ভারতের প্রথম ব্যক্তিত্ব
ভারতের প্রথম ব্যক্তিত্ব তালিকা |
ভারতের প্রথম ব্যক্তিত্ব
এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির
পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর
করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের
অনেক সুবিধা হবে।
First Personality in India
ভারতের প্রথম ব্যক্তিত্ব তালিকা |
---|
প্রথম ব্যক্তিত্ব | নাম |
---|---|
ভারতের প্রথম প্রধানমন্ত্রী | জওহরলাল নেহেরু (১৯৪৭-১৯৬৪) |
ভারতের প্রথম রাষ্টপ্রতি | ডঃ রাজেন্দ্র প্রসাদ (২৬.১.১৯৪৭-১৩.৫.১৯৬২) |
ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী | সর্দার বল্লভভাই প্যাটেল (১৫.৮.১৯৪৭-১৫.১০.১৯৫০) |
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি | ডঃ সর্বপল্লী রাধাকৃয়ন |
ভারতের প্রথম মহাকাশচারী | রাকেশ শর্মা (১৯৮৪) |
ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক | চক্রবর্তী রাজা গোপালাচারী |
ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপটেন | সি.কে.নাইডু (১৯৩২) |
ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরী করেন | লালা অমরনাথ (১৯৩৩-১৯৩৪) |
ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান | ডঃ সর্বপল্লী রাধাকৃয়ন (১৯৫২-১৯৬২) |
ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক | সুকুমার সেন (১৯৫০-১৯৫৮) |
ভারতের প্রথম চীফ জাস্টিস | হিরালাল জে. কানিয়া (৯৫০-১৯৫১) |
ভারতের প্রথম বিমানবাহিনীর প্রধান | স্যার থমাস আলমহারেস্ট (১৯৪৭-৫১৯০) |
ভারতের প্রথম নৌ সেনা প্রধান | আর. ডি. কাটারী (১৯৫৮-১৯৬২) |
ভারতের প্রথম কমান্ডার ইন চীফ | কে. এম. কারিয়াপ্পা (১৯৪৯-১৯৫৩) |
ভারতের প্রথম ক্রিকেটার যিনি 1 থেকে 10 সব পজিশনে ব্যাট করেছেন | ভিনু মানকড় |
ভারতের প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন | উদয় শংকর |
ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি | ডঃ রাজেন্দ্র প্রসাদ |
ভারতের প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী | এম.জি. রামচন্দ্রন (তামিলনাড়ু ১৯৭৭) |
স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী | আর কে, সম্মাগম চেট্টি (১৯৪৭) |
ভারতের প্রথম আই সি এস অফিসার | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি | সরোজিনী নাইডু (১৯২৫) |
ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী | জি, শংকর কুরুপ (১৯৬৫) |
ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন | ফু দোরজী (১৯৮৪) |
ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছান | জে, কে, বাজাজ |
প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী | মিহির সেন (১৯৬৬) |
প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী ভারতীয় | কে. ডি. যাদব (কুস্তীতে, হেলসিঙ্কিতে, (১৯৫২) |
প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর, বিশ্বব্যাঙ্কের | গৌতম কাজী (১৯৯৫) |
ভারতের প্রথম টেস্টে হ্যাট্রিককারী ক্রিকেটার | চেতন শর্মা (১৯৮৭) |
প্রথম ভারতীয় যিনি ইউ.এন -এ হিন্দিতে ভাষন দেন | অটলবিহারী বাজপেয়ী (১৯৭৭) |
প্রথম ভারতীয় নৌ-চালক (Naval Pilot) | ওয়াই নে সি (১৯৪১) |
প্রথম বৈমানিক | জে.আর.ডি.টাটা (টাটা এয়ারলাইন্স) |
প্রথম নোবেলজয়ী ভারতীয় | রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩) |
প্রথম ভারতীয় অস্কার জয়ী | ভানু আথাইয়া (১৯৮২) |
প্রথম ভারতীয় যিনি নিশান-ই পাকিস্তান পান | মোরারজী দেশাই |
ব্রিটিস পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য | দাদাভাই নৌরজী (১৮৬২) |
প্রথম বিলাত যাত্রী | রাজা রামমোহন রায় |
প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ী | আচার্য বিনোবা ভাবে |
ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী | দাদা সাহেব ফালকের পুত্র ভালচন্দ্রা |
ভারতের প্রথম মহিলা শিশু চলচ্চিত্র শিল্পী | দাদা সাহেব ফালকের কন্যা মন্দাকিনী |
ভারতের ডাকটিকিটে যাতে প্রথম কোন জাতীয় নেতার ছবি ছিল | মহাত্মা গান্ধী |
ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতি | ডঃ সর্বপল্লী রাধাকৃষণ |
ভারতের প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি | উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক | দাদাসাহেব ফালকে |
প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি | রমাপ্রসাদ রায় প্রথম |
ভারতীয় হিসেবে বিদেশে অভিনয়ে খ্যাতিলাভ | শিশির ভাদুড়ী |
প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় | রণজিৎ সিংজী |
প্রথম ভারতীয় গভর্নর | লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ |
প্রথম ভারতীয় বিমানবাহিনীর প্রধান |
এয়ারমার্শাল সুব্রত মুখার্জী |
প্রথম ভারতীয় ব্যারিস্টার | জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর |
আরও দেখুন-
PDF File Details:
File Name- ভারতের প্রথম ব্যক্তিত্ব
File Format- pdf
Quality- High
File Page- 2
File Location- Google Drive
Download Link:
Click Here To
Download