ভারতীয় রেলের সঙ্গে জড়িত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান | Commercial Entities Involved With Indian Railways
ভারতীয় রেলের সঙ্গে জড়িত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।
ভারতীয় রেলের সঙ্গে জড়িত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান |
---|
প্রতিষ্ঠান | দফতর |
---|---|
রেলওয়ে তথ্য প্রণালী কেন্দ্র (CRIS) | নিউ দিল্লি |
ভারতীয় কন্টেনর নিগম লিমিটেড (CONCOR) | নিউ দিল্লি |
IRCON ইনটারন্যাশনাল লিমিটেড (International Railway Construction Company Limited) | নিউ দিল্লি |
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজ্ম কর্পোরেশন লিমিটেড (IRCTC) | নিউ দিল্লি |
ইন্ডিয়ান রেলওয়ে ফাইনান্স কর্পোরেশন লিমিটেড (IRFC) | নিউ দিল্লি |
ইন্ডিয়ান রেলওয়ে ওয়েলফেয়ার অর্গানাইজেশন (IRWO) | নিউ দিল্লি |
কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (KRCL) | নবি মুম্বই |
রেল বিকাশ নিগম লিমিটেড | নিউ দিল্লি |
রেলটেল কর্পোরেশন অব্ ইন্ডিয়া লিমিটেড | গুরগাঁও (বর্তমানে গুরুগ্রাম) |
RITES লিমিটেড (Rail India Technical and Economic Service) | গুরগাঁও (বর্তমানে গুরুগ্রাম) |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।