Ads Area


হরপ্পা ও মেহেরগড় সভ্যতার প্রশ্নোত্তর | Question Answer Of Harappa Mehergarh Civilizations

হরপ্পা ও মেহেরগড় সভ্যতার প্রশ্নোত্তর | Question and Answer of Harappa and Mehergarh Civilizations

হরপ্পা ও মেহেরগড় সভ্যতার প্রশ্নোত্তর | Question Answer Of Harappa Mehergarh Civilizations

হরপ্পা ও মেহেরগড় সভ্যতার প্রশ্নোত্তর: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই প্রশ্নোত্তর সুন্দর করে দেওয়া হলো।

যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

হরপ্পা ও মেহেরগড় সভ্যতার প্রশ্নোত্তর


1. মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো?

উত্তরঃ- বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন।

2. মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ১৯৭৪ সালে আবিষ্কৃত হয়।

3. মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত?

উত্তরঃ- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বালুচিস্তানের মধ্যবর্তী স্থানে – অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল।

4. মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।

5. ভারতীয় সভ্যতা কত প্রাচীন?

উত্তরঃ- ভারতীয় সভ্যতা প্রায় ৮৫০০ বছরের প্রাচীন।

6. ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?

উত্তরঃ- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে।

7. মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হল-

(ক) মেহেরগড়

(খ) কিলে গুল মহম্মদ

(গ) কোটদিজি

(ঘ) গুমলা

(ঙ) মুন্ডিগাক।

8. সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিস্কার করেন?

উত্তরঃ- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা নিদর্শন আবিস্কার করেন।

9. ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী?

উত্তরঃ- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা।

10. মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা।

11. হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?

উত্তরঃ- হরপ্পা সভ্যতা ভারতের তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।

12. মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল?

উত্তরঃ- বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল।

13. পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল?

উত্তরঃ- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল।

14. মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল?

উত্তরঃ- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক।

15. বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন?

উত্তরঃ- বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন।

আরও পড়ুন-

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area