উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার প্রশ্ন ও উত্তর | Questions Answers On The Physiological Processes Of Plants
উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার প্রশ্ন ও উত্তর: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার প্রশ্ন ও উত্তর
1 . আস্রবণে কী প্রয়োজন ?
উত্তরঃ- আভেদ্য পর্দা
2. কোন প্রক্রিয়ায় আভেদ্য পর্দা লাগে না ?
উত্তরঃ- ব্যাপন
3. উদ্ভিদ খনিজ লবণ কী নিয়মে শোষণ করে ?
উত্তরঃ- ব্যাপন
4. উদ্ভিদ জল শোষণ করে কোন প্রক্রিয়ায় ?
উত্তরঃ- আস্রবণ
5. ব্যাপনের সময় কোন পদার্থ কোন দিকে যায় ?
উত্তরঃ- বেশি ঘনত্বের পদার্থ কম ঘনত্বের পদার্থের দিকে যায়।
6. ব্যাপন প্রক্রিয়া কতক্ষণ চলতে পারে ?
উত্তরঃ- দুটি পদার্থের যতক্ষণ ঘনত্ব সমান না হয়।
7. আস্রবণের সময় কোন পদার্থ কার মধ্য দিয়ে কোন দিকে যায় ?
উত্তরঃ- কম ঘনত্বের দ্রবণ পর্দার মধ্য দিয়ে বেশি ঘনত্বের দিকে যায়।
8. উদ্ভিদ বেশি পরিমাণ জল শোষণ করতে পারে না কেন ?
উত্তরঃ- বাষ্পমোচন হয় বলে।
9. উদ্ভিদের বাষ্পমোচন কার মধ্য দিয়ে হয় ?
উত্তরঃ- পত্ররন্ধের মধ্য দিয়ে
10. বাষ্পমোচন কী দিন–রাত্রি হয় ?
উত্তরঃ- না, শুধু দিনে হয়
11. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় অক্সিজেন শোষণ করে ?
উত্তরঃ- আস্রবণ
12. উদ্ভিদ কীসের মধ্য দিয়ে অক্সিজেন গ্রহণ করে ?
উত্তরঃ- পত্ররন্ধের মধ্য দিয়ে
13. বাষ্পমোচনের সময় পাতায় কী সৃষ্টি হয় ?
উত্তরঃ- এক রকম ঋণাত্বক চাপ
14. বাষ্পমোচনের ফলে কোষরসের ঘনত্ব কী হয় ?
উত্তরঃ- ঘনত্ব বেড়ে যায়
15. শোষণ ভৌত না রাসায়নিক প্রক্রিয়া ?
উত্তরঃ- ভৌত প্রক্রিয়া
16. বাষ্পমোচন কি রাসায়নিক প্রক্রিয়া ?
উত্তরঃ- না
আরও পড়ুন-