Ads Area


পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর জেনারেল || The British Governor General Of India

পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর জেনারেল || The British Governor General Of India


পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর জেনারেল || The British Governor General Of India

এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই তালিকাটি  সুন্দর করে দেওয়া হলো।

যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় যে ভাবে প্রশ্ন এসে থাকে তা হলো-


1. ব্রিটিশ ভারতের প্রথম গভর্ণর জেনারেল কে ছিলেন ?

উত্তর- ওয়ারেন হেস্টিংস |

2. ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর- লর্ড ক্যানিং |

3. স্বাধীন ভারতের একমাত্র গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর- লর্ড মাউন্টব্যাটেন |


পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর জেনারেল

The British Governor General Of India


পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর জেনারেল
গভর্ণর জেনারেল কার্যকাল
ওয়ারেন হেস্টিংস (প্রথম গভর্ণর জেনারেল) (১৭৭৩-৮৫)
লর্ড হেস্টিংস (১৮১৩-২৩)
স্যার জন অ্যাডাস (১৮২৩)
লর্ড আমহার্স্ট (১৮২৩-২৮)
উইলিয়াম বেইলী (১৮২৮)
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮২৮-৩৫)
লর্ড অকল্যান্ড (১৮৩৬-৪২)
লর্ড এলেনবরা (১৮৪২-৪৪)
উইলিয়াম বার্ড (১৮৪৪)
লর্ড হার্ডিং-১ (১৮৪৪-৪৮)
লর্ড ডালহৌসী (১৮৪৮-৫৬)
লর্ড ক্যানিং (শেষ গভর্ণর জেনারেল) (১৮৫৬-৫৮)

আরও পড়ুন-



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area