Management of Sports and Games in Schools, Colleges and Universities. (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা বা ব্যবস্থাপনার পদ্ধতি। )
ব্যবস্থাপনা: Management is a process to achieve the goal of the organisation, utilizing the total system or wings of the organisation in a proper manner.
ব্যবস্থাপনা হল এমন এক বিশেষ পদ্ধতি, যা প্রতিষ্ঠানের সকল বিভাগকে সঠিকভাবে কাজে লাগিয়ে সহজে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় ।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষার কর্মসূচীকে কার্যকরী রূপদান করতে হলে সংগঠনের পরিকল্পনার প্রয়োজন । সংগঠনের পরিকল্পনাকে কার্যকরী রূপদান দিতে হলে সঠিক পদ্ধতির প্রয়োজন ৷ কিরূপ কর্মসূচীর পরিকল্পনা করতে হবে, তার একটি তালিকা করা দরকার । স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনার জন্য প্রথমে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা-
বিদ্যালয়স্তরে ক্রীড়ার মান উন্নয়নের জন্য অনুকূল ও উপযুক্ত সংগঠন ও প্রশাসনের প্রয়োজন । এর জন্য দরকার প্রধান শিক্ষক-শিক্ষিকা, যোগ্য শারীরশিক্ষার শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের আগ্রহ, অভিভাবক-অভিভাবিকা, স্থানীয় যুব-ছাত্রসমাজ বা সামাজিক প্রতিষ্ঠানের সাহায্য ।
বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা সংগঠনের ছক
উপাচাৰ্য্য
↓
শারীরশিক্ষা ও খেলাধুলার নির্দেশক
↓
শারীরশিক্ষা ও খেলাধুলার উপনির্দেশক
↓
শারীরশিক্ষা ও খেলাধুলার সহকারী নির্দেশক
↓
খেলাধুলার বিভাগ
ব্যবস্থাপনার মূল নীতি
- এই ব্যবস্থা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের উপর নির্ভরশীল ।
- সংগঠন অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভরশীল ।
- সংগঠন ব্যবস্থা সামাজিক বিষয়ের উপর নির্ভরশীল ।
- সংগঠন ব্যবস্থা রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করে ।
- কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য ও আর্থিক অবস্থা অনুসারে মূলকাজের বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করা ।
- যে সমস্ত ব্যক্তি কাজের সাথে যুক্ত হবেন তাদের তালিকা তৈরি করা ।
- কাজের বিভিন্ন অংশকে বিভিন্ন ব্যক্তির মধ্যে বন্টন করা ।
- বিভিন্ন কর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তোলা ।
ক্রীড়া পরিচালনার মৌলিক নীতি
- আইনের যথাযথ ব্যবহার ।
- সঠিক শারীরিক সক্ষমতা বজায় রাখা ।
- খেলার অগ্রগতি বজায় রেখে যত কম সম্ভব হস্তক্ষেপ করা ।
- খেলা পরিচালনার জন্য নির্দিষ্ট পোশাক পরা ।
- ক্রীড়া মনোবিজ্ঞান সম্বন্ধে ধারণা ।
- ক্রীড়ার সাধারণ নিয়মকানুন সম্পর্কে ধারণা ।
- সহপরিচালকদের সাথে সহযোগিতা ।
- সঠিক সিদ্ধান্তে অবিচল থাকা ।
- নিরপেক্ষ বিচার করার ক্ষমতা । প্রভৃতি ।
ক্রীড়া পরিচালকদের গুণাবলী ও যোগ্যতা
- একজন পরিচালক হিসেবে তাঁর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা ।
- নির্দিষ্ট খেলা সম্বন্ধে বাস্তব জ্ঞান ।
- সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ।
- খেলোয়াড় ও দর্শকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ।
- আত্মবিশ্বাসী, পক্ষপাতহীন, সময়ানুবর্তিতা, সম্যক জ্ঞান, সময়ানুবর্তিতা, নম্র ও ভদ্র, শান্ত ও নিজ সিদ্ধান্তে অটল থাকা উচিত ।
- একই পরিস্থিতিতে সঙ্গতিপূর্ণ আচরণ ৷
- খেলাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে আইনের সঠিক প্রয়োগ ও যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া প্রভৃতি ।
ক্রীড়া পরিচালনার গদ্ধতি (Management of Sports Meet)
- Pre-Meet Work (প্রতিযোগিতার পূর্বের কার্যাবলী) ।
- Meet Work (প্রতিযোগিতা চলাকালীন কার্যাবলী) ।
- Post Meet Work (প্রতিযোগিতা শেষ হওয়ার পরবর্তী কার্যাবলী) ।
- সভাপতি
- সাধারণ সম্পাদক/ সম্পাদিকা
- শিক্ষক/ শিক্ষিকা প্রতিনিধি
- কোষাধ্যক্ষ/ কোষাধ্যক্ষা
সাব কমিটি
ছাত্র | ছাত্রী |
100,200, 400, 800, 1500, 3000 মি. রান, হাইজাম্প, লংজাম্প, ট্রিপলজাম্প, শটপাট, ডিসকাস, জ্যাভলিন নিক্ষেপ, 4×100 মিটার রিলে । | 100, 200, 400, 800 মি. রান, হাইজাম্প, লংজাম্প, ট্রিপলজাম্প, শটপাট, ডিসকাস, জ্যাভলিন নিক্ষেপ, 4×100 মিটার রিলে । |