24 জন জৈন তীর্থঙ্কর ও তাদের চিহ্ন তালিকা PDF | List Of 24 Jain Tirthankars And Symbols PDF
24 জন জৈন তীর্থঙ্কর ও তাদের চিহ্ন তালিকা: এই টপিকটি থেকে প্রায় সমস্ত
রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail |
WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের
অনেক সুবিধা হবে।
24 জন জৈন তীর্থঙ্কর |
---|
জৈন তীর্থঙ্কর | সংশ্লিষ্ট চিহ্ন |
1. ঋষভনাথ | ষাঁড় |
2. অজিতনাথ | হাতি |
3. সম্ভবনাথ | ঘোড়া |
4. অভিনন্দননাথ | বানর |
5. সুমতিনাথ | বক |
6. পদ্মপ্রভ | লাল পদ্ম |
7. সুপার্শ্বনাথ | স্বস্তিকা |
8. চন্দ্রপ্রভ | চাঁদ |
9. সুবিধি বা পুষ্পদন্ত | কুমির |
10. শীতলনাথ | কল্পবৃক্ষ |
11. শ্রেয়াংসনাথ | গন্ডার |
12. বাসুপুজ্য | মহিষ |
13. বিমলনাথ | বন্য শূকর |
14. অনন্তনাথ | সজারু অথবা বাজপাখি |
15. ধর্মনাথ | বজ্রদন্ড |
16. শান্তিনাথ | হরিন |
17. কুন্থুনাথ | ছাগল |
18. অরনাথ | মাছ |
19. মল্লিনাথ | কলস |
20. মুনিসুব্রতনাথ | কচ্ছপ |
21. নমিনাথ | নীলপদ্ম |
22. নেমিনাথ | শাঁখ |
23. পার্শ্বনাথ | সাপ |
24. মহাবীর | সিংহ |
আরও পড়ুন-