ভারতের রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্ৰসমূহ | Railway Parts Manufacturing Centers In India
ভারতের রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্ৰসমূহ- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ভারতের রেলওয়ে যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্ৰসমূহ |
---|
উৎপাদন কেন্দ্রের নাম | স্থান | উৎপাদিত যন্ত্রাংশ |
---|---|---|
ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস | বারাণসী (উত্তরপ্রদেশ) | ডিজেল লোকোমোটিভ |
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস | চিত্তরঞ্জন (পশ্চিমবঙ্গ) | বৈদ্যুতিক ইঞ্জিন |
ইন্টিগ্র্যাল কোচ ফ্যাক্টরি | পেরাম্বুর, চেন্নাই (তামিলনাডু) | রেলের বগি |
রেল কোচ ফ্যাক্টরি | কাপুরথালা (পাঞ্জাব) | রেলের বগি |
ডিজেল লোকো মর্ডানাইজেশন | পাতিয়ালা (পাঞ্জাব) | ইঞ্জিন নির্মাণ |
রেল হুইল ফ্যাক্টরি | বেঙ্গালুরু (কর্ণাটক) | রেলের চাকা, অ্যাক্সেল |
রেল কোচ ফ্যাক্টরি | রায়বেরিলি (উত্তরপ্রদেশ) | রেল বগি |
রেল হুইল প্ল্যান্ট | বেলা (বিহার) | রেলের চাকা |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Very helpful
ReplyDelete