পরিবেশ বিদ্যা ছোট প্রশ্ন pdf
1. খনি এবং খনিজদ্রব্য আইন হয় - 1947 সালে ।
2. ফ্যাক্টরি আইন এবং কলকারখানা সংক্রান্ত আইন হয় - 1948 সালে ।
3. শিল্প আইন হয় - 1951 সালে ।
4. বায়ু আইন হয় -1981 সালে ।
5. সুইডেনের স্টকহোেম শহরে রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন হয় - 1972 সালের 5 থেকে 16 জুন ।
6. চিপকো আন্দোলন হয় - 1973 সালে এপ্রিল মাসে ।
7. নেদারল্যাণ্ডের আমস্টারডাম পরিবেশ সুরক্ষার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীণ পিস তৈবি হয় - 1971 সালে ।
8. IUCN স্থিতিশীল বা স্থায়ী উন্নয়নের তত্ত্ব বা Sustainable Development প্রকাশ করেন – 1980 সালে ।
9. ইরানে অনুষ্ঠিত রামসর সম্মেলন হয় – 1971 সালে ।
10. মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল ইউনিয়ন কার্বাইড কোম্পানিতে দূর্ঘটনা হয় – 1984 সালে 2-3 ডিসেম্বর ।
11. ইউক্রেনের চেনােবিল শহরে পারমানবিক বিস্ফোরণ হয় - 1986 সালে ১৪ এপ্রিল ।
12. BSI এবং ZSI - Red data Book and Green Data Book প্রকাশ করে ।
13. ভারতীয় গাছের endengered sp সম্পর্কে প্রকাশিত Red Data Book এ প্রথম সংখ্যায় 235 টি এবং দ্বিতীয় সংখ্যায় 200 টি প্রজাতির নাম আছে ।
14. বর্তমানে ভারতে 441 টি অভয়ারণ্য আছে - জলদাপাড়া, কাজিরাঙ্গা, ভরতপুর, দাচিগ্রাম ইত্যাদি ।
15. ভারতে মােট 40 টি জাতীয় পার্ক আছে । কানহা, করবেট উল্লেখযােগ্য জাতীয় পার্ক ।
16. ভারতে 17 টি প্রস্তাবিত বায়ােস্ফিয়ার রিজার্ভার আছে । তার মধ্যে নীলগিরি, নন্দাদেবী, মান্নার প্রণালী, মানস, সিমলীপাল, সুন্দরবন ইত্যাদি ।
17. পৃথিবীর উন্নতা বৃদ্ধির কারণে জলবায়ুর উপর যে প্রভাব পড়েছে তার জন্য সমুদ্র উপকূলে যে ঝঙ্কা দেখা যায় তাকে EL NIN0 বলে ।
18.EL NIN০ সর্বপ্রথম পেরুর উপকূলে ডিসেম্বর মাসে দেখা যায় ।
19. পরিবেশ ও বনমন্ত্রক সৃষ্টি হয় - 1980 সালে ।
20. SSFPS – এর পুরাে নাম সিংগ্রোলী সুপার ফরমাল পাওয়ার স্টেশন ।
21. গ্রীণ বেঞ্চ গঠিত হয় - 1986 সালে ।
22. পরিবেশ ও বনমন্ত্রক গঠিত হয় – 1980 সালে ।
23. MAB গঠিত হয় - 1971 সালে ।
24. আন্তর্জাতিক স্তরে বিলুপ্ত প্রাণী সংরক্ষণের জন্য কাজ করে – CITES |
25. IUCN এর কেন্দ্রীয় কার্যালয় সুইজারল্যাণ্ডের মার্গেস শহরে ।
26. TERT - টাটা এনার্জি রিসার্চ ইনস্টিটিউট ।
27. NWMC – ন্যাশানাল অয়েস্টল্যান্ড ম্যানেজমেন্ট কমিটি ।
28. SPCB – স্টেট পলুউশান'কন্ট্রোল বাের্ড ।
29. NDDB - ন্যাশানাল ডেয়ারী ডেভেলপমেন্ট বাের্ড ।
30. NEERI - ন্যাশানাল এনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সিটিউশান ।
31. BNHS - বম্বে নেচারাল হিস্ট্রি সােসাইটি ।
32. ABE – অ্যাডভাইসারি বাের্ড অন এনার্জি ।
33. WCED – ওয়ার্ল্ড কমিশন অন এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ।
34. UNEP – ইউনাইটেড ন্যাশনস এনভাইরনমেন্টাল প্রােগ্রাম (মুখ্য কার্যালয়-কেনিয়ার নাইরূবি শহরে)
35. UNESCO - ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশান । (মুখ্য কার্যালয় ফ্রান্সের প্যারিস শহরে)
36. ICSU – ইন্টারন্যাশানাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়ন (এর মুখ্য কার্যালয় ফ্রান্সের প্যারিস শহরে)
37. EPA - এনভাইরনমেন্টাল প্রােটেকশান এজেন্সি ।
38. IBWL - ইন্ডিয়ান বাের্ড ওফ ওয়াইল্ড লাইফ ।
39. G-8 – হলাে উত্তরের আটটি উন্নত দেশের জোট ।
40. দি প্রােটেকশান অফ হিউম্যান রাইটস অ্যাক্ট – 1993 সালে ।
41. 10 ডিসেম্বর – মানব অধিকার দিবস ।
42. 1968 সাল – মানব অধিকারের আন্তর্জাতিক বছর ।
43. হিউম্যান রাইটস ইন দ্যা মডার্ন ওয়াক্ত গ্রন্থ রচনা করেন হলাকোম্ব (1948) মস্কো অধিবেশন - 1943 (মানব অধিকার) ।
44. ডামবারটন ওয়ার্কস সম্মেলন – 1994 সালে ।
45. এইডস প্রতিরােধের উপায় নিরাপদ ও সংযত যৌন সংস্পর্শ, রক্ত প্রদান ও গ্রহণ বিষয়ে সতর্কতা, অপারেশন যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা |
46. গ্রীন হাউসের জনা সংঘটিত হয় দুটি রােগ – রিফট ভ্যালি ভিলাব, আফ্রিকান সােয়াইন ফিবাব ।
47. AZI, DDI/A, DDC - জাতীয় ওষুধ AIDS এর প্রশেপ কমিয়ে দেয় ।
48. ইয়েলােস্টোন ন্যাশনাল পার্ক – পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান ।
49. মানুষের হাতে লুপ্ত প্রাণী – চিতা, ডােডাে পাখি, হুইয়া পাখি, মােয়া পাখি ।
50. লুপ্তপ্রায় প্রাণী - কৃষ্ণসার হরিণ, বন্য গাধা, কস্তুরী মৃগ, তুষার চিতা, বাঘ, একশৃঙ্গা গণ্ডার, কুমীর, ময়ূর, বড় বাজ ।
51. পরিবেশের সাথে সামস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী, সামগ্রিক মানব উন্নয়নকে স্থিতিশীল ও সহনশীল বা স্থায়ী উন্নয়ন বলে ।
52. 1972 - চিপকো আন্দোলন ।
53. 1986 - ধাক্কা অ্যাকশন প্ল্যান ।
54. 1974 – সাইলেন্ট ভ্যালি আন্দোলন । (কুন্তি নদীতে জলবিদ্যুৎ উৎপাদন)
55. 1984 এর 2-3 ডিসেম্বর - ভূপাল গ্যাস দূটিনা ।
56. 1986 এর 26 এপ্রিল - চেনোবিল বিপর্যয় ।
57. Ecology শব্দটির উৎপত্তি – Oikos ।
58. Oikos নামক এক শব্দটির অর্থ হল - বসতি ।
59. মনুষ্য প্রজাতির বিজ্ঞানসম্মত নাম – হােমাে স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ।
60. চার্লস ডারউইনের লেখা বই – দ্য অরিজিন অব স্পিসিজ বাই মিস অব ন্যাচারাল সিলেকসান ।
61. ভারউইনের লেখা বই প্রকাশিত হয় - 1959 সালে ।
62. ভারউইন লেন্ তত্ত্বের জন্য বিখ্যাত – প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ।
63. ভূপৃষ্ঠের গড় উষ্মতা – 22° C ।
64. প্রথম মেরুদন্ডী জীবের উদ্ভব হয় – প্যালিওজোয়িক যুগের অর্ডোভিয়াস উপযুগে । (50 কোটি)
65. প্রথম মাছের উদ্ভব হয় - প্যালিওজোরিক যুগের সিলুরিয়ান যুগে । (44 কোটি)
66. প্রথম কালার উদ্ভব হয় - প্যাসিওাজোয়িক যুগের কার্বোনিফেরাস ।
67. প্রথম সরীসৃপ উদ্ভব হয় – প্যালিওজোয়িক যুগের কার্বোনিফেরাস উপযুগে ।
68. ডায়নােসােব বিলুপ্ত হয় – মেসােজোয়িক যুগের জুরাসিক উপযুগে ।
69. আধুনিক মানুষ আবির্ভাব হয় – সিনােজোয়িক যুগের প্লিাস্টোসিন উপযুগে । (প্রায় 20 লক্ষ বছর পূর্বে) ।
70. শেষ হিমযুগ এসেছিল – সিনােজোয়িষ্ণু যুগের প্লিস্টোসিনি উপযুগে ।
71. বাস্তু খান্যস্থানের সংখ্যা সর্বোচ্চ - চার ।
72. বায়ুমণ্ডলে সবচেয়ে বেশী পাওয়া যায় – নাইট্রোজেন ।
73. বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ – 78.08 % ।
74. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ - 20,94 % ।
75. ভূ - পৃষ্ঠের জলভাগের পরিমাণ – 71.04 % ।
76. ভূ - পৃষ্ঠের স্থলভাগের পরিমাণ – 200,94 % ।
77. ইকোলােজি শব্দটি প্রথম প্রবর্তন করেন – আর্নেস্ট হেকেল (1869) ।
78. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তর হল – ট্রপোস্ফিয়ার ।
79. একটি এককোশী সামুদ্রিক শৈবাল – ডায়াট । .
80. পরিবেশ সমস্যা হল – বহুমাত্রিক সমস্যা ।
81. ওজনস্তর অবস্থিত – স্ট্যাটোস্ফিয়ার ।
82. বায়ােস্ফিয়ারের ক্ষুদ্রতম একক – বাস্তুত |
83. ভারতের ' জাতীয় জনসংখ্যা নীতি ' কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমােদিত হয় – 2000 সালে ।
84. ভারতের জনসংখ্যা 100 কোটিতে পৌছায় – 2000 সালে 1 মে ।
85. ‘ ক্লাব অফ রােম ’ গঠিত হয় – 1968 সালে ।
86. প্রকৃতির আঁচল হল – অরণ্য ।
87. পৃথিবীতে প্রাণের সূচনা হয় – 250-300 কোটি বছর আগে ।
88. সামাজিক পরিবেশের উপাদান হল – পরিবার ও সমাজ ।
89. কোন প্রাণীর মাধ্যমে পৃথিবীতে মানুষ আবির্ভূত হয় – হােমিনিডি ।
90. বিষুবরেখা ও নিরক্ষরেখা বরাবর যে গভীর অরণ্য দেখা যায় তা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ট্রপিকাল রেন ফরেস্ট ।
91. সাইলেন্ট ভ্যালি অবস্থিত – কেরল রাজ্যে ।
92. সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রধান কারণ – জলবিদ্যুৎ তৈরীর পরিকল্পনা ।
93. চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন - সুন্দরলাল বহুগুণ ।
94. চিপকো আন্দোলন হয় – 1972 সালে ।
95. চিপকো কথার অর্থ - জড়িয়ে ধরা ।
96. চিপকো আন্দোলন হয় – হিমালয়ের পাদদেশে তেহরী গাড়ােয়াল অঞ্চলে ।
97. দুন উপত্যকা আন্দোলনের কারণ – চুনাপাথর খনির মালিকদের বিবেচনাহীন কার্যক্রম ।
98. দুন উপত্যকা আন্দোলনের নেতৃত্ব দেন – চামুন দেবী ।
99. ভারতের প্রথম পরিবেশ সুস্থ রাখার আন্দোলন হল – বিশনয়ী ।
100. বিশনয়ী আন্দোলন সংগঠিত হয় – 1731 সালে ।
101. বিশনয়ী আন্দোলন সংগঠিত হয় – রাজস্থানে ।
102. বিশনয়ী আন্দোলনের শহীদ হন – 363 জন ।
103. বিশনয়ী আন্দোলনের নেতৃত্ব দেন – অমৃতা বাঈ ।
104. বালকে আন্দোলন হয় – উড়িষ্যা রাজ্যে ।
105. বালকো আন্দোলনের মূল কারণ – গাছ কেটে বক্সাইট খনি নির্মাণ ।
106. তেহরী বাঁধ কোন নদীর ওপর – গঙ্গা ।
107. তেহরী বাঁধ প্রকল্প বাতিলের দাবীতে আমৃত্যু অনশন শুরু করেন – সুন্দরলাল বহুগুণ ।
108. সর্দার সরােবর প্রকল্প নেওয়া হয় – নর্মদা নদীর উপর ।
109. নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে জড়িয়ে আছেন – মেধা পাটকর ।
110. বিশ্ব পরিবেশ ভাবনার প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় – 1972 সালে ।
111. বিশ্ব পরিবেশ ভাবনার প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় – স্টকহােমে ।
112. স্টকহোম সম্মেলনে যােগ দেওয়ার দেশের সংখ্যা – 113 টি ।
113. স্টকহােম মহাসম্মেলন চালে - 12 দিন ধরে ।
114. স্টকহােম মহাসম্মেলনে মােট গৃহীত নীতির সংখ্যা – 26 টি ।
115. স্টকহােম মহাসম্মেলনে গৃহীত 26 টি নীতিকে বলা হয় – Stockholm declaration ।
116. স্টকহােম সম্মেলনে যে সংস্থাটির জন্ম নেয় সেটি হল – UNEP ।
117. UNEP এর পুরাে নাম – United Nations Environment Programme .
118. সাইলেন্ট ভ্যালী আন্দোলন শুরু করেন – কেরালা শাস্ত্রীয় সাহিত্য পর্ষদ ।
119. Ppm কথাটির অর্থ হল – Parts per million.
120. শক্তির প্রবাহ হল – রৈখিক ও একমুখী ।
আরও পড়ুন-