MCQ General Knowledge 100 In Bengali pdf Download || জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf
Dear Students,
jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Pdf. নিচে জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন। এই জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf
1. কোন যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মহঃ ঘােরীর কাছে পরাজিত হন ?
a ) তরাইন
b ) পলাশী
c ) পানিপথ
d ) বক্সার
2. হােমরুল আন্দোলন শুরু করেছিলেন কে ?
a ) বি . জি . তিলক
b ) অ্যানি বেসান্ত
c ) মতিলাল নেহেরু
d ) গােপাল কৃষ্ণ গােখলে
3. চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ?
a ) প্রথম চন্দ্রগুপ্ত
b ) প্রথম পুলকেশী
c ) হর্ষবর্ধন
d ) রাজ রাজ
4. মহাবলীপুরম এর রথ মন্দির তৈরি করেন ?
a ) কুষাণ
b ) গুপ্ত
c ) চোল
d ) পল্লব
5. সবচেয়ে বেশী সংখ্যক গুহা মন্দির কোথায় আছে ?
a ) পশ্চিমবঙ্গ
b ) আসাম
c ) মহারাষ্ট্র
d ) উত্তরপ্রদেশ
6. কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশী ?
a ) বিহার
b ) উত্তরপ্রদেশ
c ) পশ্চিমবঙ্গ
d ) মধ্যপ্রদেশ
7. কোন রাজ্যের জনঘনত্ব বেশী ?
a ) বিহার
b ) উত্তরপ্রদেশ
c ) পশ্চিমবঙ্গ
d ) মধ্যপ্রদেশ
8. ইষ্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানী দান করেন ?
a ) জাহাঙ্গীর
b ) বাহাদুর শাহ
c ) দ্বিতীয় শাহ আলম
d ) ফারুক সিওর
9. হরপ্পা লিপিতে কতগুলি চিহ্ন আছে ?
a ) 1028
b ) 400
c ) 855
d ) 620
10. চৈতন্য চরিতামৃত কার লেখা ?
a ) চৈতন্য দেব
b ) সুর দাস
c ) কৃষ্ণদাস কবিরাজ
d ) তুলসী দাস
11. দিল্লীর সুলতানী শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
a ) কুতুবুদ্দিন আইবক
b ) আলাউদ্দিন খিলজী
c ) ইলতুৎমিস
d ) প্রত্যেকে
12. ফা-হিয়েন কার সময়ে ভারতে আসে ?
a ) প্রথম চন্দ্র গুপ্ত
b ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c ) সমুদ্রগুপ্ত
d ) উপগুপ্ত
13. ম্যাগনাকার্টা কি হিসাবে পরিচিত ?
a ) ক্রিপস প্রস্তাব
b ) হান্টার কমিশনের রিপাের্ট
c ) উডের ডেসপ্যাচ
d ) কোনটিই নয়
14. হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
a ) উদয় সিং
b ) রানা প্রতাপ
c ) মান সিং
d ) সংগ্রাম সিংহ
15. মালবিকাগ্নি মিত্রম কার লেখা ?
a ) অশ্বঘােষ
b ) কালিদাস
c ) নাগার্জুন
d ) কোনটিই নয়
16. কাকে বলা হয় লােকহিতবাদী ?
a ) বি জি তিলক
b ) গােপাল হরি দেশমুখ
c ) এস এন ব্যানার্জি
d ) আত্মারাম পান্ডুরঙ্গ
17. হামিদা বানু কে ?
a ) আকবরের বােন
b ) আকবরের বৌ
c ) আকবরের মা
d ) আকবরের কেউ না
18. গুপ্তাব্দ কে প্রচলন করেন ?
a) প্রথম কুমার গুপ্ত
b ) স্কন্দগুপ্ত
c ) প্রথম চন্দ্রগুপ্ত
d ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
19. কাকে বলা হয় মানবজাতীর মড়ক ?
a ) মিহির কুল
b ) চেঙ্গিস খাঁ
c ) তৈমুর লং
d ) মিহির ভােজ
20. বিদারার যুদ্ধ কবে হয় ?
a ) 1748
b ) 1728
c ) 1556
d ) 1759
21. গুরু নানক কার সমসাময়িক ছিলেন ?
a ) বাবর
b ) হুমায়ুন
c ) শেরশাহ
d ) বক্তিয়ার উদ্দিন খলজী
22. জাতক কোন ভাষায় লেখা ?
a ) প্রাকৃত
b ) পালি
c ) সংস্কৃত
d ) বাংলা
23. অ্যামিবার শ্বাস অঙ্গ কি ?
a ) দেহত্বক
b ) ফুলকা
c ) দেহগাত্র
d ) দেহত্বল
24. কোনটি মনােস্যাকারাইড ?
a ) ল্যাকটোস
b ) মলটোস
c ) সুক্রোজ
d ) ফুক্টোজ
25. জন্ডিস এর কারণ ?
a ) RBC
b ) বিলিরুবিন
c ) ইনসুলিন
d ) গ্লাইকোজেন
26. ভিটামিন B Complex শরীরে কোথায় উৎপন্ন হয় ?
a ) মস্তিষ্ক
b ) হৃদপিণ্ড
c ) যকৃৎ
d ) ফুসফুস
27. অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা ?
a ) 8
b ) 10
c ) 12
d ) 20
28. নিম্নলিখিত কোনটি আমাদের শরীরে সৈনিকের কাজ করে ?
a ) লােহিত কণিকা
b ) শিখাকোষ
c ) লিউকোসাইড
d ) স্নায়ুকোষ
29. কালাজ্বরের কারণ ?
a ) প্লাইমােডিয়াম
b ) লিসমনিয়া
c ) ট্রাইপানােসােমা
d ) কোনটিই নয়
30. উদ্ভিদে কোষ প্রাচীর সেলুলােজ নিয়ে গঠিত এটি আসলে _________ ?
a ) লিপিড়
b ) পলিস্যাকারাইড
c ) অ্যামাইনাে অ্যাসিড
d ) প্রােটিন
31. ডায়াবেটিস এর কারণ -
a ) গ্লুকোজ কমে যাওয়া
b ) ইনসুলিন কমে যাওয়া
c ) বেশী পরিমানে লবন খাওয়া
d ) বেশী পরিমানে চিনি খাওয়া
32. কোন হরমােনে আয়ােডিন থাকে ?
a ) থাইরক্সিন
b ) অ্যাড্রিনালিন
c ) ভেসােপ্রেসিন
d ) কোনটিই নয়
33. নিম্ন তাপমাত্রা নিয়ে পড়াশােনাকে বলা হয় -
a ) সাইটোজেনিক্স
b ) ক্রায়ােজেনিক্স
c ) ফেরােজেনিক্স
d ) কোনটিই নয়
34. আমরা সরাসরি শক্তি পাই ______ ?
a ) সমুদ্র থেকে
b ) বায়ুমন্ডল থেকে
c ) মহাকাশ থেকে
d ) সূর্য থেকে
35. রাডার এর কাজ কি ?
a ) সূর্যের মধ্যে দাগ দেখার জন্য
b ) গ্রহের গতি জানার জন্য
c ) একটি বস্তুর অবস্থান জানার জন্য
d ) কোনটিই নয়
36. রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে কি জানা যায় ?
a ) মাটির বয়স
b ) মানুষের বয়স
c ) জীবাশ্মের বয়স
d ) বাড়ির বয়স
37. সবচেয়ে কাছের নক্ষত্র থেকে পৃথিবীতে আলাে আসতে সময় লাগে ?
a ) 42 বছর
b ) 42 সেকেন্ড
c ) 4.2 বছর
d ) 4.2 মিনিট
38. সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশ দেখা যায় ?
a ) ফটোস্ফিয়ার
b ) প্রােমােস্ফিয়ার
c ) করােনা
d ) কোনটিই নয়
39. গ্যানিমিড কার উপগ্রহ ?
a ) শনি
b ) শুক্র
c ) মঙ্গল
d ) বৃহস্পতি
40. হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে ?
a ) আর্কিমিডিস
b ) বারনৌলি
c ) পাস্কেল
d ) কোনটিই নয়
41. জাইগার মূলার কাউন্টার এর সাহায্যে কি মাপা হয় ?
a ) কয়লা
b ) ভুমিজল
c ) তেজস্ক্রিয়তা
d ) মানুষের জ্বর
42. সবচেয়ে ছােট জীবন্ত কোষ কী ?
a ) ভাইরাস
b ) মাইকোপ্লাজমা
c ) ব্যাকটেরিয়া
d ) কোনটিই নয়
43. শরীরের কোন অঙ্গের কার্যকারিতার অভাবে জন্ডিস হয় ?
a ) ফুসফুস
b ) যকৃৎ
c ) বৃক্ক
d ) কোনটিই নয়
44. কেন্দ্রীয় ওষুধ গবেষণাগার কোথায় অবস্থিত ?
a ) ব্যাঙ্গালাের
b ) লখনউ
c ) দিল্লী
d ) মাদ্রাজ
45. মানুষ প্রথম কোন খাদ্যশস্য ব্যবহার শেখে ?
a ) চাল
b ) গম
c ) বার্লি
d ) চিনি
46. সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ ?
a ) এতে CO2 থাকে
b ) কার্বন মনােঅক্সাইড থাকে
c ) তুলাে থাকে
d ) তামাক থাকে
47. কোন রােগটি মাছির দ্বারা সংক্রমিত হয় ?
a ) আমাশয়
b ) কলেরা
c ) আন্ত্রিক জুর
d ) ডেঙ্গুজ্বর
48. লিটমাস পাওয়া যায় কী থেকে ?
a ) শৈবাল থেকে
b ) ব্যাকটেরিয়া থেকে
c ) লিচেন থেকে
d ) কোনটিই নয়
49. পােলিও ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে ?
a ) মশা কামড়ালে
b ) লালাগ্রন্থির দ্বারা
c ) দূষিত খাদ্য ও জল দ্বারা
d ) দূষিত সবজি দ্বারা
50. একটি শিশুর লিঙ্গ নির্ধারণ করে ?
a ) পিতা মাতার RH ফ্যাক্টর
b ) পিতার রক্তের শ্রেণী
c ) পিতার ক্রোমােজোম
d ) মাতার ক্রোমােজোম
51. ঝুম কি ?
a ) নাচ
b ) এক প্রকার চাষ
c ) নদী উপত্যকা
d ) কোনটিই নয়
52. অভিনব ভারত কে গঠন করেন ?
a ) জে. এন চট্টোপাধ্যায়
b ) সি.আর. দাস
c ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d ) দামােদর সরকার
53. কোন ভারতীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন ?
a ) দাদাভাই নউরজি
b ) মহাত্মা গান্ধী
c ) জহরলাল নেহেরু
d ) কোনটিই নয়
54. হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
a ) বি.আর. আম্বেদকর
b ) মহঃ আলি জিন্না
c ) গান্ধীজী
d ) কোনটিই নয়
55. সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
a ) গান্ধীজী
b ) সি. এন. আনাদুয়ারী
c ) টি. এম. নায়ার
d ) জ্যোতিবাফুলে
56. অন্ত্যদ্বয় ত্বত্ত্বের প্রবক্তা কে ?
b ) বিনােভা ভাবে
C ) অববিন্দ ঘােষ
d ) জয়প্রকাশ নারায়ণ
57. দেশী সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে বলবৎ হয় ?
a ) 1778
b ) 1900
c ) 1873
d ) 1878
58. বিশ্বের সবচেয়ে বেশী তেল উৎপাদক দেশ কোনটি ?
a ) কুয়েত
b ) সৌদি আরব
c ) ইরাক
d ) ইরান
59. ইগলু কি ?
a ) জেলেদের নৌকা
b ) উষ্ণ জলের মাছ
c ) এস্কিমােদের তৈরি বরফের বাড়ি
d ) কোনটিই নয়
60. সুয়েজ খালের দৈর্ঘ্য কত ?
a ) 175 km
b ) 158 km
c ) 155 km
d ) 180 km
61. সবচেয়ে বড় মহাসাগর কোনটি ?
a ) ভারত মহাসাগর
b ) প্রশান্ত মহাসাগর
c ) আটলান্টিক মহাসাগর
d ) উত্তর মহাসাগর
62. সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোথায় ?
a ) ভারত
b ) ব্রাজিল
c ) বাংলাদেশ
d ) কোনটিই নয়
63. তরাই শব্দের অর্থ কী ?
a ) গভীর
b ) উপত্যকা
c ) চম্বল
d ) সাসেৎে
64. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত ?
a ) এলিফ্যানটা
b ) নিকোবর
c ) রামেশ্বরম
d ) সলসেট
65. নীলগিরি কোন পর্বতমালার অংশ ?
a ) পূর্বঘাট
b ) পশ্চিমঘাট
c ) বিন্ধ্য
d ) তামিলনাড়ু
66. আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
a ) মাহি
b ) সবরমতি
c ) লুনী
d ) নর্মদা
67. ডলােরাইট কোন ধরনের শীলা ?
a ) আগ্নেয়
b ) পাললিক
c ) স্তরীভূত
d ) রূপান্তরিত
68. রােটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত ?
a ) উত্তরাখন্ড
b ) হিমাচল প্রদেশ
c ) কাশ্মীর
d ) সিকিম
69. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান –
a ) সান্দাকফু
b ) ফালুট
c ) কাঞ্চনজঙ্ঘা
d ) কোনটিই নয়
70. শিবসমুদ্রম কোন নদীর তীরে ?
a ) কৃষ্ণা
b ) কাবেরী
c ) নমর্দা
d ) সুবর্ণরেখা
71. কৃষ্ণমৃত্তিকার অপর নাম ?
a ) রেগুন
b ) সিরােজেম
c ) খাদার
d ) ভাঙর ।
72. কোন রাজ্যে বেশী জিপসাম পাওয়া যায় ?
a ) বিহার
b ) ঝাড়খন্ড
c ) কেরালা
d ) রাজস্থান
73. ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ?
a ) তারাপুর
b ) কালপক্কম
c ) কেরালা
d ) কোনটিই নয়
74. দক্ষিণ ভারতের সবচেয়ে বড় কার্পাস বয়ন কেন্দ্র ?
a ) কালপক্কম
b ) কোয়েম্বাটুর
c ) মাদুরাই
d ) মাইসাের
75. মিগ বিমান ইঞ্জিন কোথায় তৈরি হয় ?
a ) নাগপুর
b ) কোচিন
c ) কোরাপুট
d ) মির্জাপুট
76. পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা ?
a ) 3
b ) 5
c ) 7
d ) 9
77. কোন গ্রহের উপগ্রহ নেই ?
a ) বুধ
b ) শুক্র
c ) বৃহস্পতি
d ) শনি
78. গারাে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
a ) নকরেক
b ) গুরুশিখর
c ) সান্দাকফু
d ) মনিপুর
79. হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
a ) কাবেরী
b ) গােদাবরী
c ) পেরিয়ার
d ) তুঙ্গভদ্রা
80. ভারতের কোন উপকূলে বছরে ২ বার বৃষ্টিপাত হয় ?
a ) করমন্ডল
b ) মালাবার
c ) কঙ্কন
d ) গুজরাট
81. কোন রাজ্যকে বলা হয় ভারতের শস্যাগার ?
a ) পাঞ্জাব
b ) উত্তরপ্রদেশ
c ) পশ্চিমবঙ্গ
d ) বিহার
82. গান্ধী সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর ?
a ) নর্মদা
b ) চম্বল
c ) তাপ্তি
d ) শােন
83. ONGC এর সদর দপ্তর কোথায় ?
a ) মুম্বাই
b ) দিল্লী
c ) দেরাদুন
d ) ভদোদ্বরা
84. পশ্চিম জার্মানির সহযােগিতায় কোন লৌহ ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে ?
a ) ভিলাই
b ) দুর্গাপুর
c ) রাউরকেল্লা
d ) বার্নপুর
85. পােরবন্দর কোন রাজ্যে অবস্থিত ?
a ) গােয়া
b ) মহারাষ্ট্র
c ) কেরালা
d ) গুজরাট
86. ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় অবস্থিত ?
a ) আমেদাবাদ
b ) ঘুসুরি
c ) বােম্বে
d ) শ্রীরামপুর
87. ভারতের কোন জায়গায় হীরা খনি আছে ?
a ) তামিলনাড়ু
b ) কেরালা
c ) পান্না
d ) বিহার
88. পূর্ণা কোন নদীর উপনদী ?
a ) নর্মদা
b ) তাপ্তি
c ) শােন
d ) গােদাবরী
89. দুন শব্দের অর্থ কি ?
a ) হ্রদ
b ) অনুদৈর্ঘ্য উপত্যকা
c ) অনুপ্রস্থ উপত্যকা
d ) সমভূমি
90. নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত হয় ?
a ) মৌসুমি
b ) পরিচালন
c ) ঘুনর্বত
d ) শৈল্যদেশ
91. রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
a ) গুজরাট
b ) হিমাচল প্রদেশ
c ) বিহার
d ) উত্তরপ্রদেশ
92. পাচমারি কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ?
a ) মহাকাল
b) মহাদেব
c ) বিন্ধ্য
d ) আরাবল্লী
93. শ্রীহরিকোটা কোথায় অবস্থিত ?
a ) অন্ধ্রপ্রদেশ
b ) উড়িষ্যা
c ) তামিলনাড়ু
d ) কর্ণাটক
94. কোন ধরনের মাটিতে ভাল তামাক চাষ হয় ?
a ) ল্যাটেরাইট
b ) কৃষ্ণ
c ) লালমাটি
d ) পলিমাটি
95. ডুরান্ড রেখা কোন দুই দেশের মধ্যে অবস্থিত ?
a ) ভারত ও চীন
b ) ভারত ও পাকিস্তান
c ) ভারত ও ভুটান
d ) কোনটিই নয়
96. 10 ড্রিগ্রী চ্যানেল কোন দুটি দ্বীপকে আলাদা করেছে ?
a ) জাভা ও বালি
b ) চীন ও তাইওয়ান
c ) আন্দামান ও নিকোবর
d ) নিকোবর ও সুমাত্রা
97. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
a ) আমুর
b ) সিন্ধু
c ) শাঙ্কো
d ) কোনটিই নয়
98. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
a ) জাপান
b ) নিউগিনি
c ) ইন্দোনেশিয়া
d ) গ্রীনল্যান্ড
99. ভারতের মাথা পিছু আয় সবথেকে কম কোন রাজ্যে ?
a ) রাজস্থান
b ) বিহার
c ) কেরালা
d ) পশ্চিমবঙ্গ
100. ভারতের মাথাপিছু আয় সবথেকে বেশী কোন রাজ্যে ?
a ) বিহার
b ) উত্তরপ্রদেশ
c ) পাঞ্জাব
d ) পশ্চিমবঙ্গ
আরও পড়ুন-
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com