Ads Area


মাধ্যমিক সাজেশন 2022 ভৌত বিজ্ঞান | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022 | Madhyamik Suggestion 2022 Physical Science

মাধ্যমিক সাজেশন 2022 ভৌত বিজ্ঞান | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022 | Madhyamik Suggestion 2022 Physical Science


মাধ্যমিক সাজেশন 2022 ভৌত বিজ্ঞান | দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022 | Madhyamik Suggestion 2022 Physical Science


পরিবেশের জন্য ভাবনা


1. বায়ুমন্ডলে ওজোন গ্যাস-

উত্তর- স্ট্যাটোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে


2. আগুনে বরফ বা ফায়ার আইস হল-

উত্তর- মিথেন হাইড্রেট


3. সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলের যে স্তরে শোষিত হয়,সেটি হল-

উত্তর- ওজোন স্তর


4. বায়োফুয়েলের মূল উপাদান হল-

উত্তর- ইথানল


5. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায়-

উত্তর- 1013 মিলিবার


6. প্রদত্ত কোনটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে-

উত্তর- CO2


7. ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে-

উত্তর- CFC


8. তাপনমূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি-

উত্তর- LPG


9. প্রদত্ত কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়?-

উত্তর- নিউক্লিও শক্তি 


10. অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয়-

উত্তর- সক্রিয় ক্লোরিন পরমাণু 


11. সৌরকোশে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়-

উত্তর- সিলিকন


12. বায়োগ্যাসের মূল উপাদান হল-

উত্তর- CH4


13. বায়োমাস শক্তির উৎস নয় একটি উদাহরণ-

উত্তর- পারমানবিক বিভাজন


14. মিথেন হাইড্রেট পদার্থটি কোন ভৌত অবস্থায় থাকে-

উত্তর- কঠিন


15. কয়লাখনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় ?

উত্তর- মিথেন


আরও পড়ুন- মাধ্যমিক সাজেশন জীব জগতের নিয়ন্ত্রণ ও সারাপ্রদান এখানে ক্লিক করুন


16. গ্রিনহাউস গ্যাস নয় একটি উদাহরণ ?

উত্তর-অক্সিজেন


17. প্রধান গ্রিনহাউস গ্যাস হল- 

উত্তর- CO2


18. গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী-

উত্তর- ইউফ্লায়েড রশ্মি


19. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি- 

উত্তর- CO2


20. গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 এর অবদান-

উত্তর- 50%


21. প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিন দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ঠ অবলোহিত রশ্মি শোষণ করে ?

উত্তর- CH4


22. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে-

উত্তর- অবলোহিত শক্তি


23. প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানী নয়-

উত্তর- গোবর গ্যাস



গ্যাসের আচরণ


1. প্রদত্ত কোনটি চাপের SI একক-

উত্তর- Nm-2 


2. স্থির তাপমাত্তায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্তে ঘনত্ব ও চাপের সম্পর্কটি রে-

উত্তর- P∝d


3. স্থির তাপমাত্তায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে, গ্যাসটির আয়তন-

উত্তর- অর্ধেক হবে


4. চার্লসের সূত্তের v-t লেখচিত্ত তাপমাত্তা (℃এককে ) ছেদ করে-

উত্তর- 273


5. 303k উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত-

উত্তর- 30℃


6. অ্যাভোগাড্রো সূত্তের গাণিতিক রূপ (পদগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত ) হল-

উত্তর- v∝n


7. PV=nRT সমীকরণে কোন রাশিটি স্থির-

উত্তর- R,


8. কোন ক্ষেত্তে আদর্শ গ্যাসের লেখচিত্ত সরল রৈখিক নয়-

উত্তর- V বনাম P


9. কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে- 

উত্তর- নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়


10. একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্তা থেকে আদর্শ গ্যাসের সূত্ত মেনে চলে- 

উত্তর- বয়েল উষ্ণতা


11. STP -তে 2.24L অধিকার করে-

উত্তর- 4.4g〖co〗_2


12. PV=RT সমীকরণে SI পদ্ধতিতে PV-এর একক হল- 

উত্তর- Jmol-1  


13. বয়েলের সূত্তের লেখচিত্তের প্রকৃতি হল-

উত্তর- সমপরাবৃত্ত


15. কোনটি গ্যাস-সংক্রান্ত সূত্ত নয়-

উত্তর- V1/V2=P1/P2


16. ফারেনহাইট  স্কেলে পরম শূন্য উষ্ণতার মান-

উত্তর- 459.4℉ 


17. R (সর্বজনীন গ্যাস ধ্রুবক) -এর CGS মান-

উত্তর- 8.314×〖10〗^7


18. 27°c উষ্ণতার  পরম স্কেলে মান হবে-

উত্তর- 300k  


19. SATP বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণসংখ্যায়-

উত্তর- 298k


20. 11.2 L কোনো আদর্শ গ্যাসের জন্য STP-তে PVএর মান-

উত্তর- 0.5 RT  


21. গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুগুলি-

উত্তর- বিন্দুভর সম্পন্ন


22. গ্যাস অনুর গড়বেগ C এবং পরম উষ্ণতা T হলে-

উত্তর- C ∝√T


23. গ্যাসীয় অনুর গড় গতিগুলি-

উত্তর- পরম উষ্ণতার সমানুপাতিক 


24. এক মোল পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তির মান-

উত্তর- 3/2RT


25. আদর্শ গ্যাসের অনুগুলি গতিহীন হয় যে উষ্ণতার তা হলে-

উত্তর- 0 K


26. একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোলসংখ্যা-

উত্তর- P/RT


27. একটি গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রধান কারন-

উত্তর- অ্যান্তরানবিক আকর্ষণ এবং সসীম আয়তন রাসায়নিক গণনা


28. E=mc^2 সমীকরণ অনুযায়ী E গণনা একক কী-

উত্তর- MeV


29. কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব D হলে নিম্নলিখিত যে সম্পর্কটি ঠিক তা হল-

উত্তর-  C_(2H_2 )


30. কোণো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব  M এবং বাষ্পঘনত্ব D হলে নিম্নলিখিত যে সম্পর্কটি ঠিক তা হল-

উত্তর- M=2D


30. একটি দ্বি-পরমাণুক গ্যাসের বাষ্পঘনত্ব 14 গ্যাসেটির পারমাণবিক গুরুত্ব হবে-

উত্তর- 14


31. একটি গ্যাসর বাষ্পঘনত্ব 32 প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন-

উত্তর- 64


32. মিথেনের আণবিক ওজন 16 প্রদত্ত কোনটি এর বাষ্পঘনত্ব-

উত্তর- 8


33. NTP- তে গ্যাসের প্রমান ঘনত্ব ও বাষ্পঘনত্বের অনুপাত-

উত্তর- 0.089


34. STP-তে 5.6 লিটার 〖co〗_2 গ্যাসের ভর-

উত্তর- 11 g


35. 8 g মিথেনে অনুর সংখ্যা-

উত্তর- 3.011×〖10〗^23


36. STP তে 0.01 মোল 〖co〗_2 -এর আয়তন কত- 

উত্তর- 22.4 L


37. 1 মিলিমোল 〖HN〗_3-তে অনুর সংখ্যা-

উত্তর-  6.022×〖10〗^20


38. সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ হল-

উত্তর- 43.%


(যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area