গণিত প্র্যাকটিস সেট || Math Practice Set Pdf in Bengali
Math Practice Set for competitive exam
1. একটি নৌকা 3 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে । স্থির নৌকাটির বেগ কত ?
(a) 4.5
(b) 4.3
(c) 4.8
(d) 5.4
2. A ও B একত্রে একটি কাজ 30 দিনে শেষ করতে পারে । তারা একত্রে 10 দিন কাজটি করার পর B চলে যায় এবং বাকী কাজটি A একা 30 দিনে শেষ করে । একা B সমগ্র কাজটি কত দিনে শেষ করবে ?
(a) 95
(b) 90
(c) 80
(d) 85 দিন
3. A একটি কাজ 12 দিনে করতে পারে । আবার B, A- র থেকে 60 % বেশি দক্ষ । তাহলে, ঐ একই কাজ 73 করতে B=এর কত সময় লাগবে ?
(a) 7 1/3
(b) 6 2/3
(c) 5 1/4
(d) 7 1/2
4. একটি খেলনার উপর 20 % ছাড় দিতে চাইল দোকানদারকে খেলনাটি 300 টাকার বিক্রয় করতে হবে । যদি সে খেলনাটি 405 টাকায় বিক্রি করে, তবে, তার শতকরা লাভ বা ক্ষতি কত ?
(a) 9 %
(b) 7 %
(c) 10 %
(d) 8 %
5. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 যদি প্রথম সংখ্যা থেকে 2 বিয়ােগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 2 যােগ করা হয়, অনুপাতটি 1 : 2 হয় । তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত হবে ?
(a) 30
(b) 40
(c) 20
(d) 50
6. একটি শ্রেণিকক্ষে 30 জন ছেলে আছে এবং তাদের গড় বয়স 17, 18 বছরের একটি ছেলে শ্রেণিকক্ষত্যাগ করল এবং আর একটি ছেলে এসে যােগদান করল । শ্রেণিকক্ষের ছেলেদের বয়সের গড় 16.9 হল । নতুন ছেলেটির বয়স কত ?
(a) 20
(b) 15
(c) 25
(d) 30
7. দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং গ.সা.গু 8 । তাহলে ল.সা.গু কত ?
(a) 160
(b) 170
(c) 150
(d) 155
8. 300 মিটার লম্বা একটি ট্রেন 64 কিমি/ঘন্টা গতিবেগে যায় । একটি টেলিগ্রাফ পােস্টকে কতক্ষণে সে অতিক্রম করবে ?
(a) 22 সেকেন্ড
(b) 25 সেকেন্ড
(c) 20 সেকেন্ড
(d) 18 সেকেন্ড
9. 240 মিটার লম্বা একটি ট্রেন উল্টো দিক থেকে 3 কিমি/ঘন্টা গতিবেগ আসা একটি ব্যক্তিকে 10sec -এ অতিক্রম করে । ট্রেনের গতিবেগ কত ?
(a) 83
(b) 83.4
(c) 82
(d) 72
10. 6 জন পুরুষ অথবা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করে । তা হলে ৪ জন পুরুষ এবং 16 জন মহিলা দ্বিগুণ কাজ কত দিনে করতে পারেন ?
(a) 15
(b) 14
(c) 13
(d) 12
11. কিছু সংখ্যক টাকার সুদ 1/16 অংশ আসলের এবংসুদের হার বছরের সংখ্যা সমান । তাহলে সুদের হার কত ?
(a) 3 1/2
(b) 2 1/2
(c) 2 1/3
(d) 2 2/3
12. 5 জন পুরুষ একটি কাজ 6 দিনে করে । যখন 10 জন মহিলা সেই কাজটি 5 দিনে করে । কত দিনে সেই কাজটি 5 জন মহিলা এবং 3 জন পুরুষ করতে পারে ?
(a) 12
(b) 7
(c) 5
(d) 6
13. সমান সংখ্যকটাকা x এবং y কে 7.5 % বার্ষিকসরল সুদের হারে 4 এবং 5 বছরের জন্য ধার দেওয়া হল । যদি তারা 150 টাকা দেয়, তাহলে কত টাকা ধার দেওয়া হয়েছিল ?
(a) 2500
(b) 2000
(c) 3000
(d) 1900
14. কিছু সংখ্যক টাকা 5 % হার সুদে 3 বছরের সুদেমূল্যে টাকা এবং 4 বছরের সুদেমূল্যে টাকার পার্থক্য 42 টাকা । আসল টাকা কত ছিল ?
(a) 830
(b) 840
(c) 850
(d) 820
15. দশম ইনিংসের পর কোন খেলােয়াড়ের গড় রান 32 । পরবর্তীইনিংসেকত রান করলে তার গড় 6 বৃদ্ধি পাবে ?
(a) 69
(b) 78
(c) 88
(d) 98
16. 25 টি বস্তুর ক্রয়মূল্য 20 টি বস্তুর বিক্রয়মূল্যের সমান । তাহলে, লাভ বা ক্ষতি কত ?
(a) 25 %
(b) 28 %
(c) 30 %
(d) 35 %
17. যদি, = x = 1/3 y এবং y = 1/2 z, তাহলে, x : y : z = ?
(a) 1 : 3 : 5
(b) 1 : 3 : 6
(c) 1 : 3 : 4
(d) 1 : 5 : 2
18. যদি A : B = 3 : 4, B : C = 5 : 7, C : D = 8 : 9 তাহলে A : D = ?
(a) 12:14
(b) 14:16
(c) 10:21
(d) 10:22
19. 2 একজন ক্রিটারের 10 ইনিংসের গড় রান 60 | 11 তম ইনিংসে কত রান করলে তার গড় 62 রান হবে ?
(a) 80
(b) 82
(c) 83
(d) 72
20. 12 টি বস্তুর বিক্রয়মূল্য 15 টি বস্তুর ক্রয়মূল্যের সমান । লাভের শতকরা হার কত ?
(a) 27 %
(b) 30 %
(c) 20 %
(d) 25 %
21. 15 একটি পরিবারের চাল, মাছ এবং তেল - এর খরচ 12 : 17 : 3 । এই তিনটি বস্তুর দাম যথাক্রমে 20 %, ৩০ / এবং 50 % বাড়ল । পরিবারটির সর্বমােট খরচ কত বাড়ল ?
(a) 27 1/8
(b) 29 1/8
(c) 28 1/8
(d ) 26 1/8
22. একজন ক্রিকেটারের 64 তম ইনিংসের পর গড় রান 62 তম ইনিংসের পর গড় রান 62 । তার সর্বোচ্চ রান সর্বনিম্ন রানের থেকে 180 বেশি । এই দুই ইনিংস বাদ দিলে তার গড় 60 | তার সর্বোচ্চ রান কত ?
(a) 215
(b) 213
(c) 216
(d) 214
23. একটি পাত্রে 60 লিটার কোন তরল আছে যা 15 টাকা লিটার হিসাবে কেনা হয়েছে । ইহার দাম 12 টাকা করার জন্য এর মধ্যে জল যােগ করা হল । কত পরিমাণ জল যােগ করা হল ?
(a) 15
(b) 17
(c) 20
(d) 30
24. স্থির জলে একটি নৌকার বেগ 2 কিমি/ঘণ্টা । যদি স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 1 কিমি/ঘণ্টা হয়, তবে স্রোতের বেগ কত ?
(a) 6
(b) 1
(c) 8
(d) 3
25. নবীন ওসমিরের বর্তমান বয়সেরঅনুপাত 5 : 3 । তাদের বয়সের ব্যবধান 6 বছর হলে, 5 বছর পর সমীরের বয়স কত হবে ?
(a) 16
(b) 19
(c) 14
(d) 11
26. একটি সমিতিতে যতজন সভ্য ছিল, প্রত্যেকে তত 2 পয়সা চাঁদা দেওয়ায় 141.12 টাকা উঠল । সমিতির সভ্য সংখ্যা কত এবং প্রত্যেকে কত চাঁদা দিল ?
(a) 81 জন, 1.65 টাকা
(b) 82 জন, 1.66 টাকা
(c) 83 জন, 1.67 টাকা
(d) 84 জন, 1.68 টাকা
27. দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে সংখ্যা দুটি কী কী ?
(a) 205 ও 15
(b) 15 ও 105
(c) 225 ও 15
(d) 25 ও 135
28. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4 : 5 এবং সংখ্যা । দুটির গুণফল 1620 হলে, বৃহত্তম সংখ্যাটি কত ?
(a) 40
(b) 45
(c) 50
(d) 60
29. 512 -এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
(a) 511
(b) 31
(c) 17
(d) 28
30. দুটি সংখ্যার যােগফল ও বিয়ােগফল যথাক্রমে 9 5/8 এবং 4 5/8 সংখ্যা দুটির গুণফল কত ?
(a) 18
(b) 18 3/8
(c) 15 3/8
(d) 17