পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর ভাইসরয় || Viceroy Of The British Governor Of India
পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর ভাইসরয়- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় যে ভাবে প্রশ্ন এসে থাকে তা হলো-
1. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ?
উত্তর- লর্ড লুইস মাউন্ট ব্যাটেন।
2. ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ?
উত্তর- লর্ড ক্যানিং।
পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর ভাইসরয়
Viceroy Of The British Governor Of India
পরাধীন ভারতের ব্রিটিশ গভর্ণর ভাইসরয় |
---|
ভাইসরয় | কার্যকাল |
---|---|
লর্ড ক্যানিং (প্রথম ভাইসরয়) | (১৮৫৮-৬২) |
লর্ড এলগিন (২) | (১৮৯৪-৯৯) |
লর্ড কার্জন | (১৮৯৯-১৯০৫) |
লর্ড মিন্টো-১ | (১৯০৫-১০) |
লর্ড হার্ডিঞ্জ | (১৯১০-১৬) |
লর্ড চেমসফোর্ড | (১৯১৬-২১) |
লর্ড রিডিং | (১৯২১-২৬) |
লর্ড আরউইন | (১৯২৬-৩১) |
লর্ড উইলিংডন | (১৯৩১-৩৬) |
লর্ড লিনলিথগাে | (১৯৩৬-৪৩) |
লর্ড ওয়াভেল | (১৯৪৩-৪৭) |
লর্ড লুইস মাউন্ট ব্যাটেন (শেষ ভাইসরয়) | (১৯৪৭- এর ১৩ মার্চ থেকে ১৫ ই আগষ্ট) |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।