Ads Area


রেলের গ্রুপ ডি অঙ্ক | Railway Group-D Math Practice Set In Bengali

রেলের গ্রুপ ডি অঙ্ক | Railway Group-D Math Practice Set In Bengali

রেলের গ্রুপ ডি অঙ্ক | Railway Group-D Math Practice Set In Bengali

রেলের গ্রুপ ডি অঙ্ক: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের গ্রুপ ডি অঙ্ক । প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের গ্রুপ ডি অঙ্ক । নিচে রেলের গ্রুপ ডি অঙ্ক প্র্যাকটিস সেট টি যত্নসহকারে প্র্যাকটিস করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।


রেলের গ্রুপ ডি অঙ্ক প্র্যাকটিস সেট


1. এক মুদি ব্যবসায়ী 20 % ক্ষতিতে চাল বেচেন । কিন্তু তিনি 10 % ওজনে কম দেন । এতে মোটের ওপর কত % লাভ ক্ষতি হবে ? 

(a) 10 1/9 % লাভ

(b) 11 1/9 % ক্ষতি

(c) 13 1/9 % ক্ষতি 

(d) 12 1/9 % লাভ 


2. কোন দ্রব্যের মূল্য 4 % বৃদ্ধি পাওয়ায় কোন ব্যাক্তির 1248 টাকায় 6 কেজি দ্রব্য কম পান । তবে দ্রব্যের পূর্বমূল্য কত ?

(a) 18 টাকা/কেজি 

(b) 12 টাকা/কেজি 

(c) 8 টাকা/কেজি 

(d) 20 টাকা/কেজি 


3. 20 জন লোক 20 টি খেলনা দৈনিক 12 ঘণ্টা কাজ করে 6 দিনে শেষ করে । তবে 30 জন লোক 60 টি খেলনা দৈনিক ৪ ঘণ্টা কাজ করে কতদিনে শেষ করবে ?

(a) 18 

(b) 20 

(c) 22 

(d) 26 


4. চিনির দাম 30 % বেড়ে যাওয়ায় কোন পরিবার চিনির ব্যবহার 20 % কমিয়ে দিলেন । এতে পরিবারের চিনি বাবদ খরচ শতকরা কত কম/বেশি হবে ? 

(a) 4 % বৃদ্ধি 

(b) 5 % বৃদ্ধি 

(c) 6 % কম 

(d) 7 % কম


5. একটি টাকা পরপর তিনবছর যথাক্রমে 20 %, 25 % ও 15 % করে বাড়লে মোটের ওপর কত % বাড়বে ? 

(a) 70.5 % বৃদ্ধি 

(b) 72.5 % কম

(c) 72.5 % বৃদ্ধি 

(d) 70.5 % কম 


6. চিনির দাম 20 % কমে যাওয়ায় এক ব্যাক্তি 18 টাকা দিয়ে 500 গ্রাম চিনি বেশি কিনতে পারেন । চিনির পূর্বমূল্য দাম কেজি প্রতি কত ? 

(a) 9 টাকা/কেজি 

(b) 10 টাকা/কেজি 

(c) 11 টাকা/কেজি 

(d) 12 টাকা/কেজি 


7. 1+ 1/2 +1/4 + 1/7 + 1/14 + 1/28 = ?

(a) 1 

(b) 2 

(c) 4 

(d) 14 


8. একটি শহরে মোট জনসংখ্যার 80 % স্বাক্ষরের 40 % স্নাতক । মোট স্নাতকের 10 % শিক্ষক তবে মোট জনসংখ্যার কত % শিক্ষক ? 

(a) 32 % শিক্ষক 

(b) 33 % শিক্ষক 

(c) 34 % শিক্ষক 

(d) 35 % শিক্ষক 


9. একটি পরীক্ষায় 72 % ছাত্রছাত্রী অঙ্কে পাশ করে এবং 68 % ছাত্রছাত্রী বাংলায় পাশ করে এবং 48 % ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে । যদি 2200 জন পরীক্ষা দিয়ে থাকে তবে মোট কজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে ?

(a) 170 জন 

(b) 172 জন 

(c) 174 জন 

(d) 176 জন


10. একটি দ্রব্য 425 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় ও 55 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় । তবে 10 % লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য কত হবে ? 

(a) 421 টাকা 

(b) 429 টাকা 

(c) 434 টাকা 

(d) 445 টাকা 


11. 28 % এর 450+45 % এর 280 = ? 

(a) 252 

(b) 260 

(c) 262 

(d) 265 


12. বিক্রয়মূল্যের ওপর 20 % লাভ হলে, ক্রয়মূল্যের ওপর লাভের শতকরা হার কত ? 

(a) 18 % 

(b) 25 % 

(c) 27 % 

(d) 28 % 


13. 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 এর অনুপাতের সমান হবে ? 

(a) 20

(b) 25 

(c) 30 

(d) 35 


14. নিচে দেওয়া কোন সংখ্যাটি একটি প্রাইম সংখ্যা নয় ? 

(a) 97 

(b) 191 

(c) 221 

(d) 61 5 2 


15. 5/6 × 2/9 ÷ 4/9 ÷ 6/7 = ?

(a) 0.4 

(b) 0.32 

(C) 0.49 

(d) 0.36 


16. 15, 30 এবং 6 এর লসাগু ও গসাগু হল-

(a) 30 এবং 3 

(b) 60 এবং 6 

(c) 60 এবং 3 

(d) 30 এবং 6 


17. অমলেশ, সরস্বতী ও স্বর্ণলতা কোনো কাজ যথাক্রমে 8, 12 ও 24 দিনে সম্পূর্ণ করতে পারে । কত দিনে 3 জন একসঙ্গে কাজটি সম্পূর্ণ করবে ? 

(a) 4 দিন 

(b) 4 1/2 দিন 

(c) 3 দিন 

(d) 5 1/2 দিন 


18. A, B ও C কোনো কাজ যথাক্রমে 20, 18 ও 14 দিনে সম্পূর্ণ করে । B ও C দুজনে ঐ কাজ 4 দিন করার পর কাজের বাকী অংশ A সম্পূর্ণ করে । ঐ কাজের মোট পারিশ্রমিক যদি 2,520 টাকা হয় তাহলে তাতে A- এর অংশ কত ?

(a) 1,380 টাকা 

(b) 1,440 টাকা 

(c) 1,210 টাকা

(d) 1,240 টাকা 


19. A, B ও C একসঙ্গে কোনো কাজ করার জন্য 450 টাকা পায় । যদি তাদের কাজের অনুপাত 9 : 5 : 4 হয় তাহলে A এর পারিশ্রমিক কত ?

(a) 220 টাকা 

(b) 225 টাকা 

(c) 325 টাকা 

(d) 180 টাকা 


20. দুটি বর্গক্ষেত্রের সবাহুর অনুপাত 3 : 4 হলে তাদের পরিধির অনুপাত কত ? 

(a) 3 : 4 

(b) 2 : 5 

(c) 4 : 5 

(d) 3 : 7 


21. যদি 17:25 = X : 150 তাহলে X এর মান কত ? 

(a) 108 

(b) 102 

(c) 96 

(d) 97 


22. 8 ও 72 এর মধ্য সমানুপাত হল– 

(a) 24 

(b) 40 

(c) 16 

(d) 32 


23. নীচের কোনটি সর্বনিম্ন ?

(a) 14/15 

(b) 57 

(c) 49

(d) 3 


24. 10 টি চেয়ার ও 6 টি টেবিলের মূল্য 30 টাকা যদি টেবিলের গড় মূল্য 50 টাকা হয় তবে চেয়ারের গড় মূল্য কত ?

(a) 24 টাকা 

(b) 18 টাকা 

(c) 1,925 টাকা 

(d) 16,80 টাকা 


25. A, B, C -এর গড় বয়স 36 বছর । যদি B ও C- এর গড় বয়স 30 বছর ও B- এর বয়স 22 বছর তখন A ও C- এর বয়সের যোগফল কত ?

(a) 68 বছর 

(b) 86 বছর 

(c) 58 বছর 

(d) 61 বছর 


আরও পড়ুন-


উত্তর

1. (b) 2. (c) 3. (a) 4. (a) 5. (c) 6. (a) 7. (b) 8. (a) 9. (d) 10. (b) 11. (a) 12. (b) 13. (c) 14. (c) 15. (c) 16. (a) 17. (a) 18. (d) 19. (b) 20. (a) 21. (b) 22. (a) 23. (a) 24. (b) 25. (b)


কপিরাইট: jibikadisari.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area