বিভিন্ন উপক্ষারের নাম উৎস গুরুত্ব | Alphabetical Name Source Importance
বিভিন্ন উপক্ষারের নাম উৎস গুরুত্ব: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
বিভিন্ন উপক্ষারের নাম |
---|
উপক্ষার | উৎস | গুরুত্ব |
রেসারপিন | সর্পগন্ধা গাছের ছাল ও মূল | উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ |
কুইনাইন | সিঙ্কোনা গাছের ছাল | ম্যালেরিয়ার ঔষুধ |
ডাটুরিন | ধুতুরা গাছের পাতা ও ফল | হাঁপানীর ঔষুধ |
কোকেইন | কোকা গাছ | মাদক |
ক্যামটোথেসিন | ক্যাম্পটোথেকা গাছের ছাল | ক্যান্সার নিরাময়কারী ঔষুধ |
বার্বারিন | আফিম গাছ সহ অন্যান্য | স্মৃতিভ্রংশ এবং স্নায়োবিক রোগ নিরাময় |
অ্যারেকোলিন | সুপারী বীজ | সিজোফ্রিনিয়া রোগের ঔষুধ |
অ্যাট্রোপিন | বেলেডোনা গাছের পাতা ও মূল | রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ঔষুধ |
মরফিন | আফিম গাছের কাঁচা ফল | ঘুমের ও বেদনানাশক ঔষুধ |
নিকোটিন | তামাক গাছের পাতা | মাদক |
ক্যাফিন | কফি গাছের বীজ | ব্যথা উপশমকারী ঔষুধ |
পিপারিন | গোল মরিচ | মৃগী রোগের ঔষুধ |
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1. কোকেইন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- কোকা গাছের বীজ, পাতা থেকে।
2. পিপারিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- গোল মরিচ থেকে।
3. স্ট্রিকনিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- নাক্সভোমিকা বা কুঁচেলা গাছের বীজ থেকে।
4. নিকোটিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- তামাক গাছের পাতা থেকে।
5. অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- বেলেডোনা গাছের মূল ও পাতা থেকে।
6. মরফিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে।
7. ক্যাফিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- কফি গাছের বীজ থেকে।
8. কুইনাইন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- সিঙ্কোনা গাছের ছাল থেকে।
9. ডাটুরিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- ধুতুরা গাছের পাতা ও ফল থেকে।
10. রেসারপিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তরঃ- সর্পগন্ধা গাছের ছাল থেকে।
আরও পড়ুন-