বৈদিক যুগের দেব-দেবীর নাম | Names Of Gods Goddesses Of Vedic Age
বৈদিক যুগের দেব-দেবীর নাম তালিকা: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।
বৈদিক যুগের দেব-দেবীর নাম |
---|
দেব-দেবীর প্রকৃতি | দেব-দেবীর নাম |
বিধান প্রদানকারী | দেবী বিধাত্রী |
মৃতের দেবতা | যম |
পৃথিবীর দেবতা | পৃথ্বী |
নদীর দেবতা | সরস্বতী |
ঝড়ের দেবতা | মরুৎ |
আকাশের দেবী | দৌ |
ধ্বংসের দেবতা | রুদ্র |
দেবতাদের তত্ত্বাবধায়িকা | অপ্সরা |
চিরকালের দেবী | অদিতি |
প্রভাতকালের দেবতা | উষা |
জলের দেবতা | বরুন |
সৃষ্টির দেবতা | প্রজাপতি |
সঙ্গীতের দেবতা | গান্ধর্ব |
সৌরদেবতা | সূর্য, পুষাণ, সাবিত্রী |
বনদেবতা | অরণ্যানী |
বাতাসের দেবতা | মরুৎ,পর্জনা |
আরও পড়ুন-