ভারতীয় রেলের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান | Indian Railways Educational And Research Institute
ভারতীয় রেলের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ভারতীয় রেলের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান |
---|
প্রতিষ্ঠান | অবস্থান |
---|---|
ন্যাশনাল অ্যাকাডেমি অব্ ইন্ডিয়ান রেলওয়েজ | ভাদোদারা |
ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট | লখনউ |
ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ সিগ্নাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন | সেকেন্দ্রাবাদ |
ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং | নাসিক |
ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ মেকানিকাল অ্যান্ড ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং | জামালপুর |
ইন্ডিয়ান রেলওয়েজ ইন্সটিটিউট অব্ সিভিল ইঞ্জিনিয়ারিং | পুনে |
রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন | লখনউ |
ইনস্টিটিউট অব্ রেল ট্রান্সপোর্ট | নিউ দিল্লি (মুখ্য কার্যালয়) |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।