Aikyashree Scholarship Online Application
Aikyashree Scholarship 2022 (সংখ্যালঘু ছাত্র ছাত্রী দের জন্য)
ঐক্যশ্রী বৃত্তি যোজনা 2022 |
---|
স্কলারশিপের নাম | ঐক্যশ্রী স্কলারশিপ |
প্রদানকারী দপ্তর | পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন শুরু | - |
আবেদন শেষ | - |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbmdfc.org |
নবান্ন স্কলারশিপ 2022 বিস্তারিত জানুন
‘প্রি-ম্যাট্রিক স্কলারশিপ’ ঐক্যশ্রী স্কলারশিপ |
---|
বর্তমান কোর্সের নাম | করা পাবেন এই বৃত্তি | বৃত্তির পরিমান |
প্রথম থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রী শ্রেণীর দের জন্য | যে সমস্ত ছাত্র ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করছেন। পারিবারিক বার্ষিক আয়ের পরিমান সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত | বাৎসরিক ১১০০ টাকা থেকে ১১০০০ হাজার টাকা বৃত্তি প্রকৃত খরচের সাপেক্ষে |
বিকাশ ভবন স্কলারশিপ 2022 বিস্তারিত জানুন
‘পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ’ ঐক্যশ্রী স্কলারশিপ |
---|
বর্তমান কোর্সের নাম | করা পাবেন এই বৃত্তি | বৃত্তির পরিমান |
একাদশ থেকে পিএইচডি কোর্সের জন্য | যে সমস্ত ছাত্র ছাত্রী রা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, এই এই টি, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এম ফিল, বি এড ইত্যাদি কোর্স পড়াশুনা করছে। পারিবারিক বার্ষিক আয়ের পরিমান সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত | বাৎসরিক সর্বাধিক ১৬,৫০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে |
Oasis Scholarship আবেদন পদ্ধতি স্কলারশিপ এর পরিমান
‘মেরিট কাম মিনস স্কলারশিপ’ ঐক্যশ্রী স্কলারশিপ |
---|
বর্তমান কোর্সের নাম | করা পাবেন এই বৃত্তি | বৃত্তির পরিমান |
পেশাদারি ও কারিগরি কোর্স এ পাঠরত ছাত্র ছাত্রী দের জন্য | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্র ছাত্রী কে রাজ্য সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর/ কারিগরি বা পেশাদারি কোর্স এ পড়াশুনা করতে হবে | বাৎসরিক সর্বাধিক 33,000 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে |
এই সংখ্যালঘু Scholarship আর একটি সুযোগ দেওয়া হচ্ছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের পড়ুয়াদের টিউশন ফি পরিশোধ করা হবে। সেই তালিকার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে। www.wbmdfc.org এই ওয়েবসাইটে উক্ত প্রতিষ্ঠানগুলির নাম ঘোষণা করা থাকবে ।
ঐক্যশ্রী বৃত্তি যোজনা -এর জন্য জরুরি নির্দেশিকা
- পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী ছাত্র ছাত্রী- ই যোগ্য বলে বিবেচিত হবে।
- আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে (প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়)
- একজন পড়ুয়া একটি প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পাবেন।
- আবেদন রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে মাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
- তবে প্রি-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে দুটি মোবাইল নম্বর দেওয়া যাবে।
- ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি সহ অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
- আবেদন করার পর আবেদনকারীকে আবেদন পত্রের প্রিন্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
ঐক্যশ্রী বৃত্তি Scholarship অনলাইন আবেদন পদ্ধতি ?
- এই স্কলারশিপ পাওয়ার জন্য ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
- প্রথমে ছাত্র বা ছাত্রীকে রেজিস্টার্ড করতে হবে। তারপর প্রথম ধাপে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
- তথ্য সঠিক ভাবে পূরণ করার পর বেশ কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তা নিম্নরূপ।
- শেষ পরীক্ষার মার্কশিট এর উভয় দিক
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড
- ইনকাম সার্টিফিকেট
- ইনকাম সার্টিফিকেট এফিডেভিট
- আধার/রেশন/ভোটার কার্ড
- ব্যাংকের পাশ বই-এর প্রথম পাতা
এবার আবেদন ফাইনালাইজ করার পর, আবেদনকারীকে ওয়েবসাইট থেকে ‘Head of the Institution Verification Certificate‘ ডাউনলোড করতে হবে, যেটিতে আবেদনকারীর নিজস্ব Application ID থাকবে। সেটা Head of the Institution-কে দিয়ে সই করাতে হবে।
দ্বিতীয় ধাপে Application ID ও Password দিয়ে Login করে Head of the Institution Verification Certificate, যথাস্থানে স্বাক্ষর করানোর পর এর স্ক্যান করে আপলোড করতে হবে।
[এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে। তাই অনলাইনে আবেদন করার ডকুমেন্ট জমা দিতে হবে না। আবেদনকারী ড্যাশবোর্ডে নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে।]