রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস PDF টি অন্ততঃ গুরুত্বপূর্ণ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য়। যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাসটি জেনে রাখুন এবং Syllabus অনুযায়ী আপনারা পড়তে থাকুন। এখানে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি ও সিলেবাস দেওয়া হলো ।
রেলের গ্রুপ ডি নিয়োগ পদ্ধতি
- অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সি বি টি)।
- শারীরিক দক্ষতার পরীক্ষা (পি আই টি)।
- নথি পত্র যাচাই করণ।
- মেডিকেল পরীক্ষা।
1. অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সি বি টি) সিলেবাস
কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (সি বি টি) মাল্টিপল চয়েস 100 নম্বরের 100 টি প্রশ্ন থাকবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েজ প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং থাকবে 3 টি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা হবে।
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস |
---|
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
জেনারেল সাইন্স | 25 | 25 |
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিনিং | 30 | 30 |
ম্যাথমেটিক্স | 25 | 25 |
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স | 20 | 20 |
মোট | 100 | 100 |
- পরীক্ষার সময়সীমা: ৯০ মিনিট (প্রতিবন্ধীদের জন্য ১২০ মিনিট)
বিষয় অনুযায়ী প্রশ্নের প্রকার
জেনারেল সাইন্স (সাধারণ বিজ্ঞান)
মাধ্যমিক স্তরের
- জীবনবিজ্ঞান
- পদার্থবিজ্ঞান ও
- রসায়ন
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিনিং
- কোডিং ডিকোডিং
- এনালজি
- সম্পর্ক
- নম্বর সিরিজ
- গাণিতিক ক্রিয়া-কলাপ
- ভেন ডায়াগ্রাম
- ডাটা ইন্টারপ্রিটেশন
- সিমিলারিটিজ এবং ডিফারেন্স
- এনালিটিক্যাল রিজিনিং
- ক্লাসিফিকেশন
- কনক্লুশান এবং ডিসিশন
- ডিরেকশন
- স্টেটমেন্ট
ম্যাথমেটিক্স (অংক)
- সংখ্যাতত্ত্ব
- দশমিক
- ভগ্নাংশ
- লসাগু ও গসাগু
- অনুপাত ও সমানুপাত
- সময় ও কাজ
- সময় ও দূরত্ব
- শতাংশ
- পরিমাপ
- সরল সুদ
- যৌগিক সুদ
- লাভ ও ক্ষতি
- স্কয়ার রুট
- বীজগণিত
- জ্যামিতি
- ত্রিকোণমিতি
- ঘড়ি
- প্রাথমিক পরিসংখ্যান
- বয়স
- ক্যালেন্ডার
- পাইপ ও চিমনি
জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স
- ব্যাক্তিত্ব
- ক্রীড়া
- বিজ্ঞান ও প্রযুক্তি
- সংস্কৃতি
- অর্থনীতি
- রাজনীতি
- ধর্ম
- বর্তমান সময়ে ঘটে যাওয়া নানা বিষয়
2. শারীরিক দক্ষতার পরীক্ষা (পি আই টি)
যে সকল পরীক্ষার্থী কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদেরকেই শারীরিক দক্ষতার মূল্যায়ন এর জন্য ডাকা হবে। এই পরীক্ষার বিষয়গুলি হল-
শারীরিক দক্ষতার পরীক্ষা (পি আই টি) |
---|
পুরুষদের জন্য | এক সুযোগে বা একবারের প্রচেষ্টায় 2 মিনিটে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে। এতে সফল হলে পরে একবারের প্রচেষ্টায় 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। |
মহিলাদের জন্য | এক সুযোগে বা একবারের প্রচেষ্টায় 2 মিনিটে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে। এতে সফল হলে পরে একবারের প্রচেষ্টায় 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 100 মিটার দৌড়াতে হবে। |
3. নথি পত্র যাচাই করণ
শারীরিক দক্ষতার মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে।
4. মেডিকেল পরীক্ষা
এই পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস পিডিএফ ডাউনলোড লিংক |
---|
Official Website of Link | Visit Here |
Download Group-D Syllabus PDF 2022 | Download Here |
Also Read-