সর্বসম ত্রিভুজ কাকে বলে | What Is A Congruent Triangle? দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত
সর্বসম ত্রিভুজ কাকে বলে কী জানেন, না জানা থাকলে এই পোস্টটা আপনার জন্য। জ্যামিতির সর্বসম ত্রিভুজ সংজ্ঞা চিত্রসহ PDF নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা এখান থেকে খুব সহজেই দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত সম্পর্কে জানতে পারবেন যা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত
1.দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে অপরটির দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। (বাহু-কোণ-বাহু সর্বসমতা)
2. দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুটি কোণ ও একটি বাহু যথাক্রমে অপরটির দুইটি কোণ ও অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। (কোণ-কোণ-বাহু সর্বসমতা)
3. দুইটি ত্রিভুজের মধ্যে একটির তিনটি বাহু যথাক্রমে অপরটির তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। (বাহু-বাহু-বাহু সর্বসমতা)
4. দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে একটির অতিভুজ ও অপর একটি বাহু যথাক্রমে অন্যটির অতিভুজ ও অপর একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। (সমকোণ-অতিভুজ-বাহু সর্বসমতা)
আরও পড়ুন- জ্যামিতির সকল সংজ্ঞা
5. দুটি ত্রিভুজ সর্বসম হলে-
- তাদের অনুরূপ বাহুবলি পরস্পর সমান হবে।
- তাদের অনুরূপ কোনগুলি পরস্পর সমান হবে।
- তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে।