Ads Area


গণিত প্র্যাকটিস সেট || Math Practice Set Pdf in Bengali

গণিত প্র্যাকটিস সেট || Math Practice Set Pdf in Bengali

গণিত প্র্যাকটিস সেট || Math Practice Set Pdf in Bengali



Math Practice Set for competitive exam


1. একটি নৌকা 3 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে । স্থির নৌকাটির বেগ কত ?

(a) 4.5 

(b) 4.3 

(c) 4.8 

(d) 5.4 


2. A ও B একত্রে একটি কাজ 30 দিনে শেষ করতে পারে । তারা একত্রে 10 দিন কাজটি করার পর B চলে যায় এবং বাকী কাজটি A একা 30 দিনে শেষ করে । একা B সমগ্র কাজটি কত দিনে শেষ করবে ?

(a) 95 

(b) 90 

(c) 80 

(d) 85 দিন 


3. A একটি কাজ 12 দিনে করতে পারে । আবার B, A- র থেকে 60 % বেশি দক্ষ । তাহলে, ঐ একই কাজ 73 করতে B=এর কত সময় লাগবে ? 

(a) 7 1/3

(b) 6 2/3

(c) 5 1/4

(d) 7 1/2


4. একটি খেলনার উপর 20 % ছাড় দিতে চাইল দোকানদারকে খেলনাটি 300 টাকার বিক্রয় করতে হবে । যদি সে খেলনাটি 405 টাকায় বিক্রি করে, তবে, তার শতকরা লাভ বা ক্ষতি কত ?

(a) 9 %

(b) 7 % 

(c) 10 % 

(d) 8 % 


5. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 যদি প্রথম সংখ্যা থেকে 2 বিয়ােগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 2 যােগ করা হয়, অনুপাতটি 1 : 2 হয় । তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত হবে ?

(a) 30

(b) 40 

(c) 20 

(d) 50


6. একটি শ্রেণিকক্ষে 30 জন ছেলে আছে এবং তাদের গড় বয়স 17, 18 বছরের একটি ছেলে শ্রেণিকক্ষত্যাগ করল এবং আর একটি ছেলে এসে যােগদান করল । শ্রেণিকক্ষের ছেলেদের বয়সের গড় 16.9 হল । নতুন ছেলেটির বয়স কত ?

(a) 20

(b) 15

(c) 25

(d) 30


7. দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং গ.সা.গু 8 । তাহলে ল.সা.গু কত ?

(a) 160 

(b) 170 

(c) 150

(d) 155 


8. 300 মিটার লম্বা একটি ট্রেন 64 কিমি/ঘন্টা গতিবেগে যায় । একটি টেলিগ্রাফ পােস্টকে কতক্ষণে সে অতিক্রম করবে ?

(a) 22 সেকেন্ড 

(b) 25 সেকেন্ড 

(c) 20 সেকেন্ড 

(d) 18 সেকেন্ড 


9. 240 মিটার লম্বা একটি ট্রেন উল্টো দিক থেকে 3 কিমি/ঘন্টা গতিবেগ আসা একটি ব্যক্তিকে 10sec -এ অতিক্রম করে । ট্রেনের গতিবেগ কত ?

(a) 83 

(b) 83.4 

(c) 82 

(d) 72 


10. 6 জন পুরুষ অথবা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে । তা হলে ৪ জন পুরুষ এবং 16 জন মহিলা দ্বিগুণ কাজ কত দিনে করতে পারেন ?

(a) 15

(b) 14

(c) 13

(d) 12


11. কিছু সংখ্যক টাকার সুদ 1/16 অংশ আসলের এবংসুদের হার বছরের সংখ্যা সমান । তাহলে সুদের হার কত ?

(a) 3 1/2 

(b) 2 1/2

(c) 2 1/3

(d) 2 2/3


12. 5 জন পুরুষ একটি কাজ 6 দিনে করে । যখন 10 জন মহিলা সেই কাজটি 5 দিনে করে । কত দিনে সেই কাজটি 5 জন মহিলা এবং 3 জন পুরুষ করতে পারে ?

(a) 12 

(b) 7 

(c) 5 

(d) 6 


13. সমান সংখ্যকটাকা x এবং y কে 7.5 % বার্ষিকসরল সুদের হারে 4 এবং 5 বছরের জন্য ধার দেওয়া হল । যদি তারা 150 টাকা দেয়, তাহলে কত টাকা ধার দেওয়া হয়েছিল ?

(a) 2500 

(b) 2000 

(c) 3000

(d) 1900 


14. কিছু সংখ্যক টাকা 5 % হার সুদে 3 বছরের সুদেমূল্যে টাকা এবং 4 বছরের সুদেমূল্যে টাকার পার্থক্য 42 টাকা । আসল টাকা কত ছিল ?

(a) 830 

(b) 840 

(c) 850 

(d) 820


15. দশম ইনিংসের পর কোন খেলােয়াড়ের গড় রান 32 । পরবর্তীইনিংসেকত রান করলে তার গড় 6 বৃদ্ধি পাবে ? 

(a) 69 

(b) 78 

(c) 88 

(d) 98 


16. 25 টি বস্তুর ক্রয়মূল্য 20 টি বস্তুর বিক্রয়মূল্যের সমান । তাহলে, লাভ বা ক্ষতি কত ? 

(a) 25 % 

(b) 28 % 

(c) 30 % 

(d) 35 % 


17. যদি, = x = 1/3 y এবং y = 1/2 z, তাহলে, x : y : z = ?

(a) 1 : 3 : 5 

(b) 1 : 3 : 6 

(c) 1 : 3 : 4

(d) 1 : 5 : 2 


18. যদি A : B = 3 : 4, B : C = 5 : 7, C : D = 8 : 9 তাহলে A : D = ?

(a) 12:14 

(b) 14:16 

(c) 10:21 

(d) 10:22 


19. 2 একজন ক্রিটারের 10 ইনিংসের গড় রান 60 | 11 তম ইনিংসে কত রান করলে তার গড় 62 রান হবে ? 

(a) 80 

(b) 82 

(c) 83 

(d) 72 


20. 12 টি বস্তুর বিক্রয়মূল্য 15 টি বস্তুর ক্রয়মূল্যের সমান । লাভের শতকরা হার কত ? 

(a) 27 % 

(b) 30 % 

(c) 20 % 

(d) 25 % 


21. 15 একটি পরিবারের চাল, মাছ এবং তেল - এর খরচ 12 : 17 : 3 । এই তিনটি বস্তুর দাম যথাক্রমে 20 %, ৩০ / এবং 50 % বাড়ল । পরিবারটির সর্বমােট খরচ কত বাড়ল ? 

(a) 27 1/8

(b) 29 1/8

(c) 28 1/8

(d ) 26 1/8


22. একজন ক্রিকেটারের 64 তম ইনিংসের পর গড় রান 62 তম ইনিংসের পর গড় রান 62 । তার সর্বোচ্চ রান সর্বনিম্ন রানের থেকে 180 বেশি । এই দুই ইনিংস বাদ দিলে তার গড় 60 | তার সর্বোচ্চ রান কত ?

(a) 215 

(b) 213 

(c) 216 

(d) 214 


23. একটি পাত্রে 60 লিটার কোন তরল আছে যা 15 টাকা লিটার হিসাবে কেনা হয়েছে । ইহার দাম 12 টাকা করার জন্য এর মধ্যে জল যােগ করা হল । কত পরিমাণ জল যােগ করা হল ?

(a) 15

(b) 17 

(c) 20 

(d) 30 


24. স্থির জলে একটি নৌকার বেগ 2 কিমি/ঘণ্টা । যদি স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 1 কিমি/ঘণ্টা হয়, তবে স্রোতের বেগ কত ? 

(a) 6 

(b) 1 

(c) 8 

(d) 3 


25. নবীন ওসমিরের বর্তমান বয়সেরঅনুপাত 5 : 3 । তাদের বয়সের ব্যবধান 6 বছর হলে, 5 বছর পর সমীরের বয়স কত হবে ?

(a) 16 

(b) 19 

(c) 14 

(d) 11 


26. একটি সমিতিতে যতজন সভ্য ছিল, প্রত্যেকে তত 2 পয়সা চাঁদা দেওয়ায় 141.12 টাকা উঠল । সমিতির সভ্য সংখ্যা কত এবং প্রত্যেকে কত চাঁদা দিল ? 

(a) 81 জন, 1.65 টাকা 

(b) 82 জন, 1.66 টাকা 

(c) 83 জন, 1.67 টাকা 

(d) 84 জন, 1.68 টাকা 


27. দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে সংখ্যা দুটি কী কী ? 

(a) 205 ও 15 

(b) 15 ও 105 

(c) 225 ও 15 

(d) 25 ও 135 


28. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4 : 5 এবং সংখ্যা । দুটির গুণফল 1620 হলে, বৃহত্তম সংখ্যাটি কত ? 

(a) 40 

(b) 45 

(c) 50 

(d) 60 


29. 512 -এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ? 

(a) 511 

(b) 31 

(c) 17 

(d) 28


30. দুটি সংখ্যার যােগফল ও বিয়ােগফল যথাক্রমে 9 5/8 এবং 4 5/8 সংখ্যা দুটির গুণফল কত ?

(a) 18 

(b) 18 3/8

(c) 15 3/8 

(d) 17 




উত্তর 

1. (a). 2. (a) 3. (d). 4. (d). 5. (a). 6. (b). 7. (a). 8. (c). 9. (b). 10. (a). 11. (b). 12. (c). 13. (b). 14. (b). 15. (d). 16. (a). 17. (b). 18. (c). 19. (b) 20. (d). 21. (c). 22. (d). 23. (a). 24. (b). 25. (c). 26. (d). 27. (b). 28. (b). 29. (c). 30. (b). 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area