বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর PDF 2024 || Science Questions Answer in Bengali
বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর PDF 2024
1. মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন ?
উত্তর: 120 দিন
2. কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ?
উত্তর: স্ফিগমোম্যানোমিটার
3. ভিটামিন বি টুযেলভ এ কোন ধাতুটি বর্তমান ?
উত্তর: কোবাল্ট
4. গ্যালেনা কার আকরিক ?
উত্তর: Lead
5. রেকটিফাইড স্পিরিট কি ?
উত্তর: 95 শতাংশ ইথাইল অ্যালকোহল ও 5% জল ।
6. কৃত্রিম উপায়ে গ্যাস দ্বারা ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় ?
উত্তর: ইথিলিন
7. হীরকের ও স্বাভাবিক উজ্জ্বলতা কারণ কি ?
উত্তর: অধিক প্রতিসরাঙ্ক
8. আন্ট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী ?
উত্তর: বাদুড়
9. গ্যালভানাইজেশন পদ্ধতি কি ?
উত্তর: লোহার ওপর দস্তার আস্তরণ দেওয়া
10. প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি ?
উত্তর: স্ফুটনাঙ্কের বৃদ্ধি
11. পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কত ?
উত্তর: 24 ঘন্টা
12. দুধ যখন পরিবর্তিত হয় তখন উৎপন্ন টক আস্বাদের কারণ কি ?
উত্তর: ল্যাকটিক অ্যাসিড
13. কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত ?
উত্তর: নাইট্রাস অক্সাইড
14. কোন গ্যাসটি কাঁদানে গ্যাস হিসেবে পরিচিত ?
উত্তর: ক্লোরোপিক্রিন
15. মানব শরীরের কোন অঙ্গে রক্ত পরিশ্রুত হয় ?
উত্তর: বৃক্কে
16. আলোকবর্ষ কিসের একক ?
উত্তর: দূরত্ব
17. একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না এটি কার নীতি ?
উত্তর: পাওলির অপবর্জন নীতি
18. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলো প্রতিসৃত হয় ?
উত্তর: জল থেকে কাঁচে
19. আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর কয়েকটি উদাহরণ দাও ?
উত্তর: হীরা চকচক করে, মরীচিকার সৃষ্টি,
20. তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে ?
উত্তর: হেনরি বেকরেল
21. কোন তাপমাত্রার মান ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে অভিন্ন ?
উত্তর: 40 ডিগ্রি
22. জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর ?
উত্তর: তামা দস্তা ও নিকেল
23. কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি ?
উত্তর: ফেনোল
24. X রশ্মি কি ?
উত্তর: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
25. একটি ফিউজ তার কেমন হওয়া উচিত ?
উত্তর: রোধ বেশি ও গলনাঙ্ক কম
26. কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয় ?
উত্তর: রুপা
27. বায়ুমন্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শুষে নেয় ?
উত্তর: ওজোন
28. একটি p -টাইপ অর্ধপরিবাহী তে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হলো কোনটি ?
উত্তর: ধনাত্মক হোল
29. MRI পুরো কথাটি কি ?
উত্তর: ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং
30. চুনের রাসায়নিক সংকেত কি ?
উত্তর: CaO
31. একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠে ওজন 9.8 নিউটন হলে তার ভর হবে কত ?
উত্তর: 1Kg
32. মিথেনের দহন এ তৈরি হয় কি ?
উত্তর: CO2+H2O
33. সিঙ্কোনা এ যে উপক্ষার পাওয়া যায় তা হল ?
উত্তর: কুইনাইন
34. ভিটামিন K রক্ত তঞ্চন এর জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে ?
উত্তর: প্ৰথ্রমবিন
35. অম্লরাজ হল ?
উত্তর: 1 ভাগ HNO3 ও 3 ভাগ HCL (সোনা HNO3 তে দ্রবীভূত হয়)
36. তাপমাত্রা বাড়ার সাথে সাথে ধাতুর রোধ কি হয় ?
উত্তর: বাড়ে ।
37. বদ্ধ রক্ত সংবহন প্রবাহে কে আবিষ্কার করেন ?
উত্তর: উইলিয়াম হার্ভে
38. খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয় ?
উত্তর: সিকাম এ
39. মানব হৃদপিন্ডের প্রাকৃতিক পেসমেকার টি হল ?
উত্তর: SA NODE.
40. থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হয় কোন রোগ ?
উত্তর: মিক্সিডিমা (বেশি ক্ষরণে গলগন্ড)
41. বীজ হীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হল কোনটি ?
উত্তর: অক্সিন
42. লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি ?
উত্তর: টালিন
43. কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে ?
উত্তর: KCN
44. ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে ?
উত্তর: রোনাল্ড রস
45. ভ্যানিশিং রং তৈরি করা যায় ফিনল্যপথ্যালিন এর সঙ্গে যা মিশিয়ে তা হল ?
উত্তর: অ্যামোনিয়ার লঘু দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
46. অ্যাসিড বৃষ্টির কারণ কি ?
উত্তর: বাতাসে SO2 ও NO2 এর উপস্থিতি
47. অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?
উত্তর: ক্ষণপদ বা সিউডোপোডিয়া
48. ক্ষমতার একক কি ?
উত্তর: ওয়াট
49. কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় ?
উত্তর: Ammeter.
50. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
উত্তর: ভিটামিন A (retinol)
আরও পড়ুন-
কপিরাইট: jibikadisari.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।
It's very helpful 🤠
ReplyDeleteখুব সুন্দর প্রশ্ন ,,
ReplyDeleteYour advice is invaluable.
Delete