বিজ্ঞানের বিভিন্ন পুরস্কার | Various Science Awards In Bengali
বিজ্ঞানের বিভিন্ন পুরস্কার তালিকা: এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো ।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে ।
বিজ্ঞানের বিভিন্ন পুরস্কার |
---|
পুরস্কার | ক্ষেত্র |
আবদুস সালাম পুরস্কার | বিজ্ঞান ও প্রযুক্তি |
গোল্ডেন পান্ডা পুরস্কার | পরিবেশগত ইস্যু |
কলিঙ্গ পুরস্কার | UNESCO (1952) কর্তৃক প্রদত্ত হয় । এই পুরস্কার বিজ্ঞান গবেষণার কাজকে জনপ্রিয় করার জন্য |
বিক্রম সারাভাই পুরস্কার (আন্তর্জাতিক) | ISRO কর্তৃক প্রদত্ত উন্নয়নশীল দেশগুলোতে মহাকাশ গবেষণার কাজে অবিস্মরণীয় কাজকর্মের জন্য |
ভাটনাগর পুরস্কার | বিজ্ঞানের বিভিন্ন শাখা-পদার্থবিদ্যা, গণিতশাস্ত্র, রসায়নবিদ্যা, জীববিজ্ঞান, পৃথিবী-আবহমন্ডল- সাগর এবং গ্রহ সম্পর্কীয় বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র |
আর্যভট্ট পুরস্কার | অ্যাস্ট্রোনাট সোসাইটি কর্তৃক প্রদত্ত দেশে মহাকাশবিদ্যার জনপ্রিয়তা বাড়ানোর জন্য |
গুজারমল মোদি পুরস্কার (বার্ষিক) | শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, নতুন প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য |
বীর সাভারকর পুরস্কার | বিজ্ঞান |
যমুনালাল বাজাজ পুরস্কার | বিজ্ঞান প্রযুক্ত বা যেকোন সৃষ্টিমূলক কাজের জন্য |
জি. ডি. বিড়লা পুরস্কার (বিজ্ঞন বিষয় গবেষণার জন্য) | পঞ্চাশ বছরের নীচে, ভারতে জন্ম, কর্মরত উচ্চ মেধা ও উচ্চমানের বিজ্ঞান গবেষণার জন্য (১.৫০ লক্ষ টাকা) |
আরও পড়ুন-
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার
করুন।