জ্যামিতির সকল সংজ্ঞা চিত্রসহ PDF | All Definitions Of Geometry With Diagrams
জ্যামিতির সকল সংজ্ঞা
রেখা কাকে বলে?
উত্তর- যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলা হয়। রেখা দুই প্রকার- সরলরেখা ও বক্ররেখা।
সরলরেখা কাকে বলে?
উত্তর- যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোন দিক পরিবর্তন করতে হয়না তাকে সরলরেখা বলা হয়।
বক্ররেখা কাকে বলে?
উত্তর- যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দিক পরিবর্তন করতে হয় তাকে বক্ররেখা বলা হয়।
বিন্দু কাকে বলে?
উত্তর- যে জ্যামিতিক চিত্রের কেবলমাত্র অবস্থিতি আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কিছুই নেই তাকে বিন্দু বলা হয়।
আরও পড়ুন-
সমান্তরাল সরলরেখা কাকে বলে?
উত্তর- একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখাকে উভয়দিকে যতখুশি বাড়ালেও যদি তারা পরস্পর মিলিত না হয়, তাহলে তাদের পরস্পরকে সমান্তরাল সরলরেখা বলা হয়।
সমরেখ বিন্দু কাকে বলে?
উত্তর- যদি তিন বা তার বেশি বিন্দু একই সরলরেখায় থাকে তাহলে তাদের সমরেখ বিন্দু বলা হয়। অন্যথায় তাদের অসমরেখ বিন্দু বলা হয়।
সমবিন্দু সরলরেখা কাকে বলে?
উত্তর- একই সমতলে অবস্থিত তিন বা তার বেশি সরলরেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে তাদের সমবিন্দু সরলরেখা বলা হয়। অন্যথায় তারা সমবিন্দু নয়।
বৃত্ত কাকে বলে?
উত্তর- একটিমাত্র বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ যে সামতলিক চিত্রের মধ্যস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে ঐ বক্ররেখার উপরিস্থিত প্রতিটি বিন্দুই সমদূরবর্তী তাকেই বৃত্ত বলা হয়।
আরও পড়ুন- পাটিগণিত বীজগণিত পরিমিতি ও ত্রিকোণমিতি সূত্র
কোণ কাকে বলে ?
উত্তর- দুইটি রেখাংশ একটি বিন্দুতে ছেদ করলে একটি কোণ উৎপন্ন হয়। রেখাংশ দুইটিকে কোণের বাহু ও বিন্দুটিকে কোণটির শীর্ষবিন্দু বলা হয়।
লম্ব সমকোণ কাকে বলে?
উত্তর- একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা দণ্ডায়মান হবার ফলে যদি উৎপন্ন সন্নিহিত কোণ দুটি সমান হয় তাহলে একটি সরলরেখাকে অপর সরলরেখাটির উপর লম্ব বলা হয়। সন্নিহিত কোণ দুটির প্রত্যেকটিকে সমকোণ বলা হয়।
ত্রিভুজ কাকে বলে?
উত্তর- তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয়।
চতুর্ভুজ কাকে বলে?
উত্তর- চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়।
so good
ReplyDeletesincerely appreciate your help.
Delete