রেলের গ্রুপ ডি অঙ্ক | Railway Group-D Math Practice Set In Bengali
রেলের গ্রুপ ডি অঙ্ক: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের গ্রুপ ডি অঙ্ক । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের গ্রুপ ডি অঙ্ক । নিচে রেলের গ্রুপ ডি অঙ্ক প্র্যাকটিস সেট টি যত্নসহকারে প্র্যাকটিস করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।
রেলের গ্রুপ ডি অঙ্ক প্র্যাকটিস সেট
1. এক মুদি ব্যবসায়ী 20 % ক্ষতিতে চাল বেচেন । কিন্তু তিনি 10 % ওজনে কম দেন । এতে মোটের ওপর কত % লাভ ক্ষতি হবে ?
(a) 10 1/9 % লাভ
(b) 11 1/9 % ক্ষতি
(c) 13 1/9 % ক্ষতি
(d) 12 1/9 % লাভ
2. কোন দ্রব্যের মূল্য 4 % বৃদ্ধি পাওয়ায় কোন ব্যাক্তির 1248 টাকায় 6 কেজি দ্রব্য কম পান । তবে দ্রব্যের পূর্বমূল্য কত ?
(a) 18 টাকা/কেজি
(b) 12 টাকা/কেজি
(c) 8 টাকা/কেজি
(d) 20 টাকা/কেজি
3. 20 জন লোক 20 টি খেলনা দৈনিক 12 ঘণ্টা কাজ করে 6 দিনে শেষ করে । তবে 30 জন লোক 60 টি খেলনা দৈনিক ৪ ঘণ্টা কাজ করে কতদিনে শেষ করবে ?
(a) 18
(b) 20
(c) 22
(d) 26
4. চিনির দাম 30 % বেড়ে যাওয়ায় কোন পরিবার চিনির ব্যবহার 20 % কমিয়ে দিলেন । এতে পরিবারের চিনি বাবদ খরচ শতকরা কত কম/বেশি হবে ?
(a) 4 % বৃদ্ধি
(b) 5 % বৃদ্ধি
(c) 6 % কম
(d) 7 % কম
5. একটি টাকা পরপর তিনবছর যথাক্রমে 20 %, 25 % ও 15 % করে বাড়লে মোটের ওপর কত % বাড়বে ?
(a) 70.5 % বৃদ্ধি
(b) 72.5 % কম
(c) 72.5 % বৃদ্ধি
(d) 70.5 % কম
6. চিনির দাম 20 % কমে যাওয়ায় এক ব্যাক্তি 18 টাকা দিয়ে 500 গ্রাম চিনি বেশি কিনতে পারেন । চিনির পূর্বমূল্য দাম কেজি প্রতি কত ?
(a) 9 টাকা/কেজি
(b) 10 টাকা/কেজি
(c) 11 টাকা/কেজি
(d) 12 টাকা/কেজি
7. 1+ 1/2 +1/4 + 1/7 + 1/14 + 1/28 = ?
(a) 1
(b) 2
(c) 4
(d) 14
8. একটি শহরে মোট জনসংখ্যার 80 % স্বাক্ষরের 40 % স্নাতক । মোট স্নাতকের 10 % শিক্ষক তবে মোট জনসংখ্যার কত % শিক্ষক ?
(a) 32 % শিক্ষক
(b) 33 % শিক্ষক
(c) 34 % শিক্ষক
(d) 35 % শিক্ষক
9. একটি পরীক্ষায় 72 % ছাত্রছাত্রী অঙ্কে পাশ করে এবং 68 % ছাত্রছাত্রী বাংলায় পাশ করে এবং 48 % ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে । যদি 2200 জন পরীক্ষা দিয়ে থাকে তবে মোট কজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে ?
(a) 170 জন
(b) 172 জন
(c) 174 জন
(d) 176 জন
10. একটি দ্রব্য 425 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় ও 55 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় । তবে 10 % লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য কত হবে ?
(a) 421 টাকা
(b) 429 টাকা
(c) 434 টাকা
(d) 445 টাকা
11. 28 % এর 450+45 % এর 280 = ?
(a) 252
(b) 260
(c) 262
(d) 265
12. বিক্রয়মূল্যের ওপর 20 % লাভ হলে, ক্রয়মূল্যের ওপর লাভের শতকরা হার কত ?
(a) 18 %
(b) 25 %
(c) 27 %
(d) 28 %
13. 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 এর অনুপাতের সমান হবে ?
(a) 20
(b) 25
(c) 30
(d) 35
14. নিচে দেওয়া কোন সংখ্যাটি একটি প্রাইম সংখ্যা নয় ?
(a) 97
(b) 191
(c) 221
(d) 61 5 2
15. 5/6 × 2/9 ÷ 4/9 ÷ 6/7 = ?
(a) 0.4
(b) 0.32
(C) 0.49
(d) 0.36
16. 15, 30 এবং 6 এর লসাগু ও গসাগু হল-
(a) 30 এবং 3
(b) 60 এবং 6
(c) 60 এবং 3
(d) 30 এবং 6
17. অমলেশ, সরস্বতী ও স্বর্ণলতা কোনো কাজ যথাক্রমে 8, 12 ও 24 দিনে সম্পূর্ণ করতে পারে । কত দিনে 3 জন একসঙ্গে কাজটি সম্পূর্ণ করবে ?
(a) 4 দিন
(b) 4 1/2 দিন
(c) 3 দিন
(d) 5 1/2 দিন
18. A, B ও C কোনো কাজ যথাক্রমে 20, 18 ও 14 দিনে সম্পূর্ণ করে । B ও C দুজনে ঐ কাজ 4 দিন করার পর কাজের বাকী অংশ A সম্পূর্ণ করে । ঐ কাজের মোট পারিশ্রমিক যদি 2,520 টাকা হয় তাহলে তাতে A- এর অংশ কত ?
(a) 1,380 টাকা
(b) 1,440 টাকা
(c) 1,210 টাকা
(d) 1,240 টাকা
19. A, B ও C একসঙ্গে কোনো কাজ করার জন্য 450 টাকা পায় । যদি তাদের কাজের অনুপাত 9 : 5 : 4 হয় তাহলে A এর পারিশ্রমিক কত ?
(a) 220 টাকা
(b) 225 টাকা
(c) 325 টাকা
(d) 180 টাকা
20. দুটি বর্গক্ষেত্রের সবাহুর অনুপাত 3 : 4 হলে তাদের পরিধির অনুপাত কত ?
(a) 3 : 4
(b) 2 : 5
(c) 4 : 5
(d) 3 : 7
21. যদি 17:25 = X : 150 তাহলে X এর মান কত ?
(a) 108
(b) 102
(c) 96
(d) 97
22. 8 ও 72 এর মধ্য সমানুপাত হল–
(a) 24
(b) 40
(c) 16
(d) 32
23. নীচের কোনটি সর্বনিম্ন ?
(a) 14/15
(b) 57
(c) 49
(d) 3
24. 10 টি চেয়ার ও 6 টি টেবিলের মূল্য 30 টাকা যদি টেবিলের গড় মূল্য 50 টাকা হয় তবে চেয়ারের গড় মূল্য কত ?
(a) 24 টাকা
(b) 18 টাকা
(c) 1,925 টাকা
(d) 16,80 টাকা
25. A, B, C -এর গড় বয়স 36 বছর । যদি B ও C- এর গড় বয়স 30 বছর ও B- এর বয়স 22 বছর তখন A ও C- এর বয়সের যোগফল কত ?
(a) 68 বছর
(b) 86 বছর
(c) 58 বছর
(d) 61 বছর