রিজনিং প্রশ্ন উত্তর pdf || Reasoning Questions Answered pdf
রিজনিং প্রাক্টিস সেট
1. যদি JUNE কে NXPF এই কোডে লেখা হয় । তাহলে STAY কে কী কোডে লেখা হবে ।
(a) WWCZ
(b) WVCZ
(c) WWDB
(d) WVZC
2. যদি APPROACH কে CHOAPRAP এই কোডে লেখা হয় তাহলে RESTRICT কে কী কোডে লেখা হয় ?
(a) CTRISTER
(b) ERTSIRTC
(c) CTRISTRE
(d) TCIRSTRE
3. BARK → 0735, DIRT → 4927, WAGE 4086, এবং RISK → 5718 এই কোডে লেখা হয় তাহলে R এর জন্য কী কোড হবে ?
(a) 2
(b) 7
(c) 5
(d) 0
4. কোনাে একটি কোড় ভাষায় ' pe sa de mi ' বলতে বােঝায় yes well no mean এবং ' pe Imi sa de ' বলতে বােঝায় । sell meal well no , তাহলে ' yes ' শব্দের কোড় কী ?
(a) de
(b) pe
(c) mi
(d) sa
5. যদি mud বলতে water, water বলতে heat, heat বলতে gas, gas বলতে air, air বলতে fire, তাহলে মাছ বা fish কোথায় সাঁতার কাটে ?
(a) water
(b) air
(c) heat
(d) fire
6. TEACHER কে ' 152031858 ' কোড লেখা যায় । তবে COLLEGE কে কী কোডে লেখা হবে ?
(a) 1215312575
(b) 12150312575
(c) 1512312575
(d) None of these
7. যদি OUT কে 152120 হিসেবে লেখা হয় তাহলে IN কে কী কোডে লেখা হবে ?
(a) 1015
(b) 819
(c) 1813
(d) 914
8. যদি BAD শব্দটির কোড 514 হয় GIVE শব্দটির কোড 3068 হয়, FOR শব্দটির কোড 729 হয় । তাহলে VIDEO শব্দটির কোড কী হবে ?
(a) 03482
(b) 30214
(c) 60482
(d) 60487
9. পাখা : গ্রীষ্ম : : কম্বল
(a) গরম
(b) বর্ষা
(c) হেমন্ত
(d) শীত
আরও পড়ুন- সাদৃশ্য GI And Reasoning পিডিএফ
10. Bell : Sound :: Lamp :
(a) flame
(b) light
(c) wick
(d) oil
11. নিচের কোন শব্দটি সমগােত্রীয় নয় ?
(a) ডেনমার্ক
(b) ভিয়েতনাম
(c) নরওয়ে
(d) সুইডেন
12. নিচের কোন শব্দটি সমগােত্রীয় নয় ?
(a) Harmonium
(b) Flute
(c) Piano
(d) Gramophone
13. 2, 8, 18, 32 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ?
(a) 35
(b) 37
(c) 39
(d) 50
14. 840, 120, 20, 4, 1, ?
জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে ?
(a) 1/4
(b) 1/3
(c) 1/5
(d) 2/3
15. জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে ?
13 20 27 ? 41
(a) 37
(b) 33
(c) 34
(d) 28
16. যদি CARROM –কে লেখা হয় DBSSPN, তবে HOUSE –কে কী লেখা হবে ?
(a) FNSRC
(b) INVRF
(c) GNTRD
(d) IPVTF
17. যদি PLAY = 8123 এবং RHYME = 49367, তবে MALE = ?
(a) 6217
(b) 6285
(c) 6198
(d) 6395
18. জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কত নম্বর হবে ?
583 : 293 :: 488 ?
(a) 291
(b) 378
(c) 487
(d) 581
19. C, F, L, U, ?
(a) J
(b) G
(c) H
(d) I
20. যদি দুটি বিমান একই বিমানবন্দর বেলা ১ টায় ত্যাগ করে, তাহলে তারা 3 টেয় পরস্পর থেকে কত দূরে অবস্থান করবে যদি প্রথম টি ঘন্টায় 150 মাইল বেগে ঠিক উত্তরে ও অন্যাটি 200 মাইল বেগে ঠিক পশ্চিমে যায় ?
(a) 50 মাইল
(b) 100 মাইল
(c) 400 মাইল
(d) 500 মাইল