ) কার্বোনীল ক্লোরাইড

( c ) বেরিয়াম ক্লোরাইড

( d ) সােডিয়াম বাই কার্বনেট

উত্তর - ( b ) কার্বোনীল ক্লোরাইড


56. তড়িৎ লেপন পদ্ধতিতে লােহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় ?

( a ) রূপা 

( b ) জিঙ্ক

( c ) নিকেল 

( d ) টিন

উত্তর - ( b ) জিঙ্ক


57. কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয় ?

( a ) ক্যাটিনেশন 

( b ) গঠনগত সমবয়তা

( c ) আলােকীয় সমবয়তা

( d ) কোনটিই নয়

উত্তর - ( a ) ক্যাটিনেশন


58. জৈবযৌগের নামকরণ কোন পদ্ধতিতে করা হয় ?

( a ) I.U.B.C.

( b ) I.U.P.A.C

( c ) I.L.P.A.C

( d ) I.U.C.N

উত্তর - ( b ) I.U.P.A.C


59. ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কী উৎপন্ন হয় ?

( a ) সীসা

( b ) বিসমাথ

( c ) লােহা 

( d ) গ্রাফাইট 

উত্তর - ( a ) সীসা


60. তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় ?

( a ) Y রশ্মি

( b ) UV রশ্মি

( c ) ইনফ্রারেড রশ্মি

( d ) X রশ্মি 

উত্তর - ( a ) Y রশ্মি


61. নীচের কোটি তড়িৎযােজী যৌগ ?

( a ) MgCl2

( b ) NaF

( c ) Na2SO4

( d ) সব কটি

উত্তর - ( d ) সব কটি


62. কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় ?

( a ) ব্যারােমিটার 

( b ) ভােল্টমিটার

( c ) ক্রোনােমিটার

( d ) ইলেকট্রোমিটার

উত্তর - ( b ) ভােল্টমিটার


63. LPG এর প্রধান উপাদান কোনটি ?

( a ) বিউটেন

( b ) অ্যাসফাল্ট

( c ) ইথেন

( d ) প্রােপেন

উত্তর - ( a ) বিউটেন


64. CNG এর মূল উপাদান কোনটি ?

( a ) বিউটেন

( b ) প্রােপেন

( c ) ইথেন

( d ) প্রােপেন

উত্তর - ( d ) প্রােপেন


65. নীচের কোন জ্বালানীটি সবচেয়ে কম বায়ুদূষণ ঘটায় ?

( a ) কাঠ

( b ) কেরােসিন

( c ) CNG

( d ) ডিজেল 

উত্তর - ( c ) CNG


66. নীচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ কার্বন পাওয়া যায় ?

( a ) পিট কয়লা

( b ) অ্যানথ্রাসাইট

( c ) লিগনাইট

( d ) বিটুমিনাস

উত্তর - ( b ) অ্যানথ্রাসাইট


67. রাবার গাছের নরম রাবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রাবার তৈরী হয় ?

( a ) S

( b ) Mn

( c ) Hg

( d ) Mg

উত্তর - ( a ) S


68. নীচের কোনটি তীব্র গন্ধযুক্ত কেলাসাকার কঠিন ?

( a ) বেঞ্জিন

( b ) টলুইন

( c ) মিথানল

( d ) ফেলল

উত্তর - ( d ) ফেলল


69. নীচের কোনটি রেক্টিফায়েড স্পিরিট ?

( a ) C2H5OH

( b ) CH3OH

( c ) HCHO

( d ) C6H5CH3

উত্তর - ( a ) C2H5OH


70. LiO2 কোন ধরনের অক্সাইড ?

( a ) ক্ষারকীয় অক্সাইড

( b ) সুপার অক্সাইড

( c ) উভধর্মী অক্সাইড

( d ) মিশ্র অক্সাইড 

উত্তর - ( b ) সুপার অক্সাইড


71. প্রশম দ্রবনের pH কত ?

( a ) 5

( b ) 6

( c ) 7

( d ) 2

উত্তর - ( c ) 7


72. MnO2 কোন ধরনের অক্সাইড ?

( a ) আম্লিক অক্সাইড

( b ) উভধর্মী অক্সাইড 

( c ) সুপার অক্সাইড

( d ) পলি অক্সাইড

উত্তর - ( d ) পলি অক্সাইড


73. চিলি সল্টপিটারের সঙ্কেত কোনটি ?

( a ) NaNO3

( b ) H2SO4 

( c ) Na2SO4

( d ) H3PO4

উত্তর - ( a ) NaNO3


74. কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয় ?

( a ) HCI

( b ) NaCl

( c ) HNO3

( d ) H2SO4

উত্তর - ( a ) HCI


75. নীচের কোনটি এয়ারােসল এর উদাহরণ ?

( a ) মেঘ 

( b ) কুয়াশা

( c ) দুধ 

( d ) সাবানের ফেনা 

উত্তর - ( b ) কুয়াশা


76. গ্লবার সল্ট- এর সংকেত কী ?

( a ) K2SO4, Al2(SO4)3, 24H2O 

( b ) MgSO4, 7H2O 

( c ) Na2SO4, 10H2O 

( d ) Na2CO3, 1OH2O

উত্তর - ( c ) Na2SO4, 10H2O 


77. কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রকাশ করেন ?

( a ) ডােবেরিনার

( b ) মেন্ডেলিফ

( c ) প্লাঙ্ক

( d ) নিউল্যান্ড 

উত্তর - ( a ) ডােবেরিনার


78. 93 % থেকে 95 % C2H5OH কে কী বলা হয় ?

( a ) ইথানল

( b ) ফর্মালডিহাইড়

( c ) স্পিরিট

( d ) রেকটিফায়েড স্পিরিট

উত্তর - ( d ) রেকটিফায়েড স্পিরিট


79. ফর্মালিনের মধ্যে ফর্মালডিহাইডের পরিমাণ কত ?

( a ) 10 %

( b ) 20 %

( c ) 40 %

( d ) 75 %

উত্তর - ( b ) 20 %


80. পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগের নাম কী ?

( a ) মিথেন

( b ) বেঞ্জিন 

( c ) ইথানল

( d ) ইউরিয়া 

উত্তর - ( d ) ইউরিয়া


81. সাধারণ বৃষ্টির জলের প্রকৃতি কী ?

( a ) আম্লিক

( b ) ক্ষারীয় 

( c ) প্রশমিত 

( d ) কোনটাই নয়

উত্তর - ( a ) আম্লিক


82. প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি ?

( a ) বেটুমিনাস 

( b ) আলকাতরা 

( c ) গ্রাফাইট 

( d ) হীরে 

উত্তর - ( d ) হীরে 


83. বায়ুতে শতকরা হিসাবে সবচেয়ে বেশী পরিমাণ কোন গ্যাস থাকে ?

( a ) অক্সিজেন

( b ) হাইড্রোজেন

( c ) নাইট্রোজেন 

( d ) কার্বনডাই অক্সাইড

উত্তর - ( c ) নাইট্রোজেন 


84. নীচের কোনটি তরল ধাতু ?

( a ) প্যালাডিয়াম

( b ) থােরিয়াম

( c ) রেডিয়াম

( d ) গ্যালিয়াম 

উত্তর - ( a ) প্যালাডিয়াম


85. নিচের কোনটি সবচেয়ে হাল্কা নিষ্ক্রীয় গ্যাস ?

( a ) হিলিয়াম

( b ) নিয়ন

( c ) আর্গন

( d ) রেডন

উত্তর - ( a ) হিলিয়াম


86. পারদের সংকর ধাতুকে কি বলে ?

( a ) আলাম

( b ) মারকিউরিক ক্লোরাইড

( c ) অ্যামাল গাম

( d ) বক্সাইট

উত্তর - ( c ) অ্যামাল গাম


87. কোন রাসায়নিক পদার্থকে দার্শনিক উল কাকে বলে ?

( a ) অ্যালুমিনিয়াম অক্সাইড

( b ) জিঙ্ক অক্সাইড

( c ) সিলভার নাইট্রেট 

( d ) ম্যাগনেশিয়াম ক্লোরাইড 

উত্তর - ( b ) জিঙ্ক অক্সাইড


88. ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে ?

( a ) আয়ােডিন

( b ) সােডিয়াম

( c ) কার্বন

( d ) হাইড্রোজেন

উত্তর - ( a ) আয়ােডিন

89. নিচের কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম ?

( a ) গ্যাস কার্বন

( b ) গ্রাফাইট

( c ) উভয়

( d ) কোনটাই নয়

উত্তর - ( c ) উভয়


90. অধাতুর আপেক্ষিক গুরুত্ব কত হয় ?

( a ) 1

( b ) 1 এর কম 

( c ) 1 এর বেশী 

( d ) কোনটাই নয় 

উত্তর - ( b ) 1 এর কম 


91. বারুদে কোন উপাদানটি থাকে না ?

( a ) পটাসিয়াম সালফেট 

( b ) কাঠ কয়লা

( c ) সালফার

( d ) পটাসিয়াম নাইট্রেট

উত্তর - ( a ) পটাসিয়াম সালফেট 


92. যে সব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে ?

( a ) ধাতব পরিবাহী

( b ) তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ

( c ) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ

( d ) অন্তরক পদার্থ

উত্তর - ( d ) অন্তরক পদার্থ


93. ভােল্টামিটারে কোনটি তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয় ?

( a ) নিকেল 

( b ) গ্যাস কার্বন

( c ) গ্রাফাইট 

( d ) সবগুলাে 

উত্তর - ( d ) সবগুলাে 


94. অ্যালুমিনিয়াম মূলকে কত একক তড়িৎ বর্তমান ?

( a ) 1

( b ) 2

( c ) 3 

( d ) 4

উত্তর - ( c ) 3 


95. নিচের কোন ক্যাটায়নের তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশী ?

( a ) Ag+

( b ) H+

( c ) Zn++

( d ) Al+++

উত্তর - ( a ) Ag+


96. কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ?

( a ) HCI

( b ) NH4OH

( c ) NaOH

( d ) NaCl

উত্তর - ( b ) NH4OH


97. জলের তড়িৎ বিশ্লেষণ করে এই চাপ ও উষ্ণুতায় ক্যাথােডে কি জমা হয় ?

( a ) এক আয়তন হাইড্রোজেন

( b ) এক আয়তন অক্সিজেন

( c ) দুই আয়তন হাইড্রোজেন

( d ) দুই আয়তন অক্সিজেন

উত্তর - ( c ) দুই আয়তন হাইড্রোজেন


98. কোন ধাতুর লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে পটাসিয়াম আর্জেন্টো সায়ানাইড ব্যবহার করা হয় ?

( a ) সিলভার

( b ) সােনা

( c ) নিকেল

( d ) কপার

উত্তর - ( a ) সিলভার


99. তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিডে পাওয়া যায় ?

( a ) টার্টারিক অ্যাসিড

( b ) ম্যালিক অ্যাসিড

( c ) সাইট্রিক অ্যাসিড

( d ) ফরমিক অ্যাসিড

উত্তর - ( a ) টার্টারিক অ্যাসিড


100. নিচের কোনটি দ্বিধাতব লবণ ?

( a ) সােডিয়াম লবণ

( b ) পটাসিয়াম ফেরাসায়ানাইড 

( c ) মাের লবণ

( d ) ক্যালসিয়াম বাইকার্বনেট ?

উত্তর - ( c ) মাের লবণ


101. বিলীয়মান রং এর প্রধান উপাদান কোনটি ?

( a ) NaOH 

( b ) NH4OH

( c ) NaHCO3 

( d ) KOH

উত্তর - ( b ) NH4OH


102. নিচের কোনটি নর্মাল লবণ হলেও জলীয় দ্রবণ ক্ষারীয় হয় ?

( a ) সােডিয়াম বাইকার্বনেট

( b ) ক্রোম অ্যালাম

( c ) সােডিয়াম কার্বনেট

( d ) বেসিক লেড নাইট্রেট

উত্তর - ( c ) সােডিয়াম কার্বনেট


103. নিচের কোন যৌগ থেকে ঘরের উষ্ণতায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করা যায় ?

( a ) পটাসিয়াম ক্লোরেট

( b ) পটাসিয়াম নাইট্রেট

( c ) সােডিয়াম পারক্সাইড

( d ) মারকিউরিক অক্সাইড

উত্তর - ( c ) সােডিয়াম পারক্সাইড


104. নিচের কোন উপাদান দ্বারা অক্সিজেন শােষিত হয় ?

( a ) ক্ষারীয় পাইরােগ্যালেট দ্রবণ

( b ) অ্যাসিডযুক্ত ক্লোমাস ক্লোরাইড 

( c ) উভয়

( d ) কোনটাই নয়

উত্তর - ( c ) উভয়


105. কোন উপাদানের শিক্ষা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় ?

( a ) অক্সি হাইড্রোজেন শিখা

( b ) অক্সি অ্যাসিটিলিন শিখা

( c ) অক্সি ইথিলিন শিখা

( d ) অক্সি নাইট্রোজেন শিখা

উত্তর - ( b ) অক্সি অ্যাসিটিলিন শিখা


106. কোন বিজ্ঞানী হাইড্রোজেন নামকরণ করেন ?

( a ) রবার্ট বয়েল

( b ) ল্যাভয়সিঁয়ে

( c ) পিস্টলী 

( d ) পিস্টলী এবং শীলে

উত্তর - ( c ) পিস্টলী 


107. নিচের কোনটির ঝরণা পরীক্ষা করা হয় ?

( a ) অক্সিজেন

( b ) হাইড্রোজেন 

( c ) অ্যামােনিয়া 

( d ) কার্বনডাই অক্সাইড

উত্তর - ( c ) অ্যামােনিয়া 


108. নিচের কোন জৈবযৌগটি রাবার ও প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহার করা হয় ?

( a ) মিথেন 

( b ) অ্যাসিটিলিন 

( c ) ভিনিগার 

( d ) ন্যাপথলিন

উত্তর - ( c ) ভিনিগার 


109. ডলােমাইট কোন উপাদানের আকরিক ?

( a ) দস্তা 

( b ) ম্যাগনেশিয়াম 

( c ) অ্যালুমিনিয়াম 

( d ) কপার

উত্তর - ( b ) ম্যাগনেশিয়াম 

110. গান মেটালে কোন উপাদানটি থাকে না ? 

( a ) Cu 

( b ) Zn 

( c ) Sn 

( d ) Ni

উত্তর - ( d ) Ni


111. কলঙ্কহীন ইম্পাতে আয়রণের সাথে কোন উপাদান পাওয়া যায় ?

( a ) নিকেল 

( b ) টিন

( c ) জিঙ্ক 

( d ) ক্রোমিয়াম 

উত্তর - ( d ) ক্রোমিয়াম 


112. নিচের কোনটি কার্বনের কেলাসাকার রূপভেদ ? 

( a ) গ্রাফাইট 

( b ) গ্যাসকার্বন 

( c ) চারকোল 

( d ) কোক

উত্তর - ( a ) গ্রাফাইট 


113. কটি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় ?

( a ) 4 টি 

( b ) 5 টি 

( c ) 6 টি

( d ) 7 টি

উত্তর - ( c ) 6 টি


114. নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণিতে অবস্থিত ?

( a ) I

( b ) V 

( c ) VII 

( d ) O

উত্তর - ( d ) O


115. কোনটি মুদ্রাধাতু ?

( a ) সিলভার

( b ) কপার

( c ) গোল্ড

( d ) সব কটি 

উত্তর - ( d ) সব কটি 


116. সাবানে কোন ফ্যাটি অ্যাসিডটি থাকে ?

( a ) পামিটিক অ্যাসিড

( b ) স্টিয়ারিক অ্যাসিড

( c ) ওলিক অ্যাসিড

( d ) সব কটি 

উত্তর - ( d ) সব কটি


117. কাপড় কাচার সােডার সঙ্কেত কি ?

( a ) NaCl

( b ) CA(OH)2

( c ) Na2CO2 

( d ) CuSO4, 5H2O

উত্তর - ( c ) Na2CO2 


118. অম্লরাজে গাঢ় HCl এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের আয়তন তানুযায়ী অনুপাত কত ?

( a ) 3 : 1

( b ) 3 : 2

( c ) 4 : 1

( d ) 4 : 3

উত্তর - ( c ) 4 : 1


119. রেকটিফায়েড স্পিরিটে কত শতাংশ ইথাই অ্যালকোহল থাকে ?

( a ) 95

( b ) 60

( c ) 75

( d ) 100

উত্তর - ( a ) 95


120. কোন উষ্ণতায় গ্লোবার লবণের দ্রাব্যতা সর্বোচ্চ ?

( a ) 25° C 

( b ) 32.4° C 

( c ) 40° C 

( d ) 59° C 

উত্তর - ( b ) 32.4° C 


121. নাইট্রোজেনের চারটি পৃথক অণুকে কোন সঙ্কেত দ্বারা প্রকাশ করা হয় ?

( a ) 2N2

( b ) 4N 

( c ) 4N2

( d ) সবকটি 

উত্তর - ( c ) 4N2


122. He এর যােজ্যতা কত ? 

( a ) 1 

( b ) 2

( c ) 3 

( d ) 0 

উত্তর - ( d ) 0


123. কোন বস্তুর ওপর প্রলেপ দিতে হলে বস্তুটিকে ভােল্টামিটারের কোন তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয় ? 

( a ) ক্যাথােড রূপে 

( b ) অ্যানােড রূপে 

( c ) উভয় 

( d ) কোনটাই নয় 

উত্তর - ( a ) ক্যাথােড রূপে 


124. সাধারণ অপমাত্রায় CO2 উৎপাদনের জন্য কি ব্যবহার করা হয় ? 

( a ) মার্বেল 

( b ) ক্যালসিয়াম কার্বনেট 

( c ) চুনাপাথর 

( d ) সবকটি 

উত্তর - ( d ) সবকটি 


125. নিচের কেন জৈবযৌগ কলাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় ?

( a ) মিথেন

( b ) ইথিলিন 

( c ) ইউরিয়া

( d ) গ্লুকোজ 

উত্তর - ( c ) ইউরিয়া


126. বিজ্ঞানী ফ্যারাডে কোথা থেকে বেঞ্জিন আবিষ্কার করেন ?

( a ) কয়লার অন্তর্ধর্ম পাতন করে

( b ) তিমির তেল থেকে

( c ) অ্যাসিটিলিন থেকে

( d ) পেট্রোলিয়াম থেকে

উত্তর - ( b ) তিমির তেল থেকে


127. পর্যায় সারণীর সূত্র অনুযায়ী কোনটির পুনরাবৃত্তি ঘটে ?

( a ) পারমানবিক গুরুত্ব 

( b ) মৌলগুলির ধর্মের 

( c ) মৌলের যােজ্যতা 

( d ) সবকটি 

উত্তর - ( b ) মৌলগুলির ধর্মের 


128. কোন সময় অ্যারােসল এর পরিমাণ বেশী হয় ? 

( a ) শীতকালে 

( b ) বর্ষাকালে 

( c ) গ্রীষ্মকালে 

( d ) শরৎকালে

উত্তর - ( a ) শীতকালে 


129. প্রতি অণু তেঁতেতে জলের অণুর পরিমাণ কত ? 

( a ) 4 

( b ) 5 

( c ) 6 

( d ) 7

উত্তর - ( b ) 5


130. নিচের কোনটি জলাকর্ষি পদার্থ নয় ?

( a ) চুন 

( b ) অনার্দ্র কপার সালফেট 

( c ) গাঢ় সালফিউরিক অ্যাসিড 

( d ) ম্যাগনেশিয়াম ক্লোরাইড

উত্তর - ( d ) ম্যাগনেশিয়াম ক্লোরাইড


131. সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে কি ঘটে ?

( a ) দ্রবণটি অতিপিক্ত হয়

( b ) দ্রবণটি সম্পৃক্ত থাকে

( c ) দ্রবণটি অসম্পৃক্ত হয়

( d ) কোনােটি নয় 

উত্তর - ( c ) দ্রবণটি অসম্পৃক্ত হয়


132. ধোঁয়া আসলে কী ?

( a ) গ্যাসে কার্বনের দ্রবণ

( b ) গ্যাসে গ্যাসের দ্রবণ 

( c ) কোলয়ডীয় দ্রবণ

( d ) সবকটি 

উত্তর - ( a ) গ্যাসে কার্বনের দ্রবণ


133. আয়ণমুক্ত জলের ক্ষরতার মাত্রা কত ?

( a ) দুই 

( b ) চার 

( c ) শূন্য 

( d ) এক 

উত্তর - ( c ) শূন্য 


134. বায়ুতে নাইট্রোজেন না থাকলে কি ঘটত ?

( a ) দহন ক্রিয়া বন্ধ হয়ে যেত 

( b ) দহন ক্রিয়া তীব্ররত হত 

( c ) দহন ক্রিয়া ধীর গতিতে হত 

( d ) দহন ক্রিয়ার ওপর কোন প্রভাব পড়ত না 

উত্তর - ( b ) দহন ক্রিয়া তীব্ররত হত 


135. নাইট্রোলিম কী ?

( a ) জৈব সার 

( b ) ঝাঁঝালো গন্ধ যুক্ত বাদমী বর্ণের গ্যাস 

( c ) বর্ণহীন, গন্ধহীন গ্যাস 

( d ) অজৈব সার

উত্তর - ( c ) বর্ণহীন, গন্ধহীন গ্যাস 


136. আজ পর্যন্ত কটি ট্রান্সইউরেনিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে ?

( a ) 29 টি

( b ) 25 টি 

( c ) 23 টি

( d ) 17 টি 

উত্তর - ( c ) 23 টি


137. রেয়ার আর্থস নামক মৌলগুলির পারমাণবিক সংখ্যা কত হয় ? 

( a ) 57 থেকে 71 

( b ) 40 থেকে 60 

( c ) 1 থেকে 30

( d ) 27 থেকে 50 

উত্তর - ( a ) 57 থেকে 71


138. কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয় ?

( a ) বেঞ্জিন

( b ) অ্যালকোহল 

( c ) ক্লোরােফর্ম 

( d ) জল 

উত্তর - ( d ) জল 


139. সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে কি বলে ? 

( a ) অলিফিন

( b ) প্যারাফিন 

( c ) পলিথিন

( d ) পলিমার 

উত্তর - ( b ) প্যারাফিন


140. -COOH মূলকটি কি নামে পরিচিত ?

( a ) কিটোন

( b ) অ্যালডিহাইড 

( c ) কার্বক্সিল 

( d ) অ্যামাইন

উত্তর - ( c ) কার্বক্সিল 


141. নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ ?

( a ) ইথেন

( b ) অ্যাসিটিলিন

( c ) ইথিলিন

( d ) সবকটি 

উত্তর - ( a ) ইথেন


142. সম্পৃক্ত হাইড্রোকার্বনে কোন বন্ধনটি দেখা যায় ?

( a ) সমযােজী একবন্ধন

( b ) তড়িৎযােজী একবন্ধন

( c ) সমযােজী দ্বিবন্ধন

( d ) তড়িৎযােজী দ্বিবন্ধন 

উত্তর - ( a ) সমযােজী একবন্ধন


143. ভিনিগার কোন ধরণের জৈব যৌগ ?

( a ) সম্পৃক্ত হাইড্রোকার্বন 

( b ) অসম্পৃক্ত হাইড্রোকার্বন 

( c ) অ্যালিফাটিক যৌগ 

( d ) অ্যারােম্যাটিক যৌগ 

উত্তর - ( c ) অ্যালিফাটিক যৌগ 


144. চারটি ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুটির নাম লেখাে । 

( a ) পিতল 

( b ) জার্মান সিলভার 

( c ) অ্যালয় স্টিল 

( d ) ডুরালুমিন 

উত্তর - ( d ) ডুরালুমিন


145. কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ?

( a ) অ্যালুমিনিয়াম 

( b ) আয়রণ 

( c ) কপার 

( d ) জিঙ্ক 

উত্তর - ( a ) অ্যালুমিনিয়াম 


146. আর্দ্র রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয় ?

( a ) Ca(OCl)Cl

( b ) CuSO4, 5H2O

( c ) গাঢ় H2SO4

( d ) 0.9 % NaCl 

উত্তর - ( c ) গাঢ় H2SO4


147. কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয় ? 

( a ) অ্যামােনিয়াম সালফেট 

( b ) কপার সালফেট 

( c ) ন্যাপথলিন 

( d ) বেঞ্জিন 

উত্তর - ( c ) ন্যাপথলিন 


148. নিচের কোনটি বিষাক্ত ?

( a ) সােডিয়াম ক্লোরাইড

( b ) মিথিলেটেড স্পিরিট 

( c ) রেকটিফায়েড স্পিরিট 

( d ) সােডিয়াম বাইকার্বনেট 

উত্তর - ( b ) মিথিলেটেড স্পিরিট 


149. ভিনিগার আসলে কি ? 

( a ) সাইট্রিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ 

( b ) ম্যালিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ 

( c ) ফরমিক অ্যাসিডের গাঢ় জলীয় দ্রবণ 

( d ) অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ 

উত্তর - ( d ) অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ 


150. ন্যাপথলিন কত কার্বনযুক্ত লঘু জলীয় দ্রবণ ?

( a ) 6

( b ) 8 

( c ) 10

( d ) 12  

উত্তর - ( c ) 10


151. কোনটি স্টোন ক্যানসারের জন্য দায়ী ? 

( a ) ক্যালসিয়াম কার্বনেট 

( b ) অম্লবৃষ্টি 

( c ) বিশ্ব উষ্ণায়ন

( d ) ওজোন গহুর 

উত্তর - ( b ) অম্লবৃষ্টি 


152. স্বর্ণকারদের কাজের ফলে উৎপন্ন প্রধান বায়ুদূষকটির নাম কী ? 

( a ) NO2 

(b) SO2

(c) H2S

( d ) NH3 

উত্তর - ( a ) NO2


153. কোনটি সনাক্ত করতে বলয় পরীক্ষা করা হয় ? 

( a ) H2SO4 

( b ) HCl 

( c ) HNO3

( d ) কোনটি নয় ।

উত্তর - ( c ) HNO3


154. লাফিং গ্যাস কোনটি ? 

( a ) NO 

( b ) NO2

( c ) N2O 

( d ) N2O5

উত্তর - ( c ) HNO3


155. কোনটিকে বরধাতু বলা হয় ? 

( a ) সােনা 

( b ) প্ল্যাটিনাম 

( C ) উভয় 

( d ) কোনটি নয় 

উত্তর - ( C ) উভয় 


156 . অদৃশ্য কালি কাকে বলে ? 

( a ) লঘু সালফিউরিক অ্যাসিড

( b ) গাঢ় নাইট্রিক অ্যাসিড ?

( c ) লঘু হাইডােক্লোরিক অ্যাসিড 

( d ) সাইট্রিক অ্যাসিড 

উত্তর - ( a ) লঘু সালফিউরিক অ্যাসিড


157. সােনার প্রলেপ দিতে কোন তড়িদবিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয় ?

( a ) পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড 

( b ) পটাশিয়াম অরােসায়ানাইড 

( c ) স্ট্যানাস ক্লোরাইড 

( d ) ক্লোমিক অ্যাসিড 

উত্তর - ( b ) পটাশিয়াম অরােসায়ানাইড 


158. কাকে যােজ্যতা কক্ষ বলে ? 

( a ) পরমাণুর সবচেয়ে ভেতরের কক্ষ 

( b ) পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ 

( c ) পরমাণুর সমস্ত কক্ষ 

( d ) পরমাণুর যে কক্ষে সবচেয়ে বেশী ইলেকট্রন থাকে 

উত্তর - ( b ) পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ 


159. ক্লোরােফর্ম এর সঙ্কেত কী ? 

( a ) CHCl3

( b ) CCl4

( c ) CaCl2

( d ) HCI 

উত্তর - ( a ) CHCl3


160 . নীচের কোন মৌলের অণুতে দ্বিবন্ধন দেখা যায় ?

( a ) Cl2

( b ) N2

( c ) H2

( d ) O2

উত্তর - ( d ) O2


161 . সাধারণ হাইড্রোজেনের তুলনায় জায়মান হাইড্রোজেনের কোন ধর্মটি বেশি দেখা যায় ?

( a ) বিজারণ 

( b ) জারণ 

( c ) স্থায়িত্ব 

( d ) কোনটি নয়

উত্তর - ( b ) জারণ 


162 . জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানােড প্লাটিনাম পাত দিয়ে তৈরি হলে ক্যাথােড কোন ধাতু দিয়ে তৈরি হয় ?

( a ) তামা 

( b ) দস্তা

( c ) প্লাটিনাম 

( d ) লােহা 

উত্তর - ( c ) প্লাটিনাম 


162. গাঢ় নাইট্রিক অ্যাসিডে কোন উপাদান মিশিয়ে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয় ?

( a ) প্রােটিন

( b ) স্টার্চ 

( c ) ফ্যাট 

( d ) অ্যামাইনাে অ্যাসিড 

উত্তর - ( b ) স্টার্চ 


163.  সােনার গহনায় খাদ হিসাবে কী মেশানাে থাকে ? 

( a ) রুপা

( b ) পিতল 

( c ) কপার 

( d ) জিঙ্ক 

উত্তর - ( c ) কপার 


164. কোন বায়ুদূষক তাজমহলের উজ্জ্বলতা হ্রাস করতে প্রধান ভূমিকা গ্রহণ করে ?

( a ) CO2

( c ) SO2

( d ) Cl2

উত্তর - ( c ) SO2


165. কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয় ?

( a ) HCL

( b ) H2SO4

( c ) HNO3

( d ) কোনটি নয়

উত্তর - ( c ) HNO3


166. ক্লোরিনের কটি আইসােটোপ পাওয়া যায় ?

( a ) 1

( b ) 2

( c ) 3

( d ) 5

উত্তর - ( b ) 2


167. দ্রাব্যতার একক কোনটি ?

( a ) গ্রাম/সিসি 

( b ) গ্রাম/°C/সিসি 

( c ) গ্রাম/°F/সিসি 

( d ) কোনটাই নয় 

উত্তর - ( d ) কোনটাই নয়  


168. নীচের কোনটি দুষ্ট মৌল ?

( a ) H2

( b ) O2

( c ) Th 

( d ) Hg 

উত্তর - ( a ) H2


169. মেন্ডেলিফের পর্যায় সারণীতে ক’টি পর্যায় রয়েছে ? 

( a ) 5 টি 

( b ) 7 টি

( c ) 9 টি 

( d ) 11 টি

উত্তর - ( b ) 7 টি


170. কোন মৌলের শিল্প প্রস্তুতিতে হেবার পদ্ধতি ব্যবহার করা হয় ?

( a ) O2

( b ) NH3

( c ) H2

( d ) N2

উত্তর - ( d ) N2

171. ভারী জলের সংকেত কোনটি ?

( a ) P2O

( b ) N2O 

( c ) D2O 

( d ) NO

উত্তর - ( c ) D2O 


172. নীচের কোন যৌগের গন্ধ পচা মাছের মত ?

( a ) H2S

( b ) PH3

( c ) Ca(OCL)Cl

( d ) C10H8 

উত্তর - ( b ) PH3


173. ফরমিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় ?

( a ) ড্রসােফিলা মাছি

( b ) কোবড়া সাপ

( c ) ছারপােকা 

( d ) লাল পিঁপড়ে 

উত্তর - ( d ) লাল পিঁপড়ে 


174. ‘ অ্যাটমিক তত্ত্ব ’ এর জনক কাকে বলে ? 

( a ) ডালটন 

( b ) মেন্ডেলিফ 

( c ) বাের

( d ) কেভেন্ডিস 

উত্তর - ( a ) ডালটন 


175. পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা কে ? 

( a ) মেন্ডেলিফ 

( b ) চ্যাডউইক 

( c ) ডালটন 

( d ) নিউটন 

উত্তর - ( b ) চ্যাডউইক 


176. বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত ? 

( a ) ক্যালশিয়াম ক্লোরাইড 

( b ) সিলিকন ডাই অক্সাইড 

( c ) ম্যাগনেশিয়াম ক্লোরাইড 

( d ) অ্যালুমিনিয়াম সিলিকেট 

উত্তর - ( b ) সিলিকন ডাই অক্সাইড 


177. কোন ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয় ? 

( a ) অ্যান্টিভেনম রূপে 

( b ) ফটোগ্রাফিতে 

( c ) পেস্টিসাইড রূপে 

( d ) সার উৎপাদনে 

উত্তর - ( b ) ফটোগ্রাফিতে 


178. কে দুটি উপাদান অলিম্পিকে মশালের জন্য ব্যবহার করা হয় ? 

( a ) হাইড্রোজেন ও অক্সিজেন 

( b ) হাইড্রোজেন ও প্রপিলিন 

( c ) প্রপিলিন ও বুটেন 

( d ) মিথেন ও বুটেন 

উত্তর - ( c ) প্রপিলিন ও বুটেন 


179. নীচের কোন ধাতব পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা যায় ? 

( a ) আয়রণ

( b ) পিতল 

( c ) তামা 

( d ) সীসা

উত্তর - ( d ) সীসা


180. ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?

( a ) জোসেফ টমসন 

( b ) জেমস্ সিম্পসন

( c ) মরিস গােল্ড হেবার 

( d ) পাসকাল 

উত্তর - ( a ) জোসেফ টমসন 


181. টাংস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ? 

( a ) Ta 

( b ) W 

( c ) Tb 

( d ) Y 

উত্তর - ( b ) W 


182. কোন গ্যাসটি ইলেকট্রিক বাম্বের মধ্যে থাকে ? 

( a ) নাইট্রোজেন 

( b ) অক্সিজেন 

( c ) কার্বন-ডাই-অক্সাইড 

( d ) হাইড্রোজেন

উত্তর - ( a ) নাইট্রোজেন 


183. সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় কোনটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে ? 

( a ) ক্লোরাইড

( b ) সােডিয়াম 

( c ) সালফেট 

( d ) ম্যাগনেশিয়াম 

উত্তর - ( a ) ক্লোরাইড


184. সবচেয়ে ভারী অধাতু কোনটি ?

( a ) l2

( b ) O2

( c ) F 

( d ) Br2

উত্তর - ( a ) l2


185. পৃথিবীর বায়ুমন্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসটি সবচেয়ে বেশী পরিমাণে থাকে ?

( a ) নিয়ন 

( b ) হিলিয়াম 

( c ) আর্গন 

( d ) জেনন 

উত্তর - ( c ) আর্গন 


186. ল্যাটিস শক্তি কার দেখা যায় ? 

( a ) পােলার দ্রাবের দ্রবণের 

( b ) পােলার দ্রাবকের 

( c ) পােলার যৌগের 

( d ) সবগুলির 

উত্তর - ( c ) পােলার যৌগের 


187. নীচের কোনটি ক্ষার নয় ? 

( a ) NaOH 

( b ) Ca(OH)2 

( c ) KOH 

( d ) Al(OH)3

উত্তর - ( d ) Al(OH)3


188. কোন নির্দেশক অ্যাসিড দ্রবণে এবং প্রশমন ক্ষণে বর্ণহীন হয় ?

( a ) লিটমাস 

( b ) মিথাইল অরেঞ্জ

( c ) ফেনলথ্যালিন 

( d ) কোনটাই নয় 

উত্তর - ( c ) ফেনলথ্যালিন 


189. কোন মৌল জারিত হলে ওর যােজ্যতার কী পরিবর্তন ঘটে ?

( a ) বাড়ে

( b ) কমে

( c ) একই থাকে 

( d ) কোনটাই নয় 

উত্তর - ( a ) বাড়ে


190. পরীক্ষাগারে অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রে একভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সাথে কত ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরেট মেশানাে হয় ? 

( a ) 2 

( b ) 3

( c ) 4

( d ) 5 

উত্তর - ( c ) 4


191. পর্যায় সারণীর কোন শ্রেণীকে সন্ধিগত মৌলের শ্রেণী বলা হয় ? 

( a ) প্রথম 

( b ) দ্বিতীয়

( c ) পঞ্চম

( d ) অষ্টম 

উত্তর - ( d ) অষ্টম 


192. কোন মৌলের পরমাণু গঠনের কোন বিষয়টি দেখে ঐ মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করা হয় ? 

( a ) বাইরের মুখ্য কক্ষের সংখ্যা 

( b ) বাইরের কক্ষের মােট ইলেকট্রন সংখ্যা 

( c ) বাইরের কক্ষের মােট ইলেক্ট্রন সংখ্যাকে 8 থেকে বিয়ােগ কর 

( d ) কোনটাই নয় 

উত্তর - ( a ) বাইরের মুখ্য কক্ষের সংখ্যা 


193. অ্যাকোয়া ফর্টিস কথার অর্থ কী ? 

( a ) শক্তিশালী দ্রাবক 

( b ) শক্তিশালী দ্রবণ 

( c ) শক্তিশালী দ্রাব

( d ) শক্তিশালী জল 

উত্তর - ( d ) শক্তিশালী জল 


194. শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে কোন জৈবযৌগ ব্যবহার করা হয় ? 

( a ) বেঞ্জিন 

( b ) ইথিলিন 

( c ) ন্যাপথ্যালিন 

( d ) ক্লোরােফর্ম 

উত্তর - ( d ) ক্লোরােফর্ম 


195. স্টেইনলেস স্টিলে কোন কোন ধাতু থাকে ? 

( a ) কপার 

( b ) নিকেল এবং ক্রোমিয়াম 

( c ) ম্যাঙ্গানিজ 

( d ) জিঙ্ক

উত্তর - ( b ) নিকেল এবং ক্রোমিয়াম 


196. CH3CH2COOH এর IUPAC নাম কী ? 

( a ) ইথাইল অক্সিক অ্যাসিড 

( b ) ইথাইল কার্বক্সিলিক অ্যাসিড 

( c ) ইথেন মিথানয়িক অ্যাসিড 

( d ) প্রােপানােয়িক অ্যাসিড 

উত্তর - ( d ) প্রােপানােয়িক অ্যাসিড 


197. অ্যাসিটিলিন অণুতে (C2H2) দুটি কার্বন পরমাণু 

( a ) একটি সিগমা বন্ধনী এবং দুটি পাই বন্ধনী দ্বারা যুক্ত 

( b ) দুটি সিগমা বন্ধনী এবং একটি পাই বন্ধনী দ্বারা যুক্ত 

( c ) তিনটে সিগমা বন্ধনী 

( d ) তিনটে পাই বন্ধনী 

উত্তর - ( b ) দুটি সিগমা বন্ধনী এবং একটি পাই বন্ধনী দ্বারা যুক্ত 


198. যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9, 17, 35, 53, তারা হল— 

( a ) নিষ্ক্রিয় মৌল 

( b ) হ্যালােজেন 

( c ) ক্ষার ধাতু 

( d ) ক্ষারীয় মৃত্তিকা ধাতু 

উত্তর - ( b ) হ্যালােজেন 


199. নীচের কোনটি একই গােত্রভুক্ত নয় ? 

( a ) পেপসিন 

( b ) সেলুলােজ 

( c ) টায়ালিন 

( d ) লাইপেজ 

উত্তর - ( b ) সেলুলােজ 


200. থমাস স্ল্যাগ হল-

( a ) ক্যালশিয়াম সিলিকেট 

( b ) ক্যালসিয়াম ফসফেট 

( c ) বেরিয়াম ফসফেট 

( d ) স্টুনশিয়াম সিলিকেট 

উত্তর - ( b ) ক্যালসিয়াম ফসফেট 


201. মােলারিটি হল-

( a ) লিটার/মােল 

( b ) মােল/লিটার 

( c ) মােল/1000 গ্রাম 

( d ) গ্রাম/লিটার 

উত্তর - ( b ) মােল/লিটার 

সুতরাং, দেরি না করে এখনই রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর Pdf টি নীচে গিয়ে ডাউনলোড করুন

File Details :

File Name- রাসায়নিক বিজ্ঞান  MCQ প্রশ্ন ও উত্তর [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 1 MB

File page- 16

File Location- Google Drive

Download Link: Click Here To Download

বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area