বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রবক্তা তালিকা | List Of Proponents Various Subjects In Science
বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রবক্তা তালিকা: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।
বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের প্রবক্তা তালিকা |
---|
বিষয় | প্রবক্তা |
সমস্ত উদ্ভিদ এবং প্রাণি কোশ দ্বারা গঠিত | ডুট্রোচেট এইচ. জে. (Dutrochet H.J) |
কৃত্রিম শ্রেণি বিন্যাস পদ্ধতি | অ্যারিস্টটল (Aristotle) |
বায়োজেনেসিস | রবার্ট ব্রাউন (Robert Brown) |
বায়োলজিক্যাল স্পিসিস মতবাদ | ডবজেন্সকি এবং মেইর (Dobzansky & Meyer) |
দ্বিপদ নামকরণ পদ্ধতি | লিনেয়াস (Linnaeus) |
কোশ তত্ত্ব | স্লেইডেন এবং সেয়ান (Schleiden & Schwann) |
কেনোসিন্থেটিক | ওপারিন (Oparin) |
লিঙ্গেজের ক্রোমোজোমাল তত্ত্ব | মর্গান এবং কাস্টলি (Morgan & Castle) |
বংশগতি সম্বন্ধীয় ক্রোমোজোমাল তত্ত্ব | সুটন এবং বোরভেরি (Sutton & Borveri) |
রসের উৎস্রোত সম্বন্ধীয় ক্রোমোজোমীয় তত্ত্ব | ডিক্সন এবং জলি (Dixon & Jolly) |
শর্তসাপেক্ষ প্রতিবর্তক্রিয়া | আই. ভি. প্যাভলভ (IV. Pavlov) |
প্রাকৃতিক নির্বাচনবাদ | ডারউইন (Darwin) |
গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক | নওয়াসিন এবং গুইনগার্ড (Nawaschin & Guingard) |
ফ্লুইড মোজেইক মডেল | সিঙ্গার এবং নিকলসন (Singer & Nicholson) |
জিন তত্ত্ব | মর্গান (Morgan) |
জার্ম লেয়ার তত্ত্ব | ভন বেয়ার (Von Baer) |
জার্ম প্লাজম তত্ত্ব | ওয়াইজম্যান (Weissmann) |
রোগ সম্বন্ধীয় জার্ম তত্ত্ব | এল. পাড়ুর (L. Pasteur) |
সেক্স ডিটামিনেস্যান্স সম্বন্ধীয় জেনিক ব্যালেন্স তত্ত্ব | সি. বি. ব্রিজেস (C.B. Bridges) |
হোমিওস্ট্যাসিস | ক্লড বারনার্ড (Claude Bernard) |
শক্তির সংরক্ষণ তত্ত্ব | ভন মেয়র (Von Mayer) |
জীবন থেকে জীবনের সৃষ্টি প্রমাণ করেন | ফ্রান্সিসকো রেডি (Francesco Redi) |
উৎসেচক সম্বন্ধীয় তালাচাবি মডেল | ইমিল ফিশার (Emil Fischer) |
পরিব্যক্তি তত্ত্ব | হুগো দ্য ভ্রিস (Hugo de vries) |
নার্স চালচার পদ্ধতি | মুরি এট অল (Muri et al) |
ওমনিস সেলুলা ই সেলুলা | আর. বীর্চ (R. Virchow) |
একটি সিসট্রোন একটি পলিপেপটাইড তত্ত্ব | সি. ইয়ানফস্কি (C. Yanfosky) |
একটি জিন একটি এনজাইম তত্ত্ব |
বিডেল এবং টাটুম (Beadle & Tatum) |
জৈব অভিব্যক্তি | ডারউইন এবং ওয়ালসি (Darwin & Wallace) |
প্রোটোপ্লাজন তত্ত্ব | হার্টউইং (Hertwing) |
অ্যামিবার গমন সম্বন্ধীয় সল জেল তত্ত্ব | হেম্যান, পেন্টিন এবং মাস্ট (Hyman, Pantin & Mast) |
যোগ্যতমের উদবর্তন | লোয়েব (Loeb) |
অ্যাবায়োজেনেসিস | জে. সি. বোস (J.C. Bose) |
অর্জিতগুণের বংশানুসরণ | স্পেনসার (Spencer) |
কৃত্রিম পার্থেনোজেনেসিস তত্ত্ব | হেলম্যান্ট (Helmant) |
ভাইটাল তত্ত্ব | ল্যামার্ক (Lamark) |
আরও পড়ুন-