Bikash Bhavan Scholarship or Swami Vivekananda Merit cum Means Scholarship
বিকাশ ভবন স্কলারশিপ 2022 |
---|
বর্তমান কোর্সের নাম | নূন্যতম নম্বর | স্কলারশিপ এর পরিমান |
উচ্চমাধ্যমিক (XI+XII) | মাধ্যমিকে 75% নাম্বার | প্রতি মাসে 1000 টাকা |
Undergraduate (Engineering /Medical /Honours /GNM /Para-medical) | উচ্চমাধ্যমিকে 75% নাম্বার | প্রতি মাসে 5000 টাকা |
ডিপ্লোমা (পলিটেকনিক) | মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে 75% নাম্বার | প্রতি মাসে 1500 টাকা |
পোস্ট গ্রাডুয়েশন | গ্রাডুয়েশন কোর্সে 53% নাম্বার | প্রতি মাসে 2000 থেকে 5000 টাকা |
আরও পড়ুন- নবান্ন স্কলারশিপ 2022 বিস্তারিত জানুন
বিকাশ ভবন স্কলারশিপ 2022
Bikash Bhavan Scholarship 2022 |
---|
স্কলারশিপের নাম | বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ |
প্রদানকারী দপ্তর | পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন শুরু | October 2021 |
আবেদন শেষ | February 2022 |
অফিসিয়াল ওয়েবসাইট | sumcm.wbhed.gov.in |
Nabanna Scholarship 2022 Application Form
স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
- ছাত্র বা ছাত্রী কে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- পারিবারিক বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকার কম হতে হবে।
- যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক, UG, PG, ডিপ্লোমা কোর্সে এই বছর ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
- নূন্যতম নম্বর থাকলে তবেই আবেদন করা যাবে। নূন্যতম নম্বর নিম্নে দেওয়া হলো।
SVMCM বা Bikash Bhavan Scholarship অনলাইন আবেদন পদ্ধতি ?
- এই স্কলারশিপ পাওয়ার জন্য স্বামী মী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
- প্রথমে ছাত্র বা ছাত্রীকে রেজিস্টার্ড করতে হবে। তারপর প্রথম ধাপে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
- তথ্য সঠিক ভাবে পূরণ করার পর বেশ কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তা নিম্নরূপ।
- শেষ পরীক্ষার মার্কশিট এর উভয় দিক
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড
- ইনকাম সার্টিফিকেট
- ইনকাম সার্টিফিকেট এফিডেভিট
- আধার/রেশন/ভোটার কার্ড
- ব্যাংকের পাশ বই-এর প্রথম পাতা
এবার আবেদন ফাইনালাইজ করার পর, আবেদনকারীকে ওয়েবসাইট থেকে ‘Head of the Institution Verification Certificate‘ ডাউনলোড করতে হবে, যেটিতে আবেদনকারীর নিজস্ব Application ID থাকবে। সেটা Head of the Institution-কে দিয়ে সই করাতে হবে।
দ্বিতীয় ধাপে Application ID ও Password দিয়ে Login করে Head of the Institution Verification Certificate, যথাস্থানে স্বাক্ষর করানোর পর এর স্ক্যান করে আপলোড করতে হবে।
[এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে। তাই অনলাইনে আবেদন করার পর কোন ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না। আবেদনকারী ড্যাশবোর্ডে নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে।]