Ads Area


চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নামের তালিকা | Medical Inventions That Changed The World

চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নামের তালিকা | Medical Inventions That Changed The World

চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নামের তালিকা | Medical Inventions That Changed The World

চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নামের তালিকা: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই তালিকাটি  সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।


চিকিৎসা জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নামের তালিকা
আবিষ্কার আবিষ্কারক
অ্যাড্রিনালিন (১৯০১) জোকিচি তাকামিলে (জাপান)
রক্ত সংবহন (১৬২৮) উইলিয়াম হার্ভে (ব্রিটেন)
রক্তের গ্রুপ (১৯০১) কার্ল ল্যাণ্ডস্টেইনার (অস্ট্রিয়া)
ক্লোরোফর্ম (১৮৪৭) জেমস সিম্পসন (ব্রিটেন)
হৃৎপিন্ড প্রতিস্থাপন (১৯৬৭) ক্রিস্টিয়ান বার্নাড (দক্ষিণ আফ্রিকা)
প্রথম নলজাতক শিশু(১৯৭৮) স্টেপটো এবং এডোয়ার্ডস (ব্রিটেন)
অ্যান্টিবায়োটিক (১৯২৮) আলকজান্ডার ফ্লেমিং (ব্রিটেন)
অ্যান্টিসেপটিক (১৮৬৫) জোসেফলিস্টার (গ্লসগো)
কোশ রবার্ট হুক
লোহিত রক্তকণিকা (১৬৮৪) অ্যান্টনিলিউয়েন হক (নেদারল্যান্ড)
ডায়াবেটিস (১৯০১) ইউজিন ওপিক (মাঃ যুঃ)
ডিপথেরিয়া (১৮৮৪) এডউইন ক্লেবস ও ফ্রিডারিচ লোফলার (জার্মানী)
ইনসুলিন (১৯২১) এফ জি বান্টিং, সি এইচ বেস্ট, আর ম্যাকলয়েড
ব্যাকটেরিয়া (১৬৮৩) লিউয়েন হক (নেদারল্যান্ড)
স্নায়ুবিজ্ঞান (১৭৫৮-১৮২৮) ফ্রান্স জোসেফ গল (জার্মানী)
অরগ্যাট্রান্সপ্ল্যান্ট (১৯৫৩) জনমেরিল (মাঃ যুঃ)
স্ক্যান (CAT) গডফ্রে হাল্সফিল্ড (ইং)
কলেরা ও টিবি জীবাণু (১৮৮৩-৮৪) রবাট কখ (জামানী)
ডিপথোরিয়া জীবাণু (১৮৮৩-৮৪) ক্লেবস এবং লোফ্লার (জার্মানী)
আল্ট্রাসাউন্ড (১৯৫০) ইয়ান ডোনাল্ড (আয়ারল্যান্ড)
শারীরবিজ্ঞন (১৭৫৭-৬৬) এ ভি হ্যালার (সুইজারল্যান্ড)
ম্যালেরিয়া জীবাণু (১৮৯৭) রোনাল্ড রস (ব্রিটেন)
Rh ফ্যাক্টর (১৯৪০) কার্ল ল্যান্ডস্টেনার (মাঃ যুঃ)
যৌন হরমোন (১৯১০) ইউজেনস্টাইনাক (অস্ট্রিয়া)
ওপেন হার্টসার্জারী (১৯৫৩) ওয়ালটন লিলেহেন (মাঃ যুঃ)
পোলিওর টীকা (১৯৫৪) জোনাস সন্ধ (মাঃ যুঃ)
গর্ভনিরোধক বড়ি (১৯৫৫) পিঙ্কাস (মার্কিন যুক্তরাষ্ট্র)
ই.সি.জি (১৯০৩) উইলিয়াম এইনথোভেন (ডাচ্‌)
হাট-ল্যাঙ্গস মেশিন (১৯৫৩) জন হেইনশ্যাম গিব্বন (U.S.)
হাইপোডারমিক সিরিঞ্জ (১৮০০) চার্লস গ্যাবরিয়েল প্রাভাজ (ফ্রান্স)
জলাতঙ্ক (১৮৮৫) লুই পাস্তুর (ফ্রান্স)
বসন্ত (স্মলপক্স) (১৭৯৬) এডওয়ার্ড জেনার (ব্রিটেন)
যক্ষ্মা (১৮৮২) রবার্ট কখ্ (জামানী)
টাইফয়েড (১৮৮০) কার্ল এরার্থ (জার্মানী)
জীব রসায়ন (১৬৮৪) জে বি ভি হেলমট (বেলজিয়াম)
MRI (2000)(১৬৮৪) পিটার ম্যান্সফিল্ড (UK), পলসি লটারবার (USA)
হার্ট ট্রান্সপ্লান্ট (১৯৬৭) ক্রিস্টি বান্টার্ড (দঃ আফ্রিকা)


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area