ভারতীয় বিভিন্ন শাখার বিখ্যাত বিজ্ঞানী | Famous Indian Scientists In Disciplines
ভারতীয় বিভিন্ন শাখার বিখ্যাত বিজ্ঞানী: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।
ভারতীয় বিভিন্ন শাখার বিখ্যাত বিজ্ঞানী |
---|
বিজ্ঞানীর নাম | শাখা |
A.K. Sharma | শাইটোলজী |
B.B. Mundkur | উদ্ভিদ রোগবিদ্যা |
B.K. Nair | প্যালিনোলজী |
B.P. Pal | উদ্ভিদ প্রতিপালন বিদ্যা |
H. Santapau | ট্যাক্সোনমী |
Indira Hinduja | পরীক্ষাগারে নিষিক্তকরণ |
J.C. Bose | উদ্ভিদ শারীরবিদ্যা |
J.J. Chinmoy | উদ্ভিদ শারীরবিদ্যা |
K.A. Chowdhury | জাইলোটোমী |
K.C. Mehta | উদ্ভিদ রোগবিদ্যা |
Lalji Singh | DNA ফিঙ্গার প্রিনটিং |
M.S. Iyengar | সাইটোজেনেটিক্স |
O.P. Iyengar | শৈবালবিদ্যা |
P. Maheshwari | ভ্ৰূণবিদ্যা |
P.N. Mehra | টেরিডোলজী |
Prof. Salim Ali | পক্ষীবিদ্যা |
R. Mishra | ইকোলজী |
R.P. Roy | সাইটোজেনেটিক্স, কলকর্ষক বিদ্যা, উদ্ভিদ প্রতিপালন বিদ্য়া |
S.R. Kashyap | ব্রায়োলজী |
T.S. Sadasivan | ছত্রাকবিদ্যা |
V. Puri | অঙ্গসংস্থান বিদ্যা |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার
করুন।