পরিবেশ ভারসাম্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোওর- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পরিবেশ ভারসাম্য বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোওর
1. বাস্তুতন্ত্রে প্রথম সারির খাদকরা ?
উত্তরঃ- শাকাশী
2. প্রাণী জগতের বিভিন্নতা উদ্ভিদ জগতের থেকে প্রায় _____ ?
উত্তরঃ- আড়াই গুণ বেশ
3. বাস্তুতন্দ্রে শাক্তি প্রবাহ ?
উত্তরঃ- একমুখী
4. খাদ্য পিরামিডের ভূমিতে থাকে ?
উত্তরঃ- উৎপাদক
5. তাপ ও আলো আমরা পেয়ে থাকি _____ ?
উত্তরঃ- সূর্য থেকে
6. মানুষ হলো ______ প্ৰাণী ৷
উত্তরঃ- সর্বভুক
7. পৃথিবী ব্যাপী জীবস্তরকে বলে ?
উত্তরঃ- জীবমণ্ডল
8. উৎপাদককে সরাসরি খাদক গ্রহণ করে ?
উত্তরঃ- প্রথম সারির খাদক
9. সমুদ্রে জলে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবকে বলে ?
উত্তরঃ- নেক্টন
10. বাস্তুতন্ত্রের সংখ্যা সর্বাধিক হলো ?
উত্তরঃ- উৎপাদকের
11. বাস্তুতন্ত্রের উৎপাদক হলো ?
উত্তরঃ- সমস্ত সবুজ উদ্ভিদ
12. উদ্ভিদরা বাস্তুতন্ত্রে _____ ?
উত্তরঃ- উৎপাদক
13. ছত্রাক বা ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রের _____ ?
উত্তরঃ- বিয়োজক
14. তুন্দ্রা বা সাহারায় মনুষ্যবসতি _____ ?
উত্তরঃ- খুব কম
15. নিরক্ষীয় অঞ্চলে বনভূমি দেখা যায় ?
উত্তরঃ- দেখা যায় না
আরও পড়ুন-