Ads Area


Environmental Studies in Bengali || পরিবেশ বিদ্যা ছোট প্রশ্ন pdf || প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন

Environmental Studies in Bengali || পরিবেশ বিদ্যা ছোট প্রশ্ন pdf || প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন

পরিবেশ বিদ্যা ছোট প্রশ্ন pdf

1. খনি এবং খনিজদ্রব্য আইন হয় - 1947 সালে ।

2. ফ্যাক্টরি আইন এবং কলকারখানা সংক্রান্ত আইন হয় - 1948 সালে ।

3. শিল্প আইন হয় - 1951 সালে ।

4. বায়ু আইন হয় -1981 সালে ।

5. সুইডেনের স্টকহোেম শহরে রাষ্ট্রসংঘের মানব পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন হয় - 1972 সালের 5 থেকে 16 জুন ।

6. চিপকো আন্দোলন হয় - 1973 সালে এপ্রিল মাসে ।

7. নেদারল্যাণ্ডের আমস্টারডাম পরিবেশ সুরক্ষার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীণ পিস তৈবি হয় - 1971 সালে ।

8. IUCN স্থিতিশীল বা স্থায়ী উন্নয়নের তত্ত্ব বা Sustainable Development প্রকাশ করেন – 1980 সালে ।

9. ইরানে অনুষ্ঠিত রামসর সম্মেলন হয় – 1971 সালে ।

10. মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল ইউনিয়ন কার্বাইড কোম্পানিতে দূর্ঘটনা হয় – 1984 সালে 2-3 ডিসেম্বর ।

11. ইউক্রেনের চেনােবিল শহরে পারমানবিক বিস্ফোরণ হয় - 1986 সালে ১৪ এপ্রিল ।

12. BSI এবং ZSI - Red data Book and Green Data Book প্রকাশ করে ।

13. ভারতীয় গাছের endengered sp সম্পর্কে প্রকাশিত Red Data Book এ প্রথম সংখ্যায় 235 টি এবং দ্বিতীয় সংখ্যায় 200 টি প্রজাতির নাম আছে ।

14. বর্তমানে ভারতে 441 টি অভয়ারণ্য আছে - জলদাপাড়া, কাজিরাঙ্গা, ভরতপুর, দাচিগ্রাম ইত্যাদি ।

15. ভারতে মােট 40 টি জাতীয় পার্ক আছে । কানহা, করবেট উল্লেখযােগ্য জাতীয় পার্ক ।

16. ভারতে 17 টি প্রস্তাবিত বায়ােস্ফিয়ার রিজার্ভার আছে । তার মধ্যে নীলগিরি, নন্দাদেবী, মান্নার প্রণালী, মানস, সিমলীপাল, সুন্দরবন ইত্যাদি ।

17. পৃথিবীর উন্নতা বৃদ্ধির কারণে জলবায়ুর উপর যে প্রভাব পড়েছে তার জন্য সমুদ্র উপকূলে যে ঝঙ্কা দেখা যায় তাকে EL NIN0 বলে ।

18.EL NIN০ সর্বপ্রথম পেরুর উপকূলে ডিসেম্বর মাসে দেখা যায় ।

19. পরিবেশ ও বনমন্ত্রক সৃষ্টি হয় - 1980 সালে ।

20. SSFPS – এর পুরাে নাম সিংগ্রোলী সুপার ফরমাল পাওয়ার স্টেশন ।

21. গ্রীণ বেঞ্চ গঠিত হয় - 1986 সালে ।

22. পরিবেশ ও বনমন্ত্রক গঠিত হয় – 1980 সালে ।

23. MAB গঠিত হয় - 1971 সালে ।

24. আন্তর্জাতিক স্তরে বিলুপ্ত প্রাণী সংরক্ষণের জন্য কাজ করে – CITES |

25. IUCN এর কেন্দ্রীয় কার্যালয় সুইজারল্যাণ্ডের মার্গেস শহরে ।

26. TERT - টাটা এনার্জি রিসার্চ ইনস্টিটিউট ।

27. NWMC – ন্যাশানাল অয়েস্টল্যান্ড ম্যানেজমেন্ট কমিটি ।

28. SPCB – স্টেট পলুউশান'কন্ট্রোল বাের্ড ।

29. NDDB - ন্যাশানাল ডেয়ারী ডেভেলপমেন্ট বাের্ড ।

30. NEERI - ন্যাশানাল এনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সিটিউশান ।

31. BNHS - বম্বে নেচারাল হিস্ট্রি সােসাইটি ।

32. ABE – অ্যাডভাইসারি বাের্ড অন এনার্জি ।

33. WCED – ওয়ার্ল্ড কমিশন অন এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ।

34. UNEP – ইউনাইটেড ন্যাশনস এনভাইরনমেন্টাল প্রােগ্রাম (মুখ্য কার্যালয়-কেনিয়ার নাইরূবি শহরে) 

35. UNESCO - ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশান । (মুখ্য কার্যালয় ফ্রান্সের প্যারিস শহরে) 

36. ICSU – ইন্টারন্যাশানাল কাউন্সিল অফ সাইন্টিফিক ইউনিয়ন (এর মুখ্য কার্যালয় ফ্রান্সের প্যারিস শহরে) 

37. EPA - এনভাইরনমেন্টাল প্রােটেকশান এজেন্সি । 

38. IBWL - ইন্ডিয়ান বাের্ড ওফ ওয়াইল্ড লাইফ । 

39. G-8 – হলাে উত্তরের আটটি উন্নত দেশের জোট ।

40. দি প্রােটেকশান অফ হিউম্যান রাইটস অ্যাক্ট – 1993 সালে ।

41. 10 ডিসেম্বর – মানব অধিকার দিবস ।

42. 1968 সাল – মানব অধিকারের আন্তর্জাতিক বছর ।

43. হিউম্যান রাইটস ইন দ্যা মডার্ন ওয়াক্ত গ্রন্থ রচনা করেন হলাকোম্ব (1948) মস্কো অধিবেশন - 1943 (মানব অধিকার) ।

44. ডামবারটন ওয়ার্কস সম্মেলন – 1994 সালে ।

45. এইডস প্রতিরােধের উপায় নিরাপদ ও সংযত যৌন সংস্পর্শ, রক্ত প্রদান ও গ্রহণ বিষয়ে সতর্কতা, অপারেশন যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা |

46. গ্রীন হাউসের জনা সংঘটিত হয় দুটি রােগ – রিফট ভ্যালি ভিলাব, আফ্রিকান সােয়াইন ফিবাব ।

47. AZI, DDI/A, DDC - জাতীয় ওষুধ AIDS এর প্রশেপ কমিয়ে দেয় ।

48. ইয়েলােস্টোন ন্যাশনাল পার্ক – পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান ।

49. মানুষের হাতে লুপ্ত প্রাণী – চিতা, ডােডাে পাখি, হুইয়া পাখি, মােয়া পাখি ।

50. লুপ্তপ্রায় প্রাণী - কৃষ্ণসার হরিণ, বন্য গাধা, কস্তুরী মৃগ, তুষার চিতা, বাঘ, একশৃঙ্গা গণ্ডার, কুমীর, ময়ূর, বড় বাজ ।

51. পরিবেশের সাথে সামস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী, সামগ্রিক মানব উন্নয়নকে স্থিতিশীল ও সহনশীল বা স্থায়ী উন্নয়ন বলে ।

52. 1972 - চিপকো আন্দোলন ।

53. 1986 - ধাক্কা অ্যাকশন প্ল্যান ।

54. 1974 – সাইলেন্ট ভ্যালি আন্দোলন । (কুন্তি নদীতে জলবিদ্যুৎ উৎপাদন)

55. 1984 এর 2-3 ডিসেম্বর - ভূপাল গ্যাস দূটিনা ।

56. 1986 এর 26 এপ্রিল - চেনোবিল বিপর্যয় ।

57. Ecology শব্দটির উৎপত্তি – Oikos ।

58. Oikos নামক এক শব্দটির অর্থ হল - বসতি ।

59. মনুষ্য প্রজাতির বিজ্ঞানসম্মত নাম – হােমাে স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ।

60. চার্লস ডারউইনের লেখা বই – দ্য অরিজিন অব স্পিসিজ বাই মিস অব ন্যাচারাল সিলেকসান ।

61. ভারউইনের লেখা বই প্রকাশিত হয় - 1959 সালে ।

62. ভারউইন লেন্ তত্ত্বের জন্য বিখ্যাত – প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ।

63. ভূপৃষ্ঠের গড় উষ্মতা – 22° C ।

64. প্রথম মেরুদন্ডী জীবের উদ্ভব হয় – প্যালিওজোয়িক যুগের অর্ডোভিয়াস উপযুগে । (50 কোটি)

65. প্রথম মাছের উদ্ভব হয় - প্যালিওজোরিক যুগের সিলুরিয়ান যুগে । (44 কোটি)

66. প্রথম কালার উদ্ভব হয় - প্যাসিওাজোয়িক যুগের কার্বোনিফেরাস ।

67. প্রথম সরীসৃপ উদ্ভব হয় – প্যালিওজোয়িক যুগের কার্বোনিফেরাস উপযুগে ।

68. ডায়নােসােব বিলুপ্ত হয় – মেসােজোয়িক যুগের জুরাসিক উপযুগে ।

69. আধুনিক মানুষ আবির্ভাব হয় – সিনােজোয়িক যুগের প্লিাস্টোসিন উপযুগে । (প্রায় 20 লক্ষ বছর পূর্বে) ।

70. শেষ হিমযুগ এসেছিল – সিনােজোয়িষ্ণু যুগের প্লিস্টোসিনি উপযুগে ।

71. বাস্তু খান্যস্থানের সংখ্যা সর্বোচ্চ - চার । 

72. বায়ুমণ্ডলে সবচেয়ে বেশী পাওয়া যায় – নাইট্রোজেন । 

73. বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ – 78.08 % ।

74. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ - 20,94 % ।

75. ভূ - পৃষ্ঠের জলভাগের পরিমাণ – 71.04 % ।

76. ভূ - পৃষ্ঠের স্থলভাগের পরিমাণ – 200,94 % ।

77. ইকোলােজি শব্দটি প্রথম প্রবর্তন করেন – আর্নেস্ট হেকেল (1869) । 

78. বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তর হল – ট্রপোস্ফিয়ার ।

79. একটি এককোশী সামুদ্রিক শৈবাল – ডায়াট । .

80. পরিবেশ সমস্যা হল – বহুমাত্রিক সমস্যা ।

81. ওজনস্তর অবস্থিত – স্ট্যাটোস্ফিয়ার ।

82. বায়ােস্ফিয়ারের ক্ষুদ্রতম একক – বাস্তুত |

83. ভারতের ' জাতীয় জনসংখ্যা নীতি ' কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমােদিত হয় – 2000 সালে ।

84. ভারতের জনসংখ্যা 100 কোটিতে পৌছায় – 2000 সালে 1 মে ।

85. ‘ ক্লাব অফ রােম ’ গঠিত হয় – 1968 সালে ।

86. প্রকৃতির আঁচল হল – অরণ্য ।

87. পৃথিবীতে প্রাণের সূচনা হয় – 250-300 কোটি বছর আগে ।

88. সামাজিক পরিবেশের উপাদান হল – পরিবার ও সমাজ ।

89. কোন প্রাণীর মাধ্যমে পৃথিবীতে মানুষ আবির্ভূত হয় – হােমিনিডি ।

90. বিষুবরেখা ও নিরক্ষরেখা বরাবর যে গভীর অরণ্য দেখা যায় তা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ট্রপিকাল রেন ফরেস্ট ।

91. সাইলেন্ট ভ্যালি অবস্থিত – কেরল রাজ্যে ।

92. সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রধান কারণ – জলবিদ্যুৎ তৈরীর পরিকল্পনা ।

93. চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন - সুন্দরলাল বহুগুণ ।

94. চিপকো আন্দোলন হয় – 1972 সালে ।

95. চিপকো কথার অর্থ - জড়িয়ে ধরা ।

96. চিপকো আন্দোলন হয় – হিমালয়ের পাদদেশে তেহরী গাড়ােয়াল অঞ্চলে ।

97. দুন উপত্যকা আন্দোলনের কারণ – চুনাপাথর খনির মালিকদের বিবেচনাহীন কার্যক্রম ।

98. দুন উপত্যকা আন্দোলনের নেতৃত্ব দেন – চামুন দেবী ।

99. ভারতের প্রথম পরিবেশ সুস্থ রাখার আন্দোলন হল – বিশনয়ী ।

100. বিশনয়ী আন্দোলন সংগঠিত হয় – 1731 সালে ।

101. বিশনয়ী আন্দোলন সংগঠিত হয় – রাজস্থানে ।

102. বিশনয়ী আন্দোলনের শহীদ হন – 363 জন ।

103. বিশনয়ী আন্দোলনের নেতৃত্ব দেন – অমৃতা বাঈ ।

104. বালকে আন্দোলন হয় – উড়িষ্যা রাজ্যে ।

105. বালকো আন্দোলনের মূল কারণ – গাছ কেটে বক্সাইট খনি নির্মাণ ।

106. তেহরী বাঁধ কোন নদীর ওপর – গঙ্গা ।

107. তেহরী বাঁধ প্রকল্প বাতিলের দাবীতে আমৃত্যু অনশন শুরু করেন – সুন্দরলাল বহুগুণ ।

108. সর্দার সরােবর প্রকল্প নেওয়া হয় – নর্মদা নদীর উপর ।

109. নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে জড়িয়ে আছেন – মেধা পাটকর ।

110. বিশ্ব পরিবেশ ভাবনার প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় – 1972 সালে ।

111. বিশ্ব পরিবেশ ভাবনার প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় – স্টকহােমে ।

112. স্টকহোম সম্মেলনে যােগ দেওয়ার দেশের সংখ্যা – 113 টি ।

113. স্টকহােম মহাসম্মেলন চালে - 12 দিন ধরে ।

114. স্টকহােম মহাসম্মেলনে মােট গৃহীত নীতির সংখ্যা – 26 টি ।

115. স্টকহােম মহাসম্মেলনে গৃহীত 26 টি নীতিকে বলা হয় – Stockholm declaration ।

116. স্টকহােম সম্মেলনে যে সংস্থাটির জন্ম নেয় সেটি হল – UNEP ।

117. UNEP এর পুরাে নাম – United Nations Environment Programme .

118. সাইলেন্ট ভ্যালী আন্দোলন শুরু করেন – কেরালা শাস্ত্রীয় সাহিত্য পর্ষদ ।

119. Ppm কথাটির অর্থ হল – Parts per million.

120. শক্তির প্রবাহ হল – রৈখিক ও একমুখী ।

আরও পড়ুন-


বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge || নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area