মহাদেশ ও মহাসাগরের নাম আয়তন || Name Continent And Ocean || মহাদেশ ও মহাসাগরের নাম in English
মহাদেশ ও মহাসাগরের নাম আয়তন || Name Continent And Ocean: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পৃথিবীতে মহাদেশ ও মহাসাগরের নাম আয়তন
মহাদেশ ও মহাসাগর |
---|
মহাদেশের নাম | আয়তন (বর্গ কিমি.) |
---|---|
এশিয়া | ৪,৩৯,৯৮,০০০ |
আফ্রিকা | ২,৯৮,০০,০০০ |
উঃ আমেরিকা | ২,৪৪,০০,০০০ |
দঃ আমেরিকা | ১,৭৮,০০,০০০ |
আন্টার্কটিকা | ১,৪০,০০,০০০ |
ইউরােপ | ৯৬,৯৯,৫৫০ |
ওশিয়ানিয়া | ৮৮,০০,০০০ |
মহাসাগরের নাম | আয়তন (বর্গ কিমি.) |
প্রশান্ত | ১৬,৬২,৪১,০০০ |
আটলান্টিক | ৮,৬৫,৫৭,০০০ |
ভারত | ৭,৩৪,২৭,০০০ |
দক্ষিণ মহাসাগর | ১,৩৪,১০,০০০ |
উত্তর মহাসাগর | ৯৪,৮৫,০০০ |
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।