ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি | Important Architectural Masterpieces Of India
ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।
ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি |
---|
স্থাপত্যকীর্তি | স্থান | রাজার আমল |
আগ্রা দুর্গ | আগ্রা | আকবর |
বৌদ্ধস্তূপ | রাজগীর | অজাতশত্রু |
নৃসিংহ মন্দির | উড়িষ্যা | যজাতি কেশরী |
হাজার দুয়ারী | মুর্শিদাবাদ | নবাব নাজিম হুমায়ুন জাহ |
কৈলাসনাথ মন্দির | কাঞ্চি | দ্বিতীয় নরসিংহ বর্মন |
কোটলা দুর্গ | দিল্লি | ফিরোজ শাহ তুঘলক |
পেশোয়ার বৌদ্ধমঠ | পেশোয়া | কনিষ্ক |
লালকেল্লা | দিল্লি | শাহজাহান |
বুলন্দ দরওয়াজা | ফতেপুর সিক্রি | আকবর |
চারমিনার | হায়দ্রাবাদ | আদিল শাহ |
আকবরের সমাধি | সিকান্দারা | জাহাঙ্গীর |
শালিমার বাগ | কাশ্মীর | জাহাঙ্গীর |
গোলকুন্ডা ফোর্ট | হায়দ্রাবাদ | কাকতীয় রাজা গণপতি |
বদ্রিনাথ মন্দির | বদ্রিনাথ | গাড়োয়ালের রাজা |
ইলোরার স্তুপ | মহারাষ্ট্র | গুপ্তরাজ বংশ |
জামা মসজিদ | দিল্লি | বাবর |
দেওয়ান-ই-আম | ফতেপুর সিক্রি | আকবর |
সূর্য মন্দির | পুরী | প্রথম নরসিংহ |
তাজ মহল | আগ্রা | শাহজাহান |
হুমায়ূনের সমাধি | দিল্লি | আকবর |
খাজুরাহ মন্দির | মধ্যপ্রদেশ | চান্দেল বংশ |
সারনাথ | বারাণসী | সম্রাট অশোক |
পঞ্চমহল | ফতেপুর সিক্রি | আকবর |
কুতুব মিনার | দিল্লি | ইলতুতমিস |
দেওয়ান-ই-খাস | ফতেপুর সিক্রি | আকবর |
আরও পড়ুন-
Supre
ReplyDelete