জিকে জেনারেল নলেজ পর্ব - 2 | GK General Knowledge
জিকে জেনারেল নলেজ পর্ব- 2 : jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির
সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে জেনারেল নলেজ পর্ব- 2 ।
প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship |
WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP
Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous
ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস,
জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে
এসেছি জিকে জেনারেল নলেজ পর্ব- 2. নিচে জিকে জেনারেল নলেজ পর্ব- 2 টি যত্নসহকারে
পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।
জিকে জেনারেল নলেজ পর্ব - 2
প্রশ্নঃ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তরঃ সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ
প্রশ্নঃ অন্ধ্রপ্রদেশের অনন্তপুর কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ সোনা
প্রশ্নঃ তিলপাড়া ব্যারেজ কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ বীরভূম
প্রশ্নঃ কোন বিদ্রোহে এনফিল্ড রাইফেলে টোটার প্রচলন বিদ্রোহের প্রধান কারণ হিসেবে উঠে আসে ?
উত্তরঃ সিপাহী বিদ্রোহে
প্রশ্নঃ কিউবার রাজধানীর নাম কী ?
উত্তরঃ হাভানা
প্রশ্নঃ মৌর্য সাম্রাজ্যের কোন প্রদেশে একজন বিদেশী প্রশাসক ছিলেন ?
উত্তর : সৌরাষ্ট্র
প্রশ্নঃ মৌর্য সাম্রাজ্য ধ্বংসের পর কারা ভারতবর্ষ অভিযান করেছিল ?
উত্তর : ব্যাকট্রিয়ান গ্রীকরা
প্রশ্নঃ রুদ্রামনের জুনাগর প্রস্তরলিপি অনুসারে , সুদর্শন লেকের ওপর একটি বাঁধ নির্মিত হয়েছিল কোন রাজার আমলে ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য
প্রশ্নঃ মৌর্য যুগে গুরুত্বের ক্রমানুসারে প্রথম তিনটি বর্ণ কি ছিল ?
উত্তর : ব্রাম্মন , ক্ষত্রিয় , বৈশ্য
প্রশ্নঃ মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী কোন নীতির ওপর ভিত্তি করে ভারতীয় সমাজ সাতটি ভাগে বিভক্ত ছিল ?
উত্তর : অর্থনৈতিক
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।