Ads Area


ভারতের জাতীয় পতাকা | National Flag Of India

ভারতের জাতীয় পতাকা | National Flag Of India

ভারতের জাতীয় পতাকা | National Flag Of India

ভারতের জাতীয় পতাকা সংক্রান্ত অজানা তথ্য

ভূমিকা- 

প্রতিটি স্বাধীন ও সার্বভৌম দেশের জাতীয় অস্তিত্ব ও মর্যাদার প্রতীক হল সেই দেশের জাতীয় পতাকা। ভারতবর্ষেরও সেরূপ একটি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা গণপরিষদ অনুমোদন করেছে।

ভারতের জাতীয় পতাকা | National Flag Of India

⦿ বর্তমান জাতীয় পতাকা গ্রহণ- 

পরাধীন ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিবর্গের দ্বারা বিভিন্ন ধরনের জাতীয় পতাকা ব্যবহার করা হয়েছিল। অবশেষে 1947 খ্রিস্টাব্দের 22 শে জুলাই ভারতীয় গণপরিষদ বর্তমান জাতীয় পতাকাটিকে গ্রহণ করে।

ভারতের জাতীয় পতাকা | National Flag Of India


⦿ ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্য-

(১) ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার দৈর্ঘ্যও প্রস্থের অনুপাত হল 3 : 2

(২) এই পতাকার সবার ওপরে গেরুয়া রং, মধ্যে সাদা রং এবং নীচে গাঢ় সবুজ রং আছে।

(৩) মাঝখানে সাদা রং -এর মাঝে আছে গাঢ় নীল রং- এর অশোকের ধর্মচক্র।

(৪) এই চক্রে মোট ২৪ টি দণ্ড আছে।

আরও পড়ুন- ভারতের জাতীয় পতাকার বিবর্তন

⦿ ভারতের জাতীয় পতাকার তাৎপর্য-

(1) জাতীয় পতাকায় ব্যবহৃত প্রত্যেকটি রং এর বিশেষ তাৎপর্য আছে।

(2) গেরুয়া রং হল ত্যাগ ও সাহসের প্রতীক।

(3) মাঝখানের সাদা রং হল শান্তি, মৈত্রী ও সত্যের প্রতীক।

(4) আর সবুজ রং হল শৌর্য, বিশ্বাস ও ঐশ্বর্যের প্রতীক।

(5) চক্রের 24 টি দণ্ড 24 ঘণ্টার প্রতীক হিসেবে গণ্য করা হয়।


⦿ উপসংহার-

জাতীয় পতাকার সম্মান ও মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area