Ads Area


যুবশ্রী ফর্ম ফিলাপ করতে কি কি লাগবে | Yuvashree Prakalpa Online Apply

প্রত্যেক বছরের মতো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্প-এর মাধ্যমে। Yuvashree Prakalpa- "বেকার ভাতা / যুব উৎসাহ ভাতা" যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2021  ।


যুবশ্রী ফর্ম ফিলাপ করতে কি কি লাগবে | Yuvashree Prakalpa Online Apply


Yuvashree Prakalpa Online Apply 2021


WB Employment Bank
প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প
কারা পাবেন বেকার যুবক-যুবতী
মাসিক টাকা 1500 টাকা
বছরে টাকা 18 হাজার
টাকা দেওয়া হয় সরাসরি ব্যাঙ্ক খাতায়
রাজ্য পশ্চিমবঙ্গ
আবেদন শুরু নির্দিষ্ট সময় নেই
আবেদন শেষ নির্দিষ্ট সময় নেই
আবেদন মাধ্যম আনলাইন এবং অফলাইন



যুবশ্রী প্রকল্প কি বা কাকে বলে ?

পশ্চিমবঙ্গের বেকারদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। অর্থাৎ বছরে ১৮ হাজার টাকা।



পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পের যোগ্যতা কি লাগবে:

  1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. প্রতি পরিবারে একজন বেকার সদস্যকে দেয়া হবে।
  3. একজন বেকার যুবক/যুবতী হতে হবে।
  4. Employment Bank-এ নাম নথিভুক্ত করে রাখতে হবে।
  5. ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করতে হবে।
  6. যুবকের বয়স হতে হবে  ১৮-৪৫ বছরের মধ্যে। ১ এপ্রিল ২০২১ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
  7. রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে কোনোরকম ঋণ না নেওয়া যুবক-যুবতী।


যুবশ্রী প্রকল্পের সুবিধা কি রয়েছে:

  • বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন।
  • চাকরিমুখী প্রশিক্ষণ করার সুবিধা।
  • আর্থিক সহায়তা প্রদান করা।



যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্যে কী ?:

যুবশ্রী প্রকল্প ২০২১-র প্রধান উদ্দেশ্য বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে।


যুবশ্রী প্রকল্প কারা আবেদন করবেন?

পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এই যুবশ্রী প্রকল্প। আর্থিক অবস্থা যেসমস্ত বেকার যুবক-যুবতীদের দুর্বল তাঁরা এই Yuvasree Scheme জন্য আবেদন করতে পারবেন।



যুবশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি:

  • প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে একটি পিডিএফ প্রিন্ট করতে হবে।
  • সেটি প্রিন্ট করে সমস্ত ডকুমেণ্ট নিয়ে Employment Exchange-এ ৬০ দিনের মধ্যে যেতে হবে।
  • অফিস থেকে একটি "User id and Password' দেওয়া হবে।
  • সেটি দিয়ে পুনরায় ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে।
  • আবেদন কারার পরে সেটি গ্রাহ্য হলে আপনার আবেদন সফল হবে।

এই প্রকল্পে রেজিস্ট্রেশন করার পদ্ধতি:

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।(@employmentbankwb.gov.in)
  • এরপর "New Enrolment Job Seeker" লেখা স্থানে ক্লিক করুন।
  • সমস্ত শর্তাবলী বলে ভালো করে পড়ুন তারপরে  "Accept & Continue" করুন।
  • এরপর প্রয়োজনীয় নিজের তথ্যগুলো বসিয়ে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন "Submit Button"-এ ক্লিক করে।
  • নাম নথিভুক্ত  ঠিক ভাবে হয়ে গেলে সবশেষে "রেজিস্ট্রেশন নম্বর" পাবেন সেটি লিখে রাখুন।
  • এরপর নিকটবর্তী  "Employment Exchange" অফিসে ৬০ দিনের মধ্যে গিয়ে নিজের নথিগুলো দেখিয়ে প্রোফাইলকে  ভেরিফিকেসন করে ফেলুন।
  • যুবশ্রী-প্রকল্প-আবেদন-পদ্ধতি




কী কী নথিপত্র (Documents) লাগবে?

  • মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট জেরক্স।
  • উচ্চশিক্ষা করা থাকলে সেটির সার্টিফিকেট।
  • আধার কার্ডের জেরক্স।
  • ভোটার কার্ড এবং প্যান কার্ড।
  • নিজের ছবি। 
  • Curriculum vitae (CV/ বায়োডাটা)
  • নিজের ব্যাংক অ্যাকাউন্ট  বইয়ের জেরক্স।(প্রথম পেজের)
  • এই প্রকল্পের  Waiting List:
  • প্রথমেই বলেছি যুবশ্রী প্রকল্পের  তালিকা প্রকাশিত হয় আবেদন করার সময়ের ভিত্তিতে। এছাড়াও আর্থিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিচার করে তালিকা তৈরি হয়।
  • অনেক সময় প্রথম তালিকাতে সকলের নাম থাকে না। তাই পরবর্তী Waiting List-এর জন্য সকলকে অপেক্ষা করতে হয় ।


যুবশ্রীর প্রকল্প  নতুন লিস্ট:

এই প্রকল্পের তালিকা তৈরি হয়ে থাকে  First-Come-First-Basis-এ। অর্থাৎ যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আগে আবেদন করলে তাঁর নাম প্রথম দিকে নতুন লিস্টে এসে থাকে।



যুবশ্রীর প্রকল্পের বাছাই প্রক্রিয়া (Selection Process):

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আর্থিক অবস্থা এবং আবেদন করার সময়ের বিচারে যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার জন্য বাছাই প্রক্রিয়া করা হয়।


যুবশ্রীর প্রকল্পের ভাতা কীভাবে পাবেন ?

পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা বেকার এই কর্মপ্রার্থীরা এই প্রকল্পের টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে প্রতিমাসে।



যুবশ্রী প্রকল্প apply

WB Employment Bank | যুবশ্রী প্রকল্
Official Website ক্লিক করুন
Registration/Apply Link ক্লিক করুন


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area