Ads Area


প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন | Environmental Question Of Primary TET

প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন | Environmental Question Of Primary TET

প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই প্রশ্নোত্তর সুন্দর করে দেওয়া হলো।

যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন

1. কেরালায় সাইলেণ্ট ভ্যালি প্রকল্পের বিরোধ আন্দোলন কারা গড়ে তোলে?

উঃ কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ।


2. ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি ইন্দিরা বৃক্ষমিত্র পুরস্কার পায়?

উঃ আরাবাড়ি প্রকল্প।


3. TERI-এর পুরো কথাটি কী?

উঃ Tata Energy Research Institute।


4. WCED কী?

উঃ ১৯৮৪ সালের রাষ্ট্রসংঘের একসাথে ২৩টি দেশকে নিয়ে গঠিত এই সংস্থাটি হল World Commission on Environment and Development।


5. NWMC এর পুরো নাম কী?

উঃ National Wasteland Management Committee।


6. NDDB এর পুরো নাম কী?

উঃ National Dairy Development Board।


7. CFC এর পুরো নাম কী?

উঃ Central Forestry Commission।


8. গ্রীন বেঞ্চ কবে গঠিত হয়?

উঃ ১৯৮৬ সালে।


9. পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়?

উঃ ১৯৮৬ সালে।


10. কেন্দ্রীয় স্তরে পরিবেশ দূষণ রোধে গঠিত বোর্ডের নাম কী?

উঃ সেণ্টাল পল্যুশন কন্ট্রোল বোর্ড।


11. গঙ্গা অ্যাকশন প্ল্যান করে তৈরী হয়?

উঃ ১৯৮৪ সালে।


12. ভারতে লোক দায়িত্ব বীমা আইন বলবৎ কবে হয়?

উঃ ১৯৯১ সালে।


13. পশ্চিমবঙ্গে বনবাসীদের নিয়ে অরণ্যসম্পদ রক্ষার জন্য আন্তর্জাতিক পল গেটি পুরস্কার কারা লাভ করে?

উঃ মেদিনীপুরের আরাবাড়ি প্রকল্প।

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area