Ads Area


অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর | Important Questions Oxygen And Hydrogen Gas

অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর | Important Questions Oxygen And Hydrogen Gas

অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর | Important Questions Oxygen And Hydrogen Gas

অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো ।

যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর

1. একটি ধাতব অক্সাইডের নাম সংকেতসহ লেখো।

উত্তরঃ- ক্যালসিয়াম অক্সাইড একটি ধাতব অক্সাইড।

2. মৃদু দহনের একটি উদাহরণ দাও।

উত্তরঃ- লোহায় মরচে পড়া এক প্রকারের মৃদু দহন।

3. একটি উভধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো।

উত্তরঃ- জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। সংকেত ZnO.

4. একটি অধাতব অক্সাইডের নাম সংকেতসহ লেখো।

উত্তরঃ- সালফার ডাইঅক্সাইড একটি অধাতব অক্সাইড। এর সংকেত SO.

5. অক্সিজেন শোষক একটি পদার্থের নাম লেখো ।

উত্তরঃ- ক্ষারীয় পটাসিয়াম পাইরোগ্যালেট দ্রবণ হল অক্সিজেন শোষক।

6. জল যৌগটি কী প্রকারের অক্সাইড ?

উত্তরঃ- একটি প্রশম অক্সাইড।

7. H2 ও 02 এর মধ্যে কোন্‌টি জলে দ্রাব্য এবং কোন্‌টি অদ্রাব্য ?

উত্তরঃ- H, জলে অদ্রাব্য এবং O, জলে সামান্য পরিমাণে দ্রাব্য।

8. তরল হাইড্রোজেনের একটি ব্যবহার লেখো ।

উত্তরঃ- রকেটের জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়।

9. বেলুনে H, ব্যবহৃত হয় কেন ?

উত্তরঃ- হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস বলে বেলুনে H ব্যবহৃত হয়।

10. অক্সিজেনের সংকেত ও যোজ্যতা কত ?

উত্তরঃ- অক্সিজেনের সংকেত হল O, এবং যোজ্যতা 2

11. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কী কাজ করে ?

উত্তরঃ- পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির সময় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধনাত্মক অনুঘটকের কাজ করে।

12. পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে ব্যবহৃত বিক্রিয়াগুলির অনুপাত কীরূপ থাকে ?

উত্তরঃ- অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে পরীক্ষাগারে KCIO, ও MnO, এর ভরের অনুপাত 5 : 1

13. কোন গ্যাস দহন ও মরচে ঘটায় ?

উত্তরঃ- অক্সিজেন গ্যাস দহন ও মরচে ঘটায়।

14. অক্সিজেন প্রস্তুতিতে টেস্টটিউবকে নির্গম নলের দিকে সামান্য কাত করে রাখার প্রয়োজন কেন ?

উত্তরঃ- সামনের নীচের দিকে কাত না করে উপরের দিকে রাখলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জল উৎপন্ন করে। এই জল গরম টেস্টটিউবে পড়লে টেস্টটিউব ফেটে যায়।

আরও পড়ুন- মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী তালিকা

15. বায়ুতে আয়তন ও ওজন হিসাবে কী পরিমাণ অক্সিজেন থাকে ?

উত্তরঃ- বায়ুতে আয়তন হিসাবে প্রায় 21 % ও ওজন হিসাবে প্রায় 23 % অক্সিজেন আছে।

16. কলঙ্কহীন ইস্পাতে কী কী মৌল আছে ?

উত্তরঃ- কলঙ্কহীন ইস্পাতে আয়রন ও কার্বন ছাড়াও 10-15 % ক্রোমিয়াম এবং সামান্য নিকেল থাকে।

17. মরচের সংকেত কী ?

উত্তরঃ- মরচের সম্ভাব্য সংকেত 2Fe, O, 3H, O2

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area