ভারতীয় রেল ও বিভিন্ন উল্লেখযোগ্য রেল পরিসেবা | List Of Railway Zones And Headquarters
ভারতীয় রেল ও বিভিন্ন উল্লেখযোগ্য রেল পরিসেবা- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ভারতীয় রেল ও বিভিন্ন উল্লেখযোগ্য রেল পরিসেবা
ভারতীয় রেল ভারত সরকারের রেল মন্ত্রক কর্তৃক পরিচালিত একটি সংস্থা । এটি
পৃথিবীর বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম । দেশে সবচেয়ে বেশি চাকরির
জোগান দেয় ভারতীয় রেল । ভারতে মোট 17 টি রেল অঞ্চল (Railway zone) রয়েছে ।
ভারতে সিকিম রাজ্যে কোনো রেলপথ নেই । 1853 খ্রিস্টাব্দে প্রথম মুম্বই থেকে
থানের মধ্যে রেল চলাচল শুরু হয় । রেলের পুনর্গঠন সম্পর্কিত কমিটি হল বিবেক
দেবরয় কমিটি (2015) । রেলমন্ত্রকের Eastern dedicated freight corridor এবং
Western dedicated freight corridor প্রতিষ্ঠিত হয়েছে 2006 থেকে ।
বিভিন্ন রেলওয়ে জোন ও তার সদর দফতর
বিভিন্ন রেলওয়ে জোন ও তার সদর দফতরের তালিকা |
---|
রেলওয়ে জোন | সদর দফতর | বিভাগ |
---|---|---|
সেন্ট্রাল | মুম্বই | মুম্বই, ভুসাওয়াল, পুনে, শোলাপুর, নাগপুর |
ইস্ট সেন্ট্রাল | হাজিপুর | দানাপুর, ধানবাদ, মুঘলসরাই, সমস্তিপুর, সোনাপুর |
ইস্ট কোস্ট | ভুবনেশ্বর | খুরদা রোড, সম্বলপুর, বিশাখাপত্তনম |
ইস্টার্ন | কলকাতা | হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদহ |
নর্থ সেন্ট্রাল | এলাহবাদ | এলাহবাদ, আগ্রা, ঝাঁসি |
নর্থ ইস্টার্ন | গোরখপুর | ইজ্জতনগর, লখনউ, বারাণসী |
নর্থ ওয়েস্টার্ন | জয়পুর | জয়পুর, আজমির, বিকানির, যোধপুর |
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার | গুয়াহাটি | আলিপুরদুয়ার, কাটিহার, লামডিং, তিনসুকিয়া |
নর্দান | দিল্লি | দিল্লি, আম্বালা, ফিরোজপুর, লখনউ, মোরাদাবাদ |
সাউথ সেন্ট্রাল | সেকেন্দ্রাবাদ | সেকেন্দ্রাবাদ, হায়দরাবাদ, গুন্টাকল, গুন্টুর, নানদেদ, বিজয়ওয়ারা |
সাউথ ইস্ট সেন্ট্রাল | বিলাসপুর | বিলাসপুর, রায়পুর, নাগপুর |
সাউথ ইস্টার্ন | কলকাতা | আদ্রা, চক্রধরপুর, খড়গপুর, রাঁচি |
সাউথ ওয়েস্টার্ন | হুবলি | হুবলি, বেঙ্গালুরু, মহীশূর |
সাউদার্ন | চেন্নাই | চেন্নাই, মাদুরাই, পলাক্কর, সালেম, তিরুচিরাপল্লি, তিরুবনন্তপুরম |
ওয়েস্ট সেন্ট্রাল | জব্বলপুর | জব্বলপুর, ভোপাল, কোটা |
ওয়েস্টার্ন | মুম্বই | মুম্বই, সেন্ট্রাল, ভদোদরা, রাতলাম, আহমেদাবাদ, রাজকোট, ভাবনগর |
কলকাতা মেট্রো | কলকাতা | - |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।