চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নামের তালিকা | Medical Inventions That Changed The World
চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নামের
তালিকা:
এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায়
WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের
কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের
অনেক সুবিধা হবে ।
চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নামের তালিকা |
---|
আবিষ্কার | আবিষ্কারক |
---|---|
অ্যাড্রিনালিন (১৯০১) | জোকিচি তাকামিলে (জাপান) |
রক্ত সংবহন (১৬২৮) | উইলিয়াম হার্ভে (ব্রিটেন) |
রক্তের গ্রুপ (১৯০১) | কার্ল ল্যাণ্ডস্টেইনার (অস্ট্রিয়া) |
ক্লোরোফর্ম (১৮৪৭) | জেমস সিম্পসন (ব্রিটেন) |
হৃৎপিন্ড প্রতিস্থাপন (১৯৬৭) | ক্রিস্টিয়ান বার্নাড (দক্ষিণ আফ্রিকা) |
প্রথম নলজাতক শিশু(১৯৭৮) | স্টেপটো এবং এডোয়ার্ডস (ব্রিটেন) |
অ্যান্টিবায়োটিক (১৯২৮) | আলকজান্ডার ফ্লেমিং (ব্রিটেন) |
অ্যান্টিসেপটিক (১৮৬৫) | জোসেফলিস্টার (গ্লসগো) |
কোশ | রবার্ট হুক |
লোহিত রক্তকণিকা (১৬৮৪) | অ্যান্টনিলিউয়েন হক (নেদারল্যান্ড) |
ডায়াবেটিস (১৯০১) | ইউজিন ওপিক (মাঃ যুঃ) |
ডিপথেরিয়া (১৮৮৪) | এডউইন ক্লেবস ও ফ্রিডারিচ লোফলার (জার্মানী) |
ইনসুলিন (১৯২১) | এফ জি বান্টিং, সি এইচ বেস্ট, আর ম্যাকলয়েড |
ব্যাকটেরিয়া (১৬৮৩) | লিউয়েন হক (নেদারল্যান্ড) |
স্নায়ুবিজ্ঞান (১৭৫৮-১৮২৮) | ফ্রান্স জোসেফ গল (জার্মানী) |
অরগ্যাট্রান্সপ্ল্যান্ট (১৯৫৩) | জনমেরিল (মাঃ যুঃ) |
স্ক্যান (CAT) | গডফ্রে হাল্সফিল্ড (ইং) |
কলেরা ও টিবি জীবাণু (১৮৮৩-৮৪) | রবাট কখ (জামানী) |
ডিপথোরিয়া জীবাণু (১৮৮৩-৮৪) | ক্লেবস এবং লোফ্লার (জার্মানী) |
আল্ট্রাসাউন্ড (১৯৫০) | ইয়ান ডোনাল্ড (আয়ারল্যান্ড) |
শারীরবিজ্ঞন (১৭৫৭-৬৬) | এ ভি হ্যালার (সুইজারল্যান্ড) |
ম্যালেরিয়া জীবাণু (১৮৯৭) | রোনাল্ড রস (ব্রিটেন) |
Rh ফ্যাক্টর (১৯৪০) | কার্ল ল্যান্ডস্টেনার (মাঃ যুঃ) |
যৌন হরমোন (১৯১০) | ইউজেনস্টাইনাক (অস্ট্রিয়া) |
ওপেন হার্টসার্জারী (১৯৫৩) | ওয়ালটন লিলেহেন (মাঃ যুঃ) |
পোলিওর টীকা (১৯৫৪) | জোনাস সন্ধ (মাঃ যুঃ) |
গর্ভনিরোধক বড়ি (১৯৫৫) | পিঙ্কাস (মার্কিন যুক্তরাষ্ট্র) |
ই.সি.জি (১৯০৩) | উইলিয়াম এইনথোভেন (ডাচ্) |
হাট-ল্যাঙ্গস মেশিন (১৯৫৩) | জন হেইনশ্যাম গিব্বন (U.S.) |
হাইপোডারমিক সিরিঞ্জ (১৮০০) | চার্লস গ্যাবরিয়েল প্রাভাজ (ফ্রান্স) |
জলাতঙ্ক (১৮৮৫) | লুই পাস্তুর (ফ্রান্স) |
বসন্ত (স্মলপক্স) (১৭৯৬) | এডওয়ার্ড জেনার (ব্রিটেন) |
যক্ষ্মা (১৮৮২) | রবার্ট কখ্ (জামানী) |
টাইফয়েড (১৮৮০) | কার্ল এরার্থ (জার্মানী) |
জীব রসায়ন (১৬৮৪) | জে বি ভি হেলমট (বেলজিয়াম) |
MRI (2000)(১৬৮৪) | পিটার ম্যান্সফিল্ড (UK), পলসি লটারবার (USA) |
হার্ট ট্রান্সপ্লান্ট (১৯৬৭) | ক্রিস্টি বান্টার্ড (দঃ আফ্রিকা) |